পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७९२ মংবাদপত্রে মেকালের কথা আগত হইয়া মহোদয় ব্যক্তিদিগের নিকটে চাদার স্বষ্টি করিয়া উক্ত কৰ্ম্ম নিৰ্ব্বাহাৰ্থ টাকার সংস্থাপন করিয়া অত্যন্ত যত্ন ও উৎসাহপূর্বক যথাযোগ্য মচুন্য নিযুক্তদ্বারা উত্তম ব্যাপার অনেক সম্পন্ন করিয়াছেন এবং স্থানে২ পাকা সাকো নিৰ্ম্মাণার্থ ইষ্টকাদি প্রস্তুত হইয়াছে এইক্ষণে ঐ কাৰ্য্যের কিঞ্চিদবশেষ আছে। অপর উক্ত মহামহিম শ্ৰীযুত সাহেব অন্য এক সৰ্ব্বজনোপকারক গুরুতর অভিলাষ প্রকাশিত করিয়াছেন তদ্বিস্তার উক্ত জিলান্তৰ্ব্বত্তি শ্ৰীযুত কোম্পানিবাহাদুরের প্রবল রাস্তার মধ্যগত উলাগ্রামের দক্ষিণ সীমায় বারোমাসিয়ানামক একখাল এবং বাদকুল্লানামক গ্রামের দক্ষিণ একখাল এই উভয়খাল রাস্তার অভ্যস্তরপ্রযুক্ত গমনাগমনের অতিকষ্টদায়ক বিশেষতঃ বর্ষাকালে নৌকাব্যতিরেকে পথিক লোকের এবং শ্ৰীযুত কোম্পানিবাহাদুরের খাজানাবাহক ও সৈন্তগণের গতিরোধ হয় এবং বর্ষাবসানে পঙ্কাদি দ্বারা আত্যন্তিক ক্লেশকর হইয়া থাকে অতএব উক্ত ক্লেশ নিবারণার্থ উক্ত শ্ৰীযুত সাহেব পরমকারুণিক স্বভাবপ্রযুক্ত উক্ত খালদ্বয়ে উত্তমরূপ মহাসেতু অর্থাৎ পাকা সাকো নিৰ্ম্মাণার্থ জিলাস্থ জমীদারবর্গের নিকটে এক চাদ স্বজন করিয়াছেন এবং ঐ চাদার কিয়ৎসংখ্যক টাকাও সংগৃহীত হইয়াছে সংপ্রতি আরম্ভ হইবার প্রতিবন্ধক বর্ষাকাল সম্মুখবর্তী । পরে হেমন্তাদিতে উক্ত কাৰ্য্যের নির্বাহ হইবার কল্প আছে অপর কৃষ্ণনগরমধ্যে ইঙ্গরেজী বিদ্যাধ্যাপনার্থ এক পাঠশালা স্থাপনার্থ মহোষ্ঠোগ করিয়া জিলাস্থ জমীদারবর্গের নিকটে চাদা করিয়া বহুজনোপকারক কাৰ্য্য বিদ্যাদানরূপ পরমধৰ্ম্ম সংস্থাপন করিবেন তদৰ্থে যে নক্সা করিয়া জমীদারদিগের নিকটে প্রেরিত করিয়াছেন.. । এক্ষণে আমরা সমাচার পত্রে অবগত হইলাম ষে উক্ত শ্ৰীযুত পরমদয়ালু সাহেব শ্ৰীলশ্ৰীযুত গবৰ্ণমেণ্টের নিয়োগে পাবনায় পরিবর্তিত হইয়াছেন এতদ্বিধায় অন্মদাদির যাদৃশ মনোমালিন্ত ও দুঃখের সম্ভাবনা উপস্থিত হইয়াছে তাহা লিখনে প্রকাশ সম্ভাবিত হয় না... । ১২৪২ সাল তারিখ ২১ বৈশাখ। জিলানবদ্বীপনিবাসিনাং জমীদারান তালুকদারান ও প্রজাবৰ্গাণাং নৃনসংখ্যকসাৰ্দ্ধ সপ্তশত সংখ্যকানাং । ( ১৭ অক্টোবর ১৮৩৫ । ১ কাৰ্ত্তিক ১২৪২ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেযু —জেলা নবদ্বীপের মাজিস্ত্রেট খ্ৰীযুত রবার্ট হলকট সাহেব বাহাদুর মানস করিয়াছেন যে উক্ত জিলাব অস্তঃপাতি বাদকুল্লানামক গ্রামে ও উলাগ্রামের প্রাস্তভাগে বারমাসিয়ানামক যে দুইখাল পথিমধ্যে আছে তদুপরি মহাসেতু নিৰ্ম্মাণ করিয়া সরকারি সৈন্য ও অন্তই মকুন্যাদি গমনাগমনের দুঃখ নিবারণ করিবেন ইহা আমরা পূৰ্ব্বং পত্রে বাহুল্যরূপে বিজ্ঞাপন করিয়াছিলাম এইক্ষণেও আবেদন করিতেছি ঐ মহাসেতু নিৰ্ম্মাণের ব্যয়বাহুল্যের নিমিত্ত উক্ত সাহেব বাহাদুর আপন স্বশীলতা ও মহাত্মতা প্রকাশে উক্ত জিলার মহীয়ান জমীদারান ও নীলকুঠার সাহেবানেরদিগকে বাক্য পুষ্পোপহার স্বারা পরিতোষ জন্মাইয়াছেন তৎপ্রযুক্ত প্রথমতঃ যে সকল মহানুভব ব্যক্তি ব্যয়ের ফর্দে