পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংবাদপত্রে সেকালের কথt ولاجين ( ১২ ফেব্রুয়ারি ১৮৩১ । ২ ফাল্গুন ১২৩৭ ) জেনরল ডুবাইন –আমরা এক্ষণে ফ্রান্সদেশের জেনরল ডু বাইনর সাহেবের মৃত্যুসম্বাদ প্রাপ্ত হইলাম তিনি বহুকালাবধি মাদাজিসিন্দিয়ার চাকরীতে নিযুক্ত হইয়া অনেক ধনসঞ্চয় করিয়া বিলায়তে গমন করেন তিনি আপনার সম্পত্তির অধিকাংশ ধৰ্ম্মার্থে দান করিয়া গিয়াছেন জীবদ্দশায় তিনি আপনার জন্মস্থানে অনেক টাকা দান করিয়াছিলেন কথিত আছে ষে তিনি পনের লক্ষ টাকার অধিক প্রদান করিলেন তাহার সুদ চিরকালপর্য্যস্ত দীনহীন লোকেরদের উপকারার্থে থাকিবেক । i. ( ১৮ আগষ্ট ১৮৩২ । ৪ ভাদ্র ১২৩৯ ) হেষ্টিংশ সাহেবের স্মরণার্থ অট্টালিকা । হেষ্টিংশ সাকে। —লার্ড হেষ্টিংশ সাহেবের স্মরণার্থ অট্টালিকা ও প্রতিমূৰ্ত্তি স্থাপনার্থ যাহারা চাদায় স্বাক্ষর করিয়াছিলেন গত ১৩ সোমবারে তাহারদের টেনহালে এক বৈঠক হয় তাহাতে শ্ৰীযুত চেষ্টর সাহেব সভাপতি হইতে আহত হইলেন। শ্ৰীযুত ধনাধ্যক্ষ সাহেবেরদের হিসাব মঞ্জুর ও গ্রাহ হইল । ঐ অট্টালিকা গ্রন্থনার্থ সৰ্ব্বস্থদ্ধ ৬০৫২১ টাকা সংগ্ৰহ হইয়াছিল তন্মধ্যে ৬৪৭৩ টাকা হস্তে আছে অবশিষ্টসকল গবৰ্ণমেণ্ট হোসের লালদীর্ঘিকার সম্মুখস্থ অট্টালিকা নিৰ্ম্মাণে ব্যয় হয় । - i - উক্ত মৃত গবর্নর জেনরল বাহাদুরের প্রতিমূৰ্ত্তি স্থাপনার্থ যে টাকা চাদায় স্বাক্ষর হয় তাহার সংখ্যা ৩০৫৭১ তন্মধ্যে ২৫৩৩১ টাকা তংকৰ্ম্মে ব্যয় হইয়াছে উদ্ধৃত্ত টাকা উপরিউক্ত টাকার সঙ্গে যোগ করিয়া ১২০০০ হয় । অতএব ঐ বৈঠকের অভিপ্রায় এই যে এইক্ষণে ঐ টাকাতে কি কাৰ্য্য করা যাইবে । তাহাতে ঐ সাহেবের সকলেই একবাক্য হইয়া এই স্থির করিলেন যে কোম্পানির বাগানের আড়পার ও কলিকাতা এই উভয় স্থানের মধ্যে ষে নূতন রাস্তা প্রস্তুত হইতেছে তন্মধ্যে সংক্রম সুসম্পন্নার্থ ব্যয় হয় । এবং ঐ সংক্রম উত্তরকালে হেষ্টিংশ সাকোনামে थाउ झ्य। ( ২৯ ডিসেম্বর ১৮৩২ । ১৬ পৌষ ১২৩৯ ) জাকিমে [ Monsr. Jacquemont ] সাহেবের মৃত্যু —আমরা অত্যন্ত খেদিত হইয়া প্রকাশ করিতেছি যে, এই মাসের সপ্তম দিবসে জাকিমো সাহেব একত্রিংশবর্ষবয়স্ক হইয়া বোম্বাইতে পরলোকগত হন। র্তাহার অত্যন্ত নৈপুণ্যদৃষ্টে এতদেশসম্পৰ্কীয় পশু ও বৃক্ষইত্যাদির অনুসন্ধানকরণার্থ ফ্রান্সীয় গবর্ণমেণ্ট তাহাকে মনোনীত করিয়া এতদ্দেশে প্রেরণ করেন । ১৮২৯ সালের আপ্রিল মাসে ঐ সাহেব ফুদচেরীতে [Pondicherry] পহুছেন পরে তদ্বর্ষেই তিনি কলিকাতায় আগমন করিয়| কিঞ্চিৎকাল বাসকরণানন্তর উক্ত বিষয়সকলের