পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Webb." - মংবাদ শত্রে মোকালেক্স san ) ৪ মে ১৮৩৯ - ২২ বৈশাখ ১২৪৬ ( سی শ্ৰীযুত ডাইস সমরু —আমারদের পাঠক মহাশয়েরদের মধ্যে অনেকের সর্দানাস্থ বেগম সমরূর পৌত্র অথচ উত্তরাধিকারি ডাইস সমরূ সাহেবের বৃত্তান্ত স্মরণ থাকিবেক । কথিত ছিল যে ঐ বেগম মৃত্যুসময়ে উক্ত সমরূকে অনুনি ৬০ লক্ষ টাকা দান করিয়া যান। ঐ সাহেব কলিকাতায় আগমন করিয়া শ্ৰীযুক্ত সর চলস মেটকাফ সাহেবের সঙ্গে এক জাহাজে ইঙ্গলণ্ড দেশে গমন করিয়াছেন এইক্ষণে অবগত হওয়া গেল যে তিনি ইটালি দেশে গমনপূর্বক রোমনগরে অতি জাক জমকে বাস করিতেছেন । - ( ১৮ ডিসেম্বর ১৮৩০ । ৪ পৌষ ১২৩৭ ) কলিকাতায় ভোজ —গত ১০ দিসেম্বর তারিখে কলিকাতায় উপস্থিত ফ্রান্সীয় সাহেবের ফ্রান্সদেশে সংপ্রতি যে রাজপরিবর্তন হইয়াছে তাহার সন্ত্রমার্থে স্বীয়২ মিস্ত্রেরদিগকে টেনহালেতে আহবান করিয়া ভোজন করাইলেন । ঐ রাজপরিবর্তনের বিবরণ ইহার পূৰ্ব্বে আমরা পাঠকবর্গকে জ্ঞাত করিয়াছি ঐ ভোজনসময়ে দুই শত সাহেব একত্র হইয়া সেই মহাকীৰ্ত্তিতে যেরূপ উত্তেজনা জন্মে সেই উত্তেজনাতে পরিপূর্ণ হইয়া ভোজন করিতে বসিলেন । ( ১৮ মে ১৮৩৩ । ৬ জ্যৈষ্ঠ ১২৪০ ) রাজমহলের ভগ্নাটালিকা —হরকরার এক জন পত্রপ্রেরকের দ্বারা অবগত হওয়া গেল ষে রাজমহালে যে কএক অট্টালিক অদ্যাপি বৰ্ত্তমান আছে তাহাহইতে কএক জন ইউরোপীয় সাহেবের কএকথান প্রস্তর খুলিয়া লইয়া যাওয়াতে আপনারদিগকে অত্যন্ত অপমানিত করিয়াছেন । তৎস্থানের রাজবাটীর অধিকাংশ এইক্ষণে বিলুপ্ত হইয়াছে কেবল দুই প্রকোষ্ঠ বৰ্ত্তমান আছে কিন্তু অসভ্য মহন্তোরদের দ্বারা তাহার তাদৃশ অপচয় হয় নাই । তন্মধ্যে অতিস্থদ্বগু এক মসজিদ আছে তাহার অন্তর্ভাগ ও মেজ্যে শ্বেতবর্ণ মর্শ্বরপ্রস্তরেতে মণ্ডিত এবং ঐ প্রস্তরোপরি কোরাণহইতে গৃহীত কৃষ্ণবর্ণ অক্ষরে অনেক আয়েৎ খোদিত আছে । অন্য প্রকোষ্ঠ উভয়পার্শ্বমুক্ত বারাণ্ডার ন্যায় তাহার স্তম্ভ ও মেজ্যে ও ছাদ ও প্রাচীর সমুদায়ই কৃষ্ণবর্ণ মৰ্ম্মরেতে নিৰ্ম্মিত এবং অতিসুদৃশুপ্রকারে সংঘটিত । - খামখা কোন২ ব্যক্তি এই উত্তম অট্টালিকার মৰ্ম্মর প্রস্তর ভগ্ন করিয়া এবং তাহার খোদিত অক্ষরসকল তুলিয়া লণ্ডয়াতে ঐ অট্টালিকার বিরূপ ও বিনষ্টকরণের অপরাধে পতিত হইয়াছে।. 本 o গত ২৮ আপ্রিল তারিখে কএক জন নীলকর সাহেব গমনকরত তথাহইতে মৰ্ম্মর প্রস্তর খুলিয়া লইলেন । এই অপরাধ মার্জনীয় নহে যেহেতুক ঐ প্রস্তরের মূল্যেতে তদগ্ৰাহকেরদের কিছুমাত্র উপকার হইতে পারে না অথচ ঐ সকল প্রস্তর অট্টালিকার ছাদরক্ষক এক অঙ্গ তাহা এতদ্রুপে ভগ্ন করিয়া লওয়াতে অতিশীঘ্রই ছাদ পড়িয়া যাইতে পারে ।