পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ جوني والا সহিত করিলেন যে তাহাতে সরকারের অনেক টাকা লভ্য করিলেন এবং জমীদারলোকও তুষ্ট হইয়া বেওজরে মালগুজারি করিতে লাগিল। আর ফৌজদারী ও দেওয়ানী আদালতের মোকদ্দমাসকল বিনাপক্ষপাতিত্বে এমত ফয়সল করিতে লাগিলেন যে তাহাতে সকলই ধন্যবাদ দিতেছে। অপর দীন দরিদ্র লোকের কারণ জলেশ্বরঅবধি শ্ৰীক্ষেত্ৰ পৰ্য্যস্ত স্থানে২ দশ বারটা মশাফিরখানা তৈয়ার করাইয়া প্রতিদিবস নিজ খরচের দ্বারা খাদ্যসামগ্রী দিতে লাগিলেন । আর ৮ জগন্নাথদেবের দর্শনার্থ যে সকল দরিদ্র লোক যাইত তাহারদিগকে অসংখ্যক টাকা প্রদান করিতেন ইহাতে দরিদ্রলোকের কিপর্য্যস্ত উপকার করিয়াছেন। সম্পাদক মহাশয় বিবেচনা করিয়া দেখুন সরকারের আরো কিপর্য্যন্ত কিফাত করিয়াছেন জিলা কটকে সালিয়ানা ছয় লক্ষ মোন পাঙ্গ লবণ পোক্তান হইত। শ্ৰীযুত ব্লন্ট সাহেববাহাদুর তদারক করিয়া কটক জিলাকে দুই ভাগ করিলেন এক ভাগ কটক অপর ভাগ বালেশ্বর ইহাতে শ্ৰীযুত বাবু ব্ৰজমোহন ঘোষাল লবণপোক্তানির বিষয়ে বড় বিজ্ঞবর তাহাকে দেওয়ানীতে মোকরর করিয়া স্থানে২ লবণচৌকী বসাইবাতে সালিয়ান ১৬ লক্ষ মোন নিমক পোক্তান করাইয়া সরকারী গোল শালিখায় চালান করিলেন । তৎকালীন এপ্রদেশে ১০০ মোন লবণ নীলামে ৫০০ টাকার হারে বিক্রয় হইয়াছে ইহাতে সাবেক পোক্তান ৬ লক্ষ মোন লবণ বাদে সালিয়ানা ১০ লক্ষ মোন লবণ বেশী পোক্তান হইয় ৫০ লক্ষ টাকায় বিক্রয় হইয়াছে । তাহাতে সরকারের হর রকমে খরচ ১০ লক্ষ মোন লবণে ১০ লক্ষ টাকাবাদে ৪০ লক্ষ টাকা সালিয়ানা মুনাফা হইয়। ১৮২৪ সালঅবধি ১৮২৮ সালপৰ্য্যন্ত ৫ বৎসরে বেশী মুনাফা ২ কোটি টাকা সরকারের হইয়াছে। তৎপরে সদর বোর্ড রেবিনিউ ও স্কপ্রিম কোন্সেলের অন্তঃপাতি হইয়া ও আগ্র রাজধানীর গবর্নরীপদ ধারণ করিয়া ষেপ্রকার দক্ষতারূপে কৰ্ম্মের আঞ্জাম করিয়াছেন তাহা সকলে দেখিয়াছেন. । ইতি তাং ১৪ মার্চ । কস্তচিৎ দর্পণপাঠকস্ত । ( ৯ এপ্রিল ১৮৩৬ । ২৯ চৈত্র ১২৪২ ) সর চার্লস মেটকাফ সাহেবের প্রতি আবেদনপত্র –গত শুক্রবারে এতদেশীয় নৃনাধিক দুই শত মহাশয়ের টেনহালে সমাগত হইয়া এই নিয়ম করিলেন যে আমারদের মধ্যে কএক জন মুচিখোলাতে [ গার্ডেন রাচে ] গমন করিয়া শ্ৰীযুক্ত সর চার্লস মেটকাফ সাহেবকে আবেদনপত্র প্রদান করেন। ঐ পত্রের প্রতিলিপি নীচে প্রকাশ করা যাইতেছে। তাহার উত্তর শ্ৰীযুক্ত পশ্চাৎ প্রেরণার্থ অঙ্গীকার করিলেন। ঐ আবেদন পত্র ত্রযুক্ত রাজা রাজনারায়ণকর্তৃক শ্ৰীযুক্তের সম্মুখে পঠিত হইল। ঐ পত্রে ২৪০০ ব্যক্তির স্বাক্ষর ছিল। শ্ৰীযুত সর চার্লস মেটকাফ সাহেব বরাবরেষু — নূ্যনাধিক এক বৎসর হইল আগ্রার গবর্নরী পদ ধারণার্থ আপনকার শুভগমনোপলক্ষে কলিকাতা ও তদঞ্চলস্থ এতদেশীয় মহাশয়ের অনেক সন্ত্রম ও স্নেহসূচক পত্র আপনাকে