পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ HIV কিন্তু খিদিরপুর মুচিখোলা শিবপুর হাবড়া শালিখা কাশীপুর বাহিররাস্তার পূর্বাংশ এই সকল স্থানের লোকসংখ্যা ইহার মধ্যে নহে । ( ১৬ সেপ্টেম্বর ১৮৩৭ ৷ ১ আশ্বিন ১২৪৪ ) কলিকাতার মৃগযু —মৃগয়া কাৰ্য্যাচুরক্ত শ্ৰীযুত বাবু দীননাথ দত্ত ও শ্ৰীযুত মকান সাহেব ও অন্যান্য কএক জন সাহেবের কুকুর ও পিস্তল ও দুই চুঙ্গীর বন্দুক লইয়া সংপ্রতি খামপুকুরেরদিগে ব্যাঘ্ৰ মৃগয়ার্থ গমন করিলেন । কিন্তু দৃষ্ট হইল যে ঐ স্থানে একটা চিতাবাঘ মাত্র আছে। উক্ত বাবু ও শ্ৰীযুত স্মিথ সাহেব এক দিগে গেলেন এবং শ্ৰীযুত মকান সাহেব কুকুর লইয়া অন্য দিগে গেলেন। পথিমধ্যে ঐ কুকুরের দুইটা শিয়াল দেখিতে পাইয়া অতিশীঘ্র তাহারদিগকে মারিয়া ফেলিল কিন্তু বাবুর বড় সৌভাগ্য যেহেতুক তিনি কিঞ্চিৎ দূরে গমন করিলে একটা অতিবৃহৎ চিত| বাঘ তাহার অতিনিকটে ঝাপটা মারিয়া চলিয়া গেল । তাহাতে বাবুর সঙ্গি তাবল্লোক ঐ চিতা বাঘের পায়ের দাগ দেখিয়া বনমধ্যে অনেক দূরপর্য্যন্ত গেল কিন্তু পরে অতিগ্রীষ্মপ্রযুক্ত তাহারদের ফিরে আসিতে হইল। অতএব কলিকাতায় যে ব্যাভ্রের ভয় হইয়াছে সে ঐ চিতা বাঘই ইহার সন্দেহ নাই । শুনা গেল ষে শ্ৰীযুত বাবু ও অন্যান্ত কএক ব্যক্তি আগামি শুক্রবার পূর্বাহ্নে ঐ ব্যাভ্রের অন্বেষণার্থ যাইবেন । শহরের ঐ অঞ্চলে অত্যন্ত জঙ্গল হইয়াছে এইক্ষণে কএক দিবসাবধি পোলীসের ক এক জন ঐ বন কাটিতে নিযুক্ত হইয়াছে । ( ২১ অক্টোবর ১৮৩৭ ৬ কাৰ্ত্তিক ১২৪৪ ) • এইক্ষণে এ স্থানতে পূৰ্ব্বাপেক্ষ রোগের হ্রাস হইয়াছে তাহ যে২ লোক অনেক দিবস পৰ্য্যস্ত এতদ্দেশে প্রবাস করিতেছেন তাহার উত্তম জানেন এইরূপ পীড়া হ্রাস হুইবার তিন কারণ আছে । প্রথম কারণ এই যে লাটরি কমিটি নগরের স্থান শোধন করিয়াছে—দ্বিতীয় কারণ এই যে বৈদ্যক শাস্ত্রের অনেক বৃদ্ধি হইয়াছে এবং তৃতীয় কারণ এই যে পূৰ্ব্বাপেক্ষা সকলে পরিমিত আহার ব্যবহার করিয়া থাকে এতদ্দেশে উষ্ণ বায়ুতে অনেক ব্যামোহ জন্মে বটে কিন্তু তথাপি তাহার বৃদ্ধির কারণ নষ্ট করিতে পারিলে তাহা করিয়া ব্যাধির আক্রোশ সহিবার কোন আবখ্যক নাই এবং স্বেচ্ছাধীন কৰ্ম্মেতেও তাহা বৃদ্ধি করিলে মূঢ়তা প্রকাশ হয় অতএব রোগবিষয়ক বর্ণনা কেবল নগরের অবস্থা ও লোকের নীতিবিষয়ের আলোচনা যদ্যপি আমরা সকল বিষয়ের উত্তম ব্যবহার করি তবে স্থান শোধন ও বুদ্ধির বৃদ্ধি সমতাতে চলিবে নূতন২ রাস্তা নিৰ্মাণ কিম্বা বন জঙ্গল ছেদ কিম্বা পুষ্করিণী বদ্ধ কিম্বা জল নিৰ্গত হইবার পথ নিৰ্মাণ ইত্যাদি কৰ্ম্ম করাই কেবল শ্রেয় নহে কিন্তু হিন্দুদিগকে এমত কৰ্ম্মের আদর করিতেও শিক্ষণ প্রদান করা আবশ্বক তাহা হইলে তাহার। আমারদিগের অভিপ্রায় বুঝিতে পরিবেক । বিস্তার বৃদ্ধি হইলেই ইহা হইতে পরিবেক বিষ্ঠা প্রাপ্ত হইলেই লোকে ইউরোপীয় শাস্ত্রের