পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विदिक्ष : *8% ( ৭ সেপ্টেম্বর ১৮৩৩ । ২৩ ভাদ্র ১২৪০ ) ভূমিকম্প – ‘কলিকাতাঞ্চলে যেমন ভূমিকম্প হইয়াছিল উত্তর ও পশ্চিম অঞ্চলে তদপেক্ষাও অধিক হইয়াছে । লক্ষ্মণৌহইতে আগত পত্রে লেখে যে ২৬ আগস্ত তারিখের রজনীযোগে লক্ষ্মণেীতে চারিবার ভূমিকম্প হয় প্রথমবার সূৰ্য্য অস্ত হওন সময়ে অপর তিনবার রাত্রি দুই প্রহরের কিঞ্চিৎ পূৰ্ব্বে হয় । দুইবারের কম্পন বাষ্পীয় জাহাজের আন্দোলনের তুল্য। ঐ আন্দোলনেতে গৃহের কড়িকাঠের মড়ং শব্দ এবং লাণ্টনের ঝনঝন শব্দ হইতে লাগিল ঘরের কার্নিসের কিয়দ্ভাগ পড়িয়া গেল । ঐ কম্পেতে বৃক্ষস্থ পক্ষি সংঘ কিচমিচ করিয়া ডাকিতে লাগিল এবং নগরের চতুর্দিগহইতে জনতার আল্লা আকবরও অর্থাৎ ঈশ্বর মহানও এতাবন্মাত্র শব্দ হইতে লাগিল।. ...১৮৩৩ সালের ২৭ আগস্ত তারিখের পাটনাহইতে আগত পত্রের চুম্বক এই । গত রাত্রের এগার ঘণ্টাসময়ে এই স্থানে এমত অতিভয়ানক ভূমিকম্প হয় যে তদ্রুপ কথন আমি দৃষ্ট ও শ্রত নহি । চারিবার ভূমিকম্প হইল এবং ঐ কম্প এতাদৃশ প্রবল যে তাবৎ পাটনা শহর মহাতরঙ্গে দোলায়মান নৌকার ন্যায় বোধ হইল অনেক ঘর দ্বার পড়িয়া গেল এবং অন্যান্য নানা প্রকার ক্ষতি হইল । রাজা খা বাহাদুরের অশ্বশালা পতিত হওয়াতে সাত অশ্ব মারা পড়িল । শ্ৰীযুত কাপ্তান এলিয়াট সাহেবের বহিদ্বর্ণর পড়িয়া সমভূমি প্রায় হইল। শ্ৰীযুত ডেকাষ্ট সাহেবের ঘর নানা স্থানে ফাটিয়া গেল এবং ঐ ঘরের কএকটা দেওয়ালগিরিও পড়িয়া যায় ইহাতে নগরস্থ লোকেরা এমত ভীত হইল যে সপরিবার বাহিরে দণ্ডায়মান হইয়। তাবৎ রাত্রিক্ষেপণ করিল। ১৮৩৩ সালের ২৭ আগস্ত তারিখের ছাপরাহইতে আগত পত্রে লেখে যে গত রাত্রের এগার ঘণ্টা অবধি অরুণোদয় কালপর্য্যন্ত এই স্থানে সাতবার ভূমিকম্প হইয়াছে এবং উদয়াবধি আট ঘণ্টাপৰ্য্যন্ত আরো চারিবার হইল। তাহাতে আমি ভীত হইয়া বাহিরে ধাবমান হইলাম প্রথমবারাবধিই শঙ্কাতে আর আমি শয়ন করিতে পারিলাম না। একবারের কম্পন চারি মিনিটব্যাপিয়া থাকিল। " দিনাজপুর জিলাহইতে আগত পত্রে লেখে যে সংপ্ৰতি এই স্থানে অনেকবার ভূমিকম্প হইয়াছে কিন্তু গত ২৬ তারিখের যে প্রকার ভূমিকম্প এমত আমার জ্ঞানগোচরে হয় নাট । ঘরের তাবৎ পাখা ও দেওয়ালগিরি ও কুঠরীই তাবদ্ধ ব্যাদি এককালে কম্পান্বিত হইল কিন্তু গত মাসের ভূমিকম্পে যাদৃশ শব্দ হইয়াছিল তাদৃশ শব্দ এইবারের কম্পনে হয় নাই এবং তাহার কিঞ্চিৎকাল পরেই আরো একবার তদপেশ অধিক ভয়ানক ভূমিকম্প হইয়া তিন মিনিট পৰ্য্যন্তু ব্যাপিয়া থাকিল । মুঙ্গেরহইতে আগত ২৭ আগন্ত তারিখের পত্রে লেখে যে ঐ স্থানে অত্যন্ত দুর্ঘটনা হইয়াছে বিশেষতঃ ২৬ তারিখের অপরাহের পটি ঘণ্টাঅবধি ২৭ তারিখের পূৰ্ব্বাহ্নে আট bra