পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8e *+१ दnन =>{रद्ध छमब्तारल्पन्त दकeft 3. ( ৪ জানুয়ারি ১৮৩৪ ৷ ২২ পৌষ ১২৪০ ) শৱদান। —শরদান শহরের অতিদীনহীন লোকেরা সংপ্ৰতি শ্ৰীমতী রাণীর সম্মুখে উপস্থিত হইয়া বাণিজ্য ব্যবসায়িরদের নামে এই নালিস করিল যে তাহারা শস্তের মূল্য চড়তি করিয়াছে । তাহাতে শ্ৰীমতী তৎক্ষণে বাণিজ্যকারিরদিগকে ডাকাইয় তাহারদের কার্ধ্যের অনেীচিত্যবিষয়ে অনেক বুঝাইয়া কহিলেন যে তোমরা টাকায় বিশ শের করিয়া শস্য বিক্রয় করিব । তাহাতে টাকায় দশ শেরের অধিক বিক্রয় করিলে আমারদের অনেক ক্ষতি হয় । ইহা কহিয়া ব্যবসায়িরা প্রস্থান করিল। পরে শ্ৰীমতী তাবৎ চৌবাচ্চায় ও পুষ্করিণীতে চৌকীদার সিপাহী নিযুক্ত করিয়া হুকুম দিলেন যে তাবল্লোককে জল লইতে দিব। কিন্তু বাণিজ্যব্যবসায়িরা এইক্ষণে যে মূল্যে শস্য বিক্রয় করিতেছে সেই মূল্য না দিলে কদাচ জল লইতে দিব না। এইরূপ প্রতিফল দেওনের নিয়মেতে বিশেষ স্বফল দর্শিল তাহাতেই ব্যবসায়িরা অবনত হইল এবং শস্তের দুমূল্য করাতে র্তাহারদের দুমূল্য জল ক্রষ্ঠ করিতে হইলে পরিশেষে অভিনম্ৰ হইয়া শ্ৰীমতীর নিকটে গমনপূর্বক কহিলেন যে আমরা আগামি ছয় মাসপর্য্যস্ত টাকায় ২০ শের করিয়া তণ্ডুলাদি বিক্রয় করিব । ( ১ ফেব্রুয়ারি ১৮৩৪ ৷ ২০ মাঘ ১২৪০ ) ইং ১৮৩৩ সালের জুলাই মাহার এডিনবরা রিবিউ অর্থাৎ এডিনবরাদেশে নিশ্চিত আমেরিকা প্রকাশিত সমাচার পুস্তকে বেগম সমরুর এক সংক্ষেপ বিবরণ প্রকাশ হইয়াছে। ঐ বিবরণ আমারদের পাঠকবর্গের এবং বিশেষতঃ আমারদের স্বজাতীয় পাঠকেরদের মনোরম্য হইবে এই আশয়ে আমরা তাহার চুম্বক লিখিতেছি । বেগম শমরুর নগরের নাম সরদান তথায় তাহার প্রধান সৈন্তাধ্যক্ষ বাস করেন ঐ নগরের চতুৰ্দিগস্থ প্রদেশসকল তিনি জায়গিরেরশ্বরূপ অধিকার করেন তাহাহইতে পূৰ্ব্বে বৎসর২ ৬ লক্ষ টাকা কর পাওয়া যাইত কিন্তু বেগমের অতিউত্তম শাসনের দ্বারা এইক্ষণে ৮ লক্ষ পাওয়া যায়। তিনি পূৰ্ব্বে এক নৰ্ত্তকী ছিলেন কিন্তু তাহার পিতা ও মাতার নাম বা কোন দেশহইতে তিনি আসিয়াছেন তাহ প্রকাশ নাই তিনি শমরুনামক একজন জারমানকে বিবাহ করিয়াছিলেন ঐ ব্যক্তির শমরু নাম হইবার কারণ এই তিনি সৰ্ব্বদা আমোদরহিত ও বিমর্ষ থাকিতেন না ঐ দুরাত্মা ইঙ্গরেজী ১৭৬৩ সালে পাটনার কুঠার সাহেবেরদিগকে হত্যা করিবার মানস করিয়াছিল । ইঙ্গরেজের ইহার অল্পকাল পরেই পাটনা পুনৰ্ব্বার লুঠ করাতে তিনি তাহারদের কোপহইতে পলায়ন করিয়া পশ্চিমে গমনকরত প্রথমে ভরতপুরের রাজার এবং তৎপরে অন্য২ হিন্দুরাজারদের দাস হইলেন পরে অনেক লভ্যজনক ও অনুকুল ঘটনা হওয়াতে তিনি আপনার পারগতার স্বারা দিল্লীর উত্তর পূৰ্ব্বে বহু ভূমি অধিকারকরত অতিশয় শক্তিমান হইয়া পরে মরিলেন পরে বেগম শমঞ্চ এক ফরাসিকে বিবাহ করিলেন কিন্তু ঐ ব্যক্তি অসভ্য সন্ত্রমে অতিবিরক্ত হইয়া ইউরোপে যাইবার মনস্থ