পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g চনংবাদ পত্রে মেকানের কথাنيوغا করিয়াছে তাহাতে শ্ৰীযুত চিনী (Chinnery] সাহেব আরোহী আছেন । ঐ সাহেব শ্ৰীলশ্ৰীযুত ইঙ্গলগু বাদশাহের নিমিত্ত মুরশিদাবাদের শ্ৰীযুত নওয়াবের প্রদত্ত উপঢৌকন দ্রব্যাদি লইয়া যাইতেছেন । শুনা গিয়াছে যে ঐ সকল দ্রব্যাদির মধ্যে অতিমনোরঞ্জক মণিমুক্তাদিতে রচিত স্বর্ণময় অতিক্ষদৃশু এক আসন ও অত্যুৎকৃষ্ট এক তলওয়ার ও হস্তিদন্তনিৰ্ম্মিত নানাবিধ দ্রব্য এবং কোঁচ টিপাই ইত্যাদি বহুবিধ এতদেশীয় শিল্পিদ্রব্য এতদতিরিক্ত এবং শ্ৰীযুত হচিনসন সাহেবকতৃক চিত্রিত নওয়াবের এক ছবি আছে । হচিন্সন সাহেবের চিত্রবিদ্যাতে যাদৃশ নৈপুণ্য তাহ প্রায় সকলই অবগত আছেন। আমরা বোধ করি যে এই সকল অতিসমাদরণীয় চিহ্ন শ্ৰীলশ্ৰীযুত ইঙ্গলগু বাদশাহ উপযুক্তমতেই গ্রহণ করিবেন। তাহাকে মুরশিদাবাদের নওয়াব যেরূপ সন্ত্রম করেন তাহার চিহ্নস্বরূপ ঐ সকল দ্রব্য বোধ করিবেন। [ ইংলিশম্যান ।

  1. ( ২৬ মার্চ ১৮৩৬ । ১৫ চৈত্র ১২৪২ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়সমীপেষু —.সংপ্রতি অবগত হইলাম যে শ্ৰীযুত আনরবল উইলিয়ম ব্লণ্ট সাহেব বাহাদুর ভারতবর্ষহইতে স্বদেশ গমন করিবেন ইহাতে এতদ্দেশীয় লোকসকলে কি পৰ্য্যন্ত দুঃখিত হইয়াছে তাহ বর্ণনে বর্ণীভাব । অতএব শ্ৰীযুত ব্লন্ট সাহেব বাহাদুর শ্ৰীলশ্ৰীযুত আনরবল কোম্পানি বাহাদুরের ষেপৰ্য্যন্ত লভ্য ও এতদেশীয় দীন দরিদ্র প্রজালোকের যেরূপ উপকার করিয়াছেন তাহার কিঞ্চিৎ লিখিতেছি... ।

১ দফা । যৎকালীন শ্ৰীযুক্ত ব্লণ্ট সাহেব জিলা জঙ্গলমহলের জজ মাজিস্ত্রেটপদে নিযুক্ত ছিলেন তৎসময়ে দীন দরিদ্র লোকেরদের উপকারার্থ নিজ খরচের দ্বারা তথায় এক মশাফিরখানা তৈয়ার করিয়া দিবাতে প্রতিনিবস হাজার দেড় হাজার দীন দরিদ্র লোক জমা হইলে তাহারদের নানাপ্রকার খাদ্য সামগ্ৰী দিতেন । আর চোর ডাকাইতেরদের এমত শাসন করিয়াছেন যে মহাজন লোকসকল আপন২ ব্যবসায়ের জিনিসপত্র লইয়া এবং মশাফিরসকল নিরুদ্বেগে গমনাগমন ও প্রজালোকসকল মুখে কালযাপন করিতেছে । ২ দফা । ষে সময় শ্ৰীযুক্ত ব্লণ্ট সাহেব বাঙ্গালা ও বেহার ও উড়িষ্যা এবং পশ্চিম প্রদেশের পোলীসের সুপরিন্টেণ্ডেণ্টাপদে নিযুক্ত হইলেন তৎকালীন চোর ডাকাইতের এমত শাসন করিলেন যে তাহাতে প্রজাসকল নিরুদ্বেগে কালযাপন করিতেছিল ও মহাজনসকল জিনিসপত্র লইয়া দেশব্যাপিয়া কারবার করিতেছিল। কোন স্থানে কোন ব্যাঘাত হয় নাই আর যে২ জিলার মাজিস্ত্রেটলোক তদারকের গাফিলে ছিলেন তাহারদের মোনাসিব দমন করিলেন । 么變 ৩ দফা | যে সময়ে জিলা কটকের সকল বিষয়ের তদারকের ও কোর্ট সরকট ও কোর্ট আপীলের কমিশুনরাপদে নিযুক্ত হইয়াছিলেন তৎকালীন রেবিনিউ মোতালকের অনেক মহল সরকারের খাসে ছিল । ঐ সকল মহল তদারক করিয়া এমতপ্রকার বন্দোবস্ত জমীদারলোকের