পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ W88) দেওনার্থ দিল্লীবাসি ইউরোপীয় সাহেব লোকেরা যাহ। সহী করিয়াছেন তদ্ব্যতিরিক্তও দিল্লীর শ্ৰীলশ্ৰীযুত বাদশাহ পুরস্কারস্বরূপ ১২,০০০ টাকা নগদ ও বাৰ্ষিক ৬০০ টাকা বৃত্তি দিতে স্বীকার করিয়াছেন এবং বেগম শমরুও ঐ হত সাহেবের প্রতি স্বীয় স্নেহ সৰ্ব্বসাধারণকে জ্ঞাপনার্থ ধারক ব্যক্তিকে ১০০০ টাকা দিতে স্বীকার করিয়াছেন । ( ১৪ নবেম্বর ১৮৩৫ । ২৯ কার্ডিক ১২৪২ ) বেগম শমরূ —শুনা গিয়াছে যে শ্ৰীমতী বেগম শমরূ ধৰ্ম্মবিষয়ক কাৰ্য্য নির্বাহাৰ্থ নীচে লিখিত টাকা প্রদান করিয়াছেন বিশেষতঃ শরদানাতে স্বীয় গির্জাঘর বা কাটিভুল প্রতিপালনার্থ লক্ষ টাকা এবং শরদানার দীন দরিদ্র লোকেরদের নিমিত্ত ৫০,০০০ টাকা ও রোমান কাতোলিকমতাবলম্বিরদের নিমিত্ত এক বিদ্যালয়স্থাপনে লক্ষ টাকা এবং মিরটস্থ স্বীয় গির্জাঘরের নিমিত্ত ১২,০০০ হাজার টাকা । ( ৩০ জানুয়ারি ১৮৩৬ । ১৮ মাঘ ১২৪২ ) সরদান –অবগত হওয়া গেল যে শ্ৰীলশ্ৰীযুত লার্ড কম্বরমীর সাহেব শ্ৰীমতী বেগম সমরুকে অত্যুত্তম স্থতি এক ছবি দিয়াছেন ঐ ছবি সরদানার প্রধান গীর্জা ঘরে স্থাপিত হইয়াছে । ( ১৩ ফেব্রুয়ারি ১৮৩৬ । ২ ফাল্গুন ১২৪২ ) বেগম সমরু —বেগম সমরু বহুকাল স্বাধীনতায় সরদানায় রাজ্যভোগ করিয়া এইক্ষণে বাৰ্দ্ধক্যে পরলোকগত হইয়াছেন এইক্ষণে তাহার তাবৎ ন্যস্ত ধন ও রাজ্য ব্রিটিস গবর্ণমেণ্টের অধিকৃত হইবে । ( ২০ ফেব্রুয়ারি ১৮৩৬ ৯ ফাল্গুন ১২৪২ ) শরদানার প্রধান গ্রিজাঘরের মধ্যবৰ্ত্তি কবরে যথারীতি সম্মানপূর্বক বেগম শমরুর সমাধি সম্পন্ন হইল এবং কবরস্থানে শব লওনসময়ে বেগমের বয়ঃসমসংখ্যায় সন্ত্রমার্থ ৮৭ তোপ হইল । পরে তাহার পরিবারের রাজবাটীতে প্রত্যাগমন করিবামাত্র মিরটের শ্ৰীযুত মাজিস্টে সৰ্ব্বত্র প্রচার করিলেন যে বেগম শমরুর তাবৎ রাজ্য ব্রিটিস গবর্ণমেণ্টের অধিকারভুক্ত হইল । এই সমৃদ্ধ রাজ্য অত্যন্ত্রকালের মধ্যেই মিরট জিলাস্ত:পাতি করা গেল উত্তর কালে ঐ রাজ্য ঐ জিলাভূক্তই থাকিবে। তাহার ভূম্যধিকার তাবৎ সম্পত্তি এইরূপে ব্রিটিস গবর্ণমেণ্টের অধিকৃত হইল কিন্তু নগদ সম্পত্তি সৰ্ব্বসমেত প্রায় ৫০ লক্ষ টাকা দানপত্রদ্বারা তাহার পৌত্র শ্ৰীযুত ডাইশ শমরুর হস্তগত হইল ।