পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పీల్చ সংবাদ পত্রে মেকানের কথা ভারতবর্ষের উন্নতিবিষয়ক ঐ মহোপায়ে আপনি সপক্ষ হইয়া তদ্বিষয়ক বিবেচনা করিতে সকলের সম্মুখে যে সাহসিক হইয়াছিলেন তৎপ্রযুক্তই এই দেশের মহোন্নতির ঐ উপায় হইয়াছে। ! - বাষ্পীয় জাহাজের দ্বারা এতদ্দেশের মধ্যে এবং বহিঃসমুদ্রে গমনাগমনের বিষয়ে আপনি অতি স্থিরপ্রতিজ্ঞতা ও অঁাটার্তাটিরূপে যে পৌষ্টিকতা করিলেন তাহাতে এই ফলোদয় হইল যে আপনকার কথাক্রমেই এইক্ষণে পার্লিমেণ্টে ইঙ্গলগুীয় শ্ৰীযুত কৰ্ত্ত মহাশয়ের তদ্বিষয় গ্রহণ করিয়াছেন । * যে সন্ধি পত্রাক্রমে সিন্ধুনদী ও তন্মধ্যবাহিনী নদী দিয়া গমনাগমনের পথ সাহসিক মহাজনেরদের প্রতি এইক্ষণে প্রথম বার যে মুক্ত হইয়াছে এবং ঐ নদীর তীরস্থ ভিন্নজাতীয় নানা রাজবর্গ স্ব২ ঈর্ষা পরিত্যাগ করিয়া যে ঐ মহা কল্পনার সাহায্য করিতেছেন ইহ আপনারই গুণকাৰ্য্য এমত বোধ করি এবং আমারদের নিতান্ত ভরসা আছে যে এই অঙ্কুর কাল ও সদুপায় জলসেচনের দ্বারা বৰ্দ্ধিত হইয়া তন্দ্বারা উত্তরোত্তর বাণিজ্য ও বাণিজ্যমূলক সভ্যতার বৃদ্ধি হইবে । অামারদের ভরসা আছে যে আপনার অতিদূরদর্শিতার দ্বারা রাহাদারি মাস্থল এবং এতদ্রুপ রাজকরের অতি অসভ্য ও সেকাল্পকার শৃঙ্খলহইতে তাবৎ ভারতবর্ষের আস্তরিক বাণিজ্য মুক্তহওনের বিষয়ে আপনি কল্পনা করিয়াছেন । , এবং আমারদের প্রার্থনা যে আপনকার এই অতি হিতৈষীর কল্পনা অতিশীঘ্র সম্পন্ন হয় এবং এতদ্দেশোৎপন্ন প্রধান দ্রব্য অর্থাৎ নীল মফসলহইতে কলিকাতায় আমদানীহওনের যে সুগম করিয়াছেন অতএব আপনার এতদ্রুপ স্থযোগ কল্পের চিহ্ন দেখিয়া আমরা পরমবাধ্য হইলাম । এবং আপনকার আমলে কলিকাতায় ষ্টাম্পের মাস্থলের যে শৈথিল্য হইয়াছে তাহাতেও আমরা বাধ্য আছি। যে রূপে ঐ টাক্স বসান গিয়াছিল তৎপ্রযুক্ত এবং আমারদের অমৃত্তেজি বাণিজ্যের অতি অনুচিতরূপ ভার থাকনপ্রযুক্ত তাহা কলিকাতাবাসি লোকেরদের অতি ঘৃণ্য ছিল । এবং আমারদের মধ্যে নগরীয় উন্নতি এবং আমরা যে নিজে এক প্রকার রাজশাসনীয় ব্যাপার নির্বাহ করি ইহাতে এবং আমারদের জন্মভূমিতে য়ে প্রকার সামাজিক নিৰ্ব্বন্ধ আছে সেই প্রকার এতদ্দেশেও যে আপনি করিতে প্রবোধ জন্মাইয়াছেন ইহাতেও আমরা পরম সন্তুষ্ট আছি । এই সামাজিক নিৰ্ব্বন্ধের মধ্যে চেম্বর অফ কমর্স ও ত্রেড আসোসিএসন ও এতদ্দেশীয় মহাশয়েরদিগকে জুইস অফ দি পিসী কৰ্ম্মে নিযুক্তকরণ এবং কনসলবেন্দী অর্থাৎ নগর রক্ষণাবেক্ষণের জুনিয়মকরণ এবং কলিকাতার অর্থ বিতরণীয় সমাজের পোষকতাকরণ এবং সঞ্চয়ার্থ বেঙ্ক স্থাপনকরণ এবং নগরীয় স্বাস্থ্যের বৃদ্ধি চেষ্টাকরণ এবং পূর্ব অঞ্চলের ঝিলহইতে জলসেচনের দ্বারা অকৰ্ম্মণ্য ভূমিকে কৰ্ম্মণ্যকরণ এবং যে নূতন থাল এইক্ষণে অতি দৃঢ় সংক্রমের দ্বারা সুশোভিত হইয়াছে তার কলিকাতা রাজধানী বেষ্টিতকরণ এবং ভাগীরথীর সঙ্গে সুন্দরবনের পথ সংলগ্নকরণ ইত্যাদি নানা ব্যাপারেতে আমরা মহাহৃষ্ট আছি । অপর