পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ శ్రీs' করিবেন সেই স্থানেই আমারদের প্রার্থনা আপনকার অনুগামিনী হইবে। যদ্যপি আপনি দেশীয় কাৰ্য্যের ভার পুনগ্রহণ করেন তবে আপনকার কার্য্য দৃষ্টে আমারদের উত্তরকাল বিলক্ষণ ভরসাই জন্মিবে। অতএব আপনি এইক্ষণে অন্যতর যে কল্পনা অবলম্বন করিবেন তাহাতে এই নিশ্চয়ই জানিবেন যে যে কোটি২ লোকের প্রতিনিধি হইয়া আমরা আপনকার নিকটস্থ হইয়াছি তাহারা আপনার বাধ্যতা ও স্নেহ সম্পূর্ণরূপে জ্ঞান করেন।—এতদ্দেশীয় কলিকাতা ও তদঞ্চলস্থ ভূরিশো জনানাং । ( ৩০ জুন ১৮৩৮। ১৭ আষাঢ় ১২৪৫ ) ডবলিউ আদম সাহেব —যে শ্ৰীযুত ডবলিউ আদম সাহেব পূৰ্ব্বে ইণ্ডিয় গেজেটের সম্পাদক ছিলেন এবং যিনি গত তিন বৎসরাবধি এতদেশীয় লোকেরদের সাধারণ শিক্ষা বিষয়ে অনেক চেষ্ট ও অনুসন্ধান করিয়াছিলেন এবং কএক মাসপর্য্যন্ত ছোট আদালতের এক জন জজ হন তিনি এই সপ্তাহের মধ্যে এতদ্দেশহইতে আমেরিকা দেশে যাত্রা করিয়াছেন । ( ২৮ জুলাই ১৮৩৮ । ১৪ শ্রাবণ ১২৪৫ ) কলিকাতার ইস্কুলবুক সোসাইটি যে সভা এতদেশীয়দিগের বিদ্যা বিষয়ের মহোপকারক হইয়াছেন সেই সভার সেক্রেটের শ্ৰীযুত পাদরি ইয়েট সাহেব ঐ কৰ্ম্ম পরিত্যাগ করিবেন এতচ্ছ বণে আমরা অতিশয় দুঃখিত হইলাম এমত দুঃখিত আমরা আর অন্ত কোন বিষয়ে হই নাই । এই পাদরি সাহেব বাহির রাস্তার নিকটে গীৰ্য্যা আছে তাহার পাদরি ইনি বাঙ্গালা বিষয়ে যেমত উত্তম বিজ্ঞ এমত বিজ্ঞ ইংলওঁীয় মধ্যে প্রায় নাই । ঐ পাদরি সাহেব বাঙ্গলা ভাষা বিষয়ে পারদর্শী এবং যে অতিশয় ভারি কৰ্ম্ম গ্রহণ করিয়াছিলেন সেই কৰ্ম্মস্থানের যে রীতি নীতি এবং তদ্বিষয়ের পারিপাট্য জানিতেন এবং তাহার যে প্রকার শীলতা সৰ্ব্ব সমীপে নম্রতা আর স্বভাবত বাক্যের কোমলতা আর তিনি যে প্রকার কএক বৎসর ঐ কৰ্ম্ম করিতেছেন ইহাতে তিনি ঐ কাৰ্য্যে অতিনিপুণতম হইয়াছেন । ঐকৰ্ম্ম স্থানের মান্ত মেম্বরগণ এইক্ষণে চেষ্টত আছেন যে ঐ পাদরি সাহেবের কৰ্ম্মে তত্ত ল্য মহন্ত পাইলে ভাল হয় । এবং ঐ সভার মেম্বরগণ ইউরোপীয় ও এতদেশীয়হইতে বিবেচনা পূৰ্ব্বক ব্যক্তি নির্ণয় করিয়া সভাকে পূর্ণ করুন কিন্তু আমরা বলিতে ভীত হই কেননা ঐ পাদরি সাহেবের তুল্য শ্রমি ও নিপুণ মনুষ্য পাওয়া প্রায় কঠিন। আমরা অনুমান করি যে নিম্ন লিখিত প্রকারে যদি ঐ পাদরি সাহেবের কৰ্ম্ম তিন চার জনকে বিভক্ত করিয়া দেন তবে সুলভ হইতে পারে বাঙ্গলার বিষয়ে এক জন বাঙ্গালি এবং পারশির কাৰ্য্যে মোসলমান সংস্কৃতে পণ্ডিত এবং ঔড় দেশীয় কাৰ্য্যে উড়িয়া নিযুক্ত করা উচিত এমত অনেক মচুন্য বলিতে পারিবেন যে এমত উত্তম বিদ্যান মহন্ত পাওয়া অতি সুকঠিন কারণ সৰ্ব্বগুণাস্থিত।