পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৫৮ মংবাদ পত্রে মেকালের কথা সেপ্টেম্বর ৩০ । বাৰু মাধবচন্দ্র মল্লিক কলিকাতার ইঙ্গলতীয় সম্বাদ পত্রে প্রকাশ করিয়া লেখেন যে তিনি ও তাহার মিত্রেরা হিন্দু ধৰ্ম্মে অত্যন্ত অসম্মত । নবেম্বর, ১১ । তিতুমীরনামক এক ব্যক্তির আজ্ঞাক্ৰমে কতক মুসলমান যশোহর ও কৃষ্ণনগর ও কলিকাতার সন্নিহির্ত স্থানে রাজবিদ্রোহি কৰ্ম্ম আরম্ভ করে। তাহারা আপনার মৌলবীনামে খ্যাত হয় এবং তাহারদের অভিপ্রায় যে কেবল লুঠপাট করে এমত বোধ হইল। ঐ তিতুমীর সৈয়দ আহমুদের শিন্য এমত রাষ্ট্র আছে ঐ সৈয়দ আহমুদ শ্ৰীযুত রণজিৎ সিংহের দেশে উৎপাতকরণের উদ্যোগে হত হয়। - *. নবেম্বর, ২৭ বারাকপুরহইতে এক রেজিমেন্ট পদাতিক এবং কলিকাতা ও দমদমা হইতে কতক অশ্বারাঢ় তাহারদের প্রাতিকূল্যে প্রেরিত হয়। তিতুমীর ও তাহার অনুচর ৮০(৯০ লোক হত এবং ২৫০ লোক ধৃত হইয়া কলিকাতায় প্রেরিত হয় । দিসেম্বর, ২৬ ৷ ইষ্টণ্ডিয়ান সম্বাদপত্রসম্পাদক অতিবিচক্ষণ ড্রজু সাহেব ওলাওঁঠ রোগে কালবশীভূত হন এবং সকলেই তাহাতে অতিখেদাম্বিত । ( ১২, ১৯ জানুয়ারি ১৮৩৩ । ১, ৮ মাঘ ১২৩৯ ) ১৮৩২ সালের বর্ষফল-— মে, ৪ । মৃত মার্কুইস হেষ্টিং সাহেবের প্রতিমূৰ্ত্তি কলিকাতায় লালদীর্ঘীর এক প্রান্তে স্থাপিত হয় । t s জুন, ১৪ কলিকাতাশহরের বিংশতি ক্রোশ অন্তর টাকীতে শ্ৰীযুত পাদরী ডপ সাহেবের অধ্যক্ষতায় এক অত্যুত্তম পাঠশালা স্থাপন হয়। তাহাতে ইঙ্গরেজী বাঙ্গলা পারস্ত ভাষাতে শিক্ষা দেওয়া যাইবেক । সেপ্তেম্বর, ৯। সৰ্ব্বত্র চিৎপুরের নবাবনামে বিখ্যাত নবাব সৌলংজঙ্গ মুরশিদাবাদে পরলোকগত হন যে মহম্মদ রেজা খাঁ অনেককালপৰ্য্যন্ত বঙ্গদেশের তাবৎ ফৌজদারীকার্য্যে নিযুক্ত ছিলেন র্তাহার পুত্র ইনি অতিবিজ্ঞ ও দানশীল ছিলেন। অক্তোবর, ১৭ ৷ ইনকোএরর পত্রসম্পাদক শ্ৰীযুত বাবু কৃষ্ণমোহন বাড়ধ্যে খ্ৰীষ্টীয়ান ধৰ্ম্ম গ্রহণ করেন । - নবেম্বর, ২৭ । উয়ারিন হেষ্টিংশ সাহেবের অতিপ্রসিদ্ধ দেওয়ান কান্ত বাবুর পৌত্র মহারাজ কুমার হরিনাথ রায় বাহাদুর একত্রিংশদ্ধর্ষ বয়স্ক হইয়া কলিকাতায় লোকান্তর গত হন । র্তাহার অসীম ধনের উত্তরাধিকারী অপ্রাপ্তব্যবহার এক পুত্ৰমাত্র আছেন । দিসেম্বর, ১২ । কলিকাতানগরে অতি বৃহৎ এক বাণিজ্যের কুঠ শ্ৰীযুত আলেকজান্দ্র কোম্পানির কুঠী বন্দ হয় এবং তদ্বারা লোকেরদের অপূৰ্ব্ব ভয় ও ক্লেশ জন্মে।