পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VL) মংবাদ পত্রে সেকালের কথা ( ২৬ মার্চ ১৮৩৬ । ১৫ চৈত্র ১২৪২ ) গত বৃহস্পতিবারে নূতন মেডিকেল কলেজ খোলা গিয়াছে তাহাতে শ্ৰীশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর কৌন্সেলাধ্যক্ষ ব্যবস্থাপক সভা ও সেক্রেটরী এবং স্বদেশ বিদেশীয় অন্য প্রধান মহাশয়েরাও উপস্থিত ছিলেন এই মহদ্বিদ্যালয়ের কার্য্য দর্শনার্থ যে সকল বহুতর সম্রাস্ত ব্যক্তিরা মনোযোগ দিয়াছেন ইহা মেডিকেল কালেজাধ্যক্ষদিগের উৎসাহের বিষয় বটে এবং এদেশে চিকিৎসা বিদ্যাপ্রভৃতি নানাবিধ বিদ্যাবিষয়ে যে সকলের মনোযোগ হইতেছে ইহাতে এ দেশে বিদ্যা প্রচারের বন্ধুরাও আহলাদিত হইবেন আমারদিগের এরূপ লিখনের তাৎপৰ্য্য এই যে ১৮৩৫ সালের ৫ জামুআরি তারিখের ছাপাযন্ত্রবিষয়ক সভা এবং অন্যান্য দুই এক সভাব্যতীত কোন সভাতেই এত লোকের সমাগম হয় নাই । o শ্ৰীশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর আসিয়া আসনোপবিষ্ট হইলে পর শ্ৰীযুত ব্রমলি সাহেব নূতন কলেজে প্রথমবক্তৃতা আরম্ভ করিলেন ঐ সাহেব মধুর বচনে সময়োপযুক্ত যে সকল কথা কহিলেন তাহা সকলেই বুঝিতে পারিলেন শ্ৰীযুত ডাক্তর ব্রমলি সাহেব আপন বিদ্যার গৌরব করিয়া কঠিন শব্দ কিছুই বলেন নাই সভাস্থলোকের সন্তোষপূৰ্ব্বক র্তাহার সকল কথাই বুঝিয়াছে বস্তুতঃ শ্ৰীযুত ডাক্তর ব্রমলি সাহেব অতিস্থস্বরে স্পষ্টাক্ষরে শ্রেণীপূর্বক যেরূপ বক্তৃতা করিয়াছেন তাহা শ্রবণে সকলই ধন্যবাদ করিলেন... ঐ বিদ্যালয়ের গৌরব বৃদ্ধার্থ এতদেশীয় বাবু সকলের মুখাবলোকন করিয়া শ্ৰীযুত ডাক্তর ব্রমলি সাহেব যে নিবেদন করিয়াছেন অামারদিগের বোধ হয় তাহারা ঐ নিবেদনে অবশ্যই মনোযোগ করিবেন কেন না যাহাতে স্বচ্ছন্দ শরীরে দীর্ঘকাল জীবদ্দশায় থাকিতে পারেন এমত বিষয়ের সাহায্য না করিলে আপনারদিগেরই হানি করিবেন দেশস্থ বিজ্ঞ লোকেরদিগকে আমরা ইহার অধিক আর কি কহিব পীড়ার উপযুক্ত চিকিৎসার অভাবে যে কত অনিষ্ট হইতেছে তাহা প্রতিদিন দেখা যাইতেছে সমুচিত চিকিৎসা না হওয়াতে মূখ বৈস্তেরদের বিদ্যায় ঘণ্টায়২ লোক মারা পড়িতেছে যত লোকের মৃত্যু হয় তাহার ফর্দ পাইলে বোপ হয় আমরা যাহা মনে করি ভারতবর্ষের মুতলোকের সংখ্য অপেক্ষাও অধিক হইবেক তবে গবর্ণমেণ্টের আমুকূল্যে যে মেডিকেল কলেজ স্থাপন হইয়াছে এদেশের লোকেরা তাহার সাহায্য করেন না কেন তাহ বলিতে পারি না...। - এই বিদ্যালয়ের কাৰ্য্যের সম্পূর্ণ ভার বিদ্যাথি বালকদিগের উপর তাহারা পরিশ্রম করিলেই বিদ্যালয় স্থাপনকারি মহাশয়দিগের আশা পরিপূর্ণ হইবে অনেকে বলেন এদেশে অস্ত্র চিকিৎসার চালনা হইতে পারে না কিন্তু বালকেরা এক প্রকার তাহারদিগের কৰ্ম্ম দেখাইয়াছেন আমরা ভরসা করি পরে ঐ বিদ্যা বৃদ্ধি হইলে মেডিকেলকালেজের মিত্রেরা আহলাদিত হইবেন শ্ৰীযুত ডাক্তর ব্রমলি সাহেব শ্ৰীযুক্ত ডাক্তর গুদেব সাহেব শ্ৰীযুত ডাক্তর ওসানিসি সাহেব এই সকল ব্যক্তি শিক্ষকতা পদে নিযুক্ত আছেন. । [ জ্ঞানান্বেষণ ]