পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘সমাচার চন্দ্রিক। হইতে সঙ্কলিত ‘সমাচার দর্পণ প্রকাশের চারি বৎসর পরে, “সমাচার চন্দ্রিকা’ নামে একখানি সাপ্তাহিক সংবাদপত্র ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদকত্বে কলিকাতার ২৬ *{९ কলুটোল হইতে প্রকাশিত হয় । ইহার প্রথম সংখ্যার প্রকাশকাল-১৮২২ খ্ৰীষ্টাব্দের ৫ই মার্চ । ১৮২৯ খ্ৰীষ্টাব্দের এপ্রিল মাসে ইহা দ্বিসাপ্তাহিক আকারে পরিণত হয় । ১২৩৭-৩৮ সালের ‘সমাচার চন্দ্রিকণ’ব অনেকগুলি জীণ ও খণ্ডিত সংখ্যা পাওয়া গিয়াছে ; তাহ হইতে বর্তমান পরিশিষ্টটি সংকলন করা সম্ভব হইল । শিক্ষা ( ১২ মে ১৮৩১ ৩৪ বৈশাখ ১২৩৮ ) বালকদিগের এক্ষণে যে প্রকার রীতিতে ইংরাজী বিদ্যাভ্যাস হইতেছে ইহাতে তচ্ছাস্ত্রে বিলক্ষণ পারগ হইতে পারে বটে কিন্তু তন্মধ্যে কতকগুলিন রীতি পরিবর্তন করিলে ভাল হয় অর্থাৎ আমেরিকাদি নানা দেশের পূর্বকালের রাজারদিগের বিবরণ এবং তদেশীয় পৰ্ব্বত মদ্যাদির বৃত্তাস্ত শিক্ষা না করাইয়া এপ্রদেশের হিন্দু ও মোসলমান রাজারদিগের উপাখ্যান এবং কোন রাজার অধিকার কত দূর পর্য্যন্ত আর কোন অধিকারে কোন২ তীর্থ পৰ্ব্বত নদী ইত্যাদি বিশেষ রূপে বর্ণন করিয়া ইংরাজী ও বাঙ্গালী উভয় ভাষায় রচনাপূর্বক গ্রন্থ করাইয় ইহাদিগকে শিক্ষা করাইলে ভাল হয় তাহাতে ইহারা উভয় ভাষায় পারগ এবং দেশের বিবরণে বিজ্ঞ হইবেক অপর হিন্দু সকলের মধ্যে উত্তম২ রাজা ছিলেন এবং অদ্যাপিও আছেন ইহা বোধ হইতে পারে আর নদী পৰ্ব্বত ও তীর্থাদি জ্ঞান হওয়ার আবশ্যকতা বটে কিন্তু আমেরিকাদি দেশের উক্ত বিবরণ জ্ঞাত হইলে ইহারদিগের পক্ষে কি উপকার হইবেক বরঞ্চ দোষের সম্ভাবনা কেননা এতদ্দেশে রাজা বা উক্ত বিষয় কিছু আছে কিম্বা ছিল ইহা উহারদিগের মনে স্থান পাইবেক না ইত্যাদি দোষ সমূহ বুঝিতে পারি এক্ষণে ইডুকেশিয়ান কমিটির অধ্যক্ষ মহাশয়রা বিবেচনা করিবেন— ( ১৬ মে ১৮৩১ । ৪ জ্যৈষ্ঠ ১২৩৮) প্রভাকর পত্রে প্রকাশ পাইয়াছে যে শ্ৰীযুত ড্রোজু সাহেব যিনি হিন্দু কলেজের শিক্ষক ছিলেন তৎ কৰ্ম্মহইতে সংপ্রতি বহিস্কৃত হইয়াছেন তিনিও এক্ষণে ইষ্টইণ্ডিয়েন’ নামক এক সমাচার পত্র প্রকাশ করিবেন— ( ১৬ মে ১৮৩১ । ৪ জ্যৈষ্ঠ ১২৩৮ ) শ্ৰীযুত চন্ত্রিক প্রকাশক মহাশয় মহোদয়েষ্ণু –৫৮৮ সংখ্যক চন্ত্রিকাতে আমি এক পত্র লিখিয়া ছিলাম তাহার তাৎপৰ্য্য মেছুয়াবাজারের উত্তরে যে এক ইংরাজী পাঠশাল হইয়াছে