পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ لا نعوها করিল। ইউরোপে গমন করিলে আপনার স্বামির বশীভূত হইতে হইবে তাহ জানিতে পারিয়া বেগম নিজ কাস্তের অভিপ্রায় আপন সৈন্যের প্রধানেরদের গোপনে জ্ঞাত করিলেন । কিন্তু পতির নিকট তিনি এই মিথ্যা ভয় প্রকাশ করিলেন যে পাছে ধৃত হৰু কারণ তাহা হইলে পরিত্যাগের কারণ র্তাহারা অত্যস্ত অপমানিত অখ্যাতিগ্রস্ত হইবেন । অতএব তাহারদের মধ্যে দৃঢ়রূপে এই স্থির হইল যে যদ্যপি ধুত হন তবে উভয়েই আত্মঘাতী হইবেন। এইরূপ স্থির করিয়া রজনী দ্বিতীয় প্রহরে ফরাসিস হস্তী আরোহণে এবং বেগম মহাপায়ায় গমন করিলেন নিশ্চিত স্থানে ঘাট প্রস্তুত ছিল এবং তাবৎ বিষয় বেগমের অভিপ্রায়াছুযায়িক হইল যথা প্রতিযোগিরা বেগমের সৈন্যাদি দূরীকৃত করিল এবং পরিচারকেরা ফরাসিসকে কহিল যে বেগম গুলিদ্বার প্রাণত্যাগ করিয়াছেন এই বাৰ্ত্ত সত্য কিনা তাহ জানিবার কারণ তিনি মহাপায় গমন করিলে ঐ লোকজনক ঘটনার প্রমাণস্বরূপ র্তাহাকে এক রক্তযুক্ত গাত্রমার্জনী দেপান গেল ইহাতে তিনি আপন মস্তকে পিস্তলের গুলি করিয়া প্রাণত্যাগ করিলেন পরে বেগম এক হস্তী আরোহণ করিয়া আপনি যে সৈন্তেরদের প্রমত্ত স্নেহ করেন এতদৰ্থে বক্তৃতা করিলেন তাহারদের অধ্যক্ষ হইবার এবং নিজ ধন ও সম্পত্তি তাহারদের সহিত বিভাগ করিবার মানস ভিন্ন তিনি অন্য কোন মানস প্রকাশ করিলেন না পরে সৈন্যেরা যুযুৎসব করিয়া তাহাকে পুনৰ্ব্বার শিবিরে লইয়া গেল । সেই সময়াবধি বেগম স্বয়ং সৈন্যের অধ্যক্ষতা করিতে আরম্ভ করিয়া রাজ্যের বিষয় সকল করিতে লাগিলেন । কর্ণেল স্কিননৱ কহেন যে তিনি স্বয়ং সৈন্য রণস্থলে চালাইয়া নাশের মধ্যেও অতিশয় সাহস ও মনের স্থিরতা প্রকাশ করিয়াছেন। এইক্ষণে তিনি আপন দেশ কৃষিকৰ্ম্মম্বারা বদ্ধিষ্ণু করিতে মনোযোগ করিয়াছেন, তাহার ভূমি পূৰ্ব্বাপেক্ষ এখন তেজস্বী ও ফলবন্ত হইয়াছে, এবং তাহার প্রজারা কোম্পানির প্রজারদের হইতে অধিক সুখী ও শ্ৰীমান তিনি নিরস্তর সাবধান ও সতর্ক এবং তাহার স্মরণ লইলে তাহ অবশু স্থির ও সত্য হয় । পূৰ্ব্বে তিনি মুসলমান ধৰ্ম্মাবলম্বী ছিলেন কিন্তু এইক্ষণে রোমান কাতালিক খ্ৰীষ্টীয়ান হইয়াছেন এবং ঐ ধৰ্ম্মের অনেক যাজক ও কৰ্ম্মকৰ্ত্তা তাহার নিকট নিযুক্ত আছেন আপন রাজধানীতে তিনি সেণ্ট পিটরের মন্দিরের ন্যায় এক মন্দির অর্থাৎ গ্রির্জা নিৰ্ম্মাণ করিয়াছেন । কথিত আছে যে তাহার যুক্তি খর্ব ও বর্ণ অতিশয় শুরু ও অবয়ব প্রশস্ত ও স্ফীত এবং বাক্য ধীর ও তীয় কিন্তু চতুর তাহার হস্ত ও বাহু এবং পদ স্বখ্যাতি ও প্রশংসার উপযুক্ত । তিনি যে আপন ভূত্যেরদের প্রতি বহু নিষ্ঠুরাচরণ করেন তাহার এমত অপবাদ আছে তাহারও একটা নিষ্ঠুরাচরণের বিবরণ এইরূপ কথিত আছে যথা, এক অল্পবয়ঃক্ৰমি দাসীকে ধূৰ্ত্ততায় ধৃত করিয়া তিনি তাহাকে জয়ন্তে পুতিতে আজ্ঞা দিলেন এবং ঐ নিষ্ঠুর আজ্ঞা সম্পূর্ণ হইল এবং ঐ বালিকার দুর্দশা দেখিয়া লোকেরদের অতিশয় দয়া হইয়াছিল এই কারণ বৃক্ষ নিষ্ঠুরা বেগম আপনশয্যা আনাইয়ী ঐ কবর স্থান বিস্তার করত তামাক খাইয়া তদুপরি নিদ্রা গেলেন –জ্ঞানাম্বেষণ । v >