পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ \9צצ ( ১৭ নবেম্বর ১৮৩৮ । ২৬ কাৰ্ত্তিক ১২৪৫ ) গঙ্গার উপরি পুল —আমাদিগের শ্রুতি গোচর হইয়াছে যে হুগলি নদীর উপরি পুল করণে গবর্ণমেণ্ট মনস্থ করিয়াছেন ঐ পুল নিৰ্ম্মাণ করণার্থ ব্যয় ১২০ ০০ ০০ টাকা নিৰ্দ্ধাৰ্য্য হইয়াছে এবং উক্ত পুল কলিকাতার উপরি হইবে ইহার দ্রব্যের নিস্তি হইতেছে কিম্বা হইবে । এবং এই সহরে স্থবিখ্যাত যে কল নিৰ্বাহ কএক ব্যক্তির উপরি এইকর্মের ভারাপণ হইবে । ঐ পুল লৌহ দ্বারা নিৰ্ম্মিত হইবে এবং এমত রূপে নিৰ্ম্মিত হইবে যে বায়ু ও জলবেগে ভগ্ন হইবে না । [ বেঙ্গল হেরাল্ড, ৪ নবেম্বর ] (২৫ জানুয়ারি ১৮৪০ । ১৩ মাঘ ১২৪৬ ) নূতন সাকো —শ্রত হওয়া গেল যে মাণিকতলা ও খাম বাজারের মধ্যস্থ নূতন খালের উপর এক সাকো নিৰ্ম্মাণারম্ভ হইয়াছে । ( ২৫ ডিসেম্বর ১৮৩০ । ১১ পৌষ ১২৩৭ ) লাটরীর কমিটী –হরকরা পত্রে লেখেন যে লাটর কমিটা রহিতকরণের আজ্ঞ শ্ৰীযুত কোর্ট অফ ডৈরক্তস সাহেবেরদের নিকটহইতে কলিকাতায় পন্থ ছিয়াছে । ( ৬ এপ্রিল ১৮৩৯ । ২৫ চৈত্র ১২৪৫ ) এতৎ শ্রবণে আমরা পরম আহলাদিত হইলাম যে টেকশালের ঘাটের সন্নিধি স্ত্রীলোকের স্নানার্থে একটা নূতন ঘাট প্রস্তুত হইবেক এ অতি সংকৰ্ম্ম বটে কেননা আবাল বৃদ্ধবনিত এক ঘাটে স্নান করিয়া থাকে তজ্জন্য হিন্দু স্ত্রীলোকের পক্ষে অতি অন্যায় হয় কিন্তু এতৎকরণে তৎসমুদয় নিবারণ হইবেক । আমরা অনেক মনুস্থ্যের মান হানি দৃষ্টিকরতঃ অত্যন্ত দুঃখিত ও চিস্তিত হইয়াছি দুঃস্বভাব ব্যক্তি সকল অবগাহন ছলে স্ত্রীলোকেরদিগের গাত্রে জল প্রক্ষেপ করিয়া থাকে এবং সেই স্থানে ব্রাহ্মণের জপ ও সন্ধ্যা বিষয়ে অত্যন্ত প্রতিবাধক রূপে করিতে দেয় না। ধৰ্মিষ্ঠ মকুন্যেরা সময়াস্তরে অত্যন্ত দৌরাত্ম্য দৃষ্টি করিয়া আপন২ ঘাটে গমন করিয়া থাকেন তজ্জন্য সময়াতীত হওনে সুতরাং ঐ ব্যক্তিরদিগের দুর্ঘটনা উপস্থিত হইয়া থাকে তৎ অনুচিত ব্যাপার হেতু গবর্ণমেণ্টের নিকট আমরা প্রার্থনা করিতেছি যে গঙ্গা হুগলি যমুনা গোদাবরী ব্ৰহ্মপুত্র এতৎ সমুদায় স্থানে যে সকল ঘাট বিদ্যমান আছে তৎসমুদায় স্ত্রীলোক ও পুরুষের নিমিত্ত স্বতন্ত্র অতি আবশ্বক এতদ্রুপ করিলে অতি উত্তম হইতে পারিবেক যদ্যপি বোধ করেন যে গবর্ণমেণ্টের ব্যতিরিক্ত অন্য২ লোকের ঘাট আছে তথাপিও মাজিস্ত্রেট সাহেব ঐ সকল ঘাটের দিক নির্দিষ্ট করণের হুকুম প্রদান করেন অনায়াসে হইতে পারে আমরা যেহেতুক অম্মদেশীয়দিগের অত্যন্ত অনহেত সেই হেতুক গবর্ণমেন্টের এতদ্বিষয়ে মনোযোগ জন্য নিরস্তর প্রার্থনা করিতেছি । [ জ্ঞানান্বেষণ ]