পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विचि५ ৬২৫ ( ৯ জুলাই ১৮৩৬ । ২৭ আষাঢ় ১২৪৩ ) রামেশ্বর সেতুবন্ধ —সকলই অবগত আছেন যে অযোধ্যাধামের রাজা স্ত্রীরামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধার্থ গমনসময়ে মহাদ্বীপ ও লঙ্কার মধ্যে যে সমূদ্রীয় পথ ছিল তাহাতে সেতু বন্ধন করিয়াছিলেন । ইউরোপীয়েরদের মধ্যে ঐ সেতুর নাম আডামস ব্রিজ এতদ্দেশীয়েরদের ব্যবহারে তাহার নাম রামেশ্বর সেতুবন্ধ । সেই সমুদ্রীয় পথ এতদ্রুপে অবরুদ্ধ হওয়াতে যে জাহাজ অল্প জল ভাঙ্গে কেবল তাহাই ঐ পথদিয়া যাইতে পারে। বৃহৎ জাহাজ হইলে লঙ্কা ঘুরিয়া যাইতে হয়। অতএব বৃহৎ জাহাজ যাইতে পারে এনিমিত্ত ঐ পথ মুক্তকরণার্থ বারম্বার মান্দ্রাজের গবর্ণমেণ্ট ও সাধারণ ব্যক্তিরা কোর্ট অফ ডৈরেক্তস সাহেবেরদের নিকটে নিবেদন করিয়াছেন। এইক্ষণে শ্রত হওয়া গেল যে শ্ৰীযুত কোর্ট অফ ডৈরেক্তস সাহেবের ঐস্থানীয় পৰ্ব্বত বারুদের দ্বারা উড়িয়া দেওনার্থ ৫০০০ টাকা অৰ্পণ করিয়াছেন তাহাতে ঐ স্থানে পরিশেষে দশ হাত জলমাত্র থাকিবে । ( ১৫ জুলাই ১৮৩৭ । ১ শ্রাবণ ১২৪৪ ) নূতন রাস্তা –কুষ্ণনগরহইতে গঙ্গা অবধি যে নূতন রাস্ত হইতেছিল তাহ প্রায় সম্পন্ন হইয়াছে ঐ রাস্ত দীৰ্ঘে ছয় ক্রোশ গবর্ণমেণ্টের ব্যয়েই নিৰ্ব্বাহ হইল । নানা কথা ) জ্যৈষ্ঠ ১২৩৭ ه د l ه مابيا د c N ج ډ ) শুনা গেল যে ইংগ্রগু ও ভারতবর্ষের মধ্যে বাম্পের জাহাজের দ্বারা গমনাগমনের স্বগমকরণে যে শ্ৰীযুত টেলর সাহেব এমত ব্যগ্র আছেন তিনি আপন কৰ্ম্মসিদ্ধার্থে স্থলপথে ইংগ্লিণ্ডে ফিরিয়া গিয়াছেন । ( ১৮ সেপ্টেম্বর ১৮৩০ । ৩ আশ্বিন ১২৩৭ ) মেজর রেনল —ইংল্পগু দেশের সম্বাদ পত্রেতে অবগত হওয়া গেল ষে অষ্টাশীতি বর্ষবয়ঃপ্রাপ্ত হইয়া মেজর রেনল সাহেব লোকান্তর গত হইয়া উএষ্ট মিনিষ্টর আবি অর্থাৎ ইংল্পগুদেশে মহামহিম ব্যক্তিরদের যে স্থানে সমাধি হয় তথায় উক্ত সাহেবেরো সমাধি হইয়াছে । ঐ সাহেব বহুকালাবধি কোম্পানি বাহাদুরের সৈন্তাধ্যক্ষত কৰ্ম্মে নিযুক্ত থাকিয়া এতদ্দেশে ভূগোল বিস্তাবিষয়ে মনোভিনিবিষ্ট ছিলেন এবং ভারতবর্ষের নকশা তিনিই প্রথমে প্রস্তুত করেন যদ্যপিও তদনন্তর তদ্বিষয়ে বহুবিধ নবাহুসন্ধান হইয়াছে তথাপি তাহার কৃত পুস্তক সকলেই যত্বপূর্বক গ্রহণ করেন । סיף