পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ 3. ويبنيوي আন্তরিক গমনাগমনীয় পথের আপনি যে সুগম করিয়াছেন তাহাতে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করি। বিশেষতঃ দোয়াব অর্থাৎ অন্তর্বেদ দিয়া আপনি এক নূতন পথ করিয়াছেন এবং প্রধান বন্দর মীর্জাপুরের দক্ষিণ ও পশ্চিম দিগে অতিদৃঢ় অথচ মহোচ্চ এক রাস্তা করিয়াছেন এবং ভাগীরথী ও পদ্মানদীর মধ্যে এক মহাখালকরণের দ্বারা অতিগ্রীষ্মকালে গমনাগমনের পথ মুক্তকরণের ষে কল্প করিয়াছেন ইত্যাদি বিষয়ে আমরা দেখিতেছি যে আপনি এতদ্দেশের উন্নতি ও মঙ্গল বিষয়ে নিতান্ত চেষ্টিত আছেন । এবং আপনকার আমলের আরম্ভে সৰ্ব্বসাধারণ লোকের নিকটে আপনি গমনাগমন করিতে ও পরামর্শ লইতে প্রস্তুত ছিলেন জ্ঞাপন করিয়াছিলেন এবং নিত্যই সকলের সঙ্গে স্বচ্ছন্দে অtলাপাদি যে করিয়াছেন এবং আপনকার পূর্বতন গববৃনর জেনরল বাহাদুর মুদ্রাযন্ত্রালয়ের দ্বারা তাবৎ নিয়মের আন্দোলনকরণবিষয়ে যে অতিভীত ও প্রতিবন্ধক ছিলেন তাহাতে আপনি ভীত না হইয়া বরং প্রতি পোষকতা করিয়াছেন ইত্যাদি নানা বিষয়েতে আমারদের যে ভরসা জন্মিয়াছিল তাহ সফল হইয়াছে । আমরা যে দেশে বাস করিতেছি সেই দেশের হিতার্থ আপনি যে সকল উপায় করিয়াছেন তাহার কতিপয় বিষয়ের বর্ণন করিলাম ।. ( : ৭ আগষ্ট ১৮৩৯ । ২ ভাদ্র ১২৪৬ ) w লার্ড উলিয়ম বেন্টঙ্কের মৃত্যু —আমরা অত্যন্ত খেদপূৰ্ব্বক লার্ড উলিয়ম বেষ্টঙ্কের মৃত্যু সম্বাদ প্রকাশ করিতেছি । ইহার পূৰ্ব্বে উক্ত সাহেব পীড়িত হইয়া পারিস নগরে স্বাস্থ্যার্থ গমন করিয়াছিলেন এবং ঐ স্থানে অতি বিলপনীয় ব্যাপার ঘটিল তাহার ৬৬ বৎসর হইয়াছিল । তদীয় মৃত্যু বার্তা শ্রবণে এতদেশীয় লোকেরা অত্যন্ত খেদিত হইবেন যেহেতুক ইঙ্গলওঁীয়েরদের পক্ষে ভারতবর্ষে যত বড় সাহেব আসিয়াছিলেন র্তাহারদের মধ্যে ইনি সৰ্ব্বাপেক্ষা অধিক এতদেশীয় লোকের উপকার করাতে অধিক প্রিয় পাত্র ছিলেন । তাবৎ রাজ শাসন সময়ে তাহার এই মাত্র অভিপ্রায় ছিল যে এতদ্দেশীয় লোকেরদিগকে উত্তম সৌষ্ঠবাবস্থায় রাখেন এবং অতি সন্ত্রাস্ত উদ্যোগে তাহারদের প্রবৃত্তি দেন এবং সরকারী কাৰ্য্য নিৰ্ব্বাহাৰ্থ তাহারদের নিমিত্ত উত্তম পুরস্কার স্থাপন করেন । গবর্ণমেণ্টের অধীনে এতদেশীয় লোকেরদের বাহুল্যরূপে উচ্চ২ পদ অৰ্পণ করা কেবল তাহারি কৰ্ম্ম । লার্ড উলিয়ম বেন্টঙ্ক সাহেব এতদ্দেশ হইতে প্রত্যাগত হইলে পরও এতদ্দেশের মঙ্গলের পক্ষে তিনি অত্যন্ত চেষ্টিত ছিলেন এবং ভারতবর্ষে ও ইঙ্গলগু দেশের মধ্যে বাষ্পীয় জাহাজের দ্বারা গমনাগমন স্থাপন করাতে উভয় দেশের মধ্যে বিলক্ষণ মঙ্গল হইবে এই বোধে তিনি তদ্বিষয়ে মহাযত্নবান হইয়াছিলেন । y ( ১৯ মার্চ ১৮৩৬। ৮ চৈত্র ১২৪২ ) ইঙ্গলণ্ড দেশে যাত্রা —গত সপ্তাহে যে রোবার্টসনামক জাহাজ ইঙ্গলগু দেশে যাত্রা