পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७8२ সংবাদপত্রে লোকালের কথা ( ১৪ মে ১৮৩৪ ৷ ২ জ্যৈষ্ঠ ১২৪১ ) বেগম শমরুর সম্পত্তি।—মিরটের দরবারে [Meerut Obserper] লেখেন যে গত মাসের মধ্যে বেগম শমরূ কর্ণল ভাইস সাহেবের পুত্র ডাইস সাহেবকে স্বীয় সম্পত্তি চূড়ান্ত দান করিয়াছেন। কর্ণল ডাইস সাহেব বেগম শমরূর পূর্ব স্বামি শমরূর কুটুম্ব । শমন্ধ অনেক বৎসরপূৰ্ব্বে লোকান্তর হন। কর্ণল সাহেব পূর্বে বেগমের অতিবিশ্বাসপাত্র ছিলেন এবং তাহার তাবৎ সরবরাহ কাৰ্য্য ও সৈন্তাধ্যক্ষতার কার্ষ্যে নিযুক্ত ছিলেন কিন্তু কোন এক বিষয়ে বিবাদ উপস্থিত হওয়াতে বেগম শমরূ তাহার মুখাবলোকন করিতেও অসম্মত হইলেন এবং ঐ সাহেব কএক বৎসরাবধি মিরটে বাস করিতেছেন ঐ বিবাদ হওয়াপ্রযুক্ত র্তাহার নামে দানপত্র না হইয়া তাহার পুত্রের নামে হইয়াছে। এবং ঐ দানপত্র ক্রমে ঐ পুত্র বেগমের সর্বম্বের উত্তরাধিকারী হইলেন তাহাতে বার্ষিক লক্ষ টাকা উৎপন্ন হয় । কিন্তু এই নিয়ম হইয়াছে যে ঐ ডাইস স্বীয় নামের পরিবর্তে শমরূ নামধারী হইবেন ঐ দান পত্র পারস্ত ভাষায়ু লিখিত কিন্তু তাহাতে এমত লিখিত আছে যে ইঙ্গরেজী ভাষায় লিখিত পূৰ্ব্বকার যে এক দানপত্র ছিল তাহাও সিদ্ধ হইবে । বেগমের যে ভূম্যাদি অর্থাৎ শরদান ও অন্যান্ত স্থানে তাহার যে জায়গীর অাছে তাহ সন্ধিপত্রাক্রমে তাহার মরণোত্তর কোন২ বিষয় বজিয়া ব্রিটিস গবর্ণমেণ্টে অর্পিত হইবে । , ( ২ জুলাই ১৮৩৪ । ১৯ আষাঢ় ১২৪১ ) বেগম শমরূর গুড়গার নিকটস্থ প্রদেশের অবস্থা –বেগম শমরূর দিল্লীর সন্নিহিত প্রদেশের অবস্থাবিষয়ক বিবরণ বর্ণন করা দুঃসাধ্য । তত্রস্থ প্রজারদের স্থানে তিনি কর অত্যন্ত শুষিয়া লইতেছেন । ইহাতে তাহারা অদৃষ্ট অশ্রুত চুরি ডাকাইতী ও হত্যা করিতে আরম্ভ করিয়াছে । বাদশাহপুরের আমিল কিল্লার নিকটেই খুন হয় এমত দুইবার ডাকাইতী হইয়াছে কিন্তু তাহাতে কোন রাজকীয় লোকেরই মনোযোগ নাই –দিল্পী গেজেট । ( ১৪ মার্চ ১৮৩৫ । ২ চৈত্র ১২৪১ ) শরদান। —অবগত হওয়া গেল শরদানার কত্ৰী শ্ৰীমতী বেগম শমরূ গত কএক দিবসের মধ্যে শরদানাতে র্তাহার রাজকোষে যত টাকা ন্যস্ত হইয়াছিল তাহা মিরটের খাজানখানাতে এই নিমিত্ত দাখিল করিয়াছেন যে ঐ টাকা শতকরা ৪ টাকা স্থদের লোনে অৰ্পিত হয়। কথিত আছে যে তিনি যে টাকা প্রেরণ করেন তৎসংখ্যা ৩০।৩৫ লক্ষ টাকা হইবে তন্মধ্যে ৩০ লক্ষ ফরকাবাদী অবশিষ্ট পুরাতন সাধারণ টাকা । - ( ১৮ এপ্রিল ১৮৩৫ ৬ বৈশাখ ১২৪২ ) অবগত হওয়া গেল যে হত ফ্ৰেজর সাহেবের হস্তাকে যিনি ধরিয়া দিবেন তাহাকে পুরস্কার