পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে মেকালের কথা 8ولماوك\ তাহাতে বালকের বাইবেল পাঠ করে ইহাতে কিপ্রকারে হিন্দুয়ানি থাকিতে পারে ঐ পত্রিকাবলোকনে ১৬ সংখ্যক প্রভাকর পত্রে তৎপ্রকাশক মহাশয় লেখেন যে— “পত্রপ্রেরকের প্রতি আমারদিগের জিজ্ঞাস্ত এই যে উক্ত মহাশয়ের কথিত বিদ্যালয়ের বিশেষানুসন্ধান থাকিবেক অতএব তেঁহ যদি বাইবেল মাত্র অধ্যায়ি বালকদিগের রীতি নীতি স্বভাবজাতি বিস্তার করিয়া প্রকাশ করেন তবে তদ্বিষয়ে বিবেচনার আবশ্বকতা হইবেক নতুবা উক্ত ছাত্রেরা যদি হিন্দুধৰ্ম্মাবলম্বি না হন তবে তদুল্লেখে হিন্দুদিগের প্রয়োজনাভাব মাত্র ।” -- উত্তর ঐ পাঠশালার মধ্যে বালকেরা কি কি গ্রন্থ পাঠ করে তাহা বিদ্যামন্দিরে প্রবেশ করিয়া দেখি নাই স্কুল এই শুনিয়াছি মিসেনরি শ্ৰীযুত পাদরি ডব সাহেব ঐ বিদ্যালয়ের অধিপতি এবং শ্ৰীযুত রামমোহন রায়ের পুত্ৰ শ্ৰীযুত রাধাপ্রসাদ রায় তাহার তত্ত্বাবধারক এবং সেখানে ব্রাহ্মণাদি নানা বর্ণের বালকেরা পাঠার্থী হইয়াছে পাঠ বিষয়ে শুনিয়াছি শ্রেণী বিশেষে পুস্তকাদির বিশেষ আছে কিন্তু বাইবেল পাঠ্য অবগুই হয় যে সকল বালকের অত্যয় পাঠ তাহাদিগকে দুই ঘণ্টা পৰ্য্যন্ত বাইবেল শ্রবণ করান যে কালে তাহারা ঐ পাঠ শ্রবণ করে তৎকালের এই নিয়ম আছে বালক সকল অধোবদন করিয়া চিত্ত স্থির করণ পূর্বক শ্রবণ করিবেক ইহার অন্যথা হইলে সে বালক দণ্ডার্হ হয়—কস্যচিৎ যোড়ার্সাকোনিবাসিনঃ। ( ১৬ মে ১৮৩১ । ৪ জ্যৈষ্ঠ ১২৩৮ ) - শ্ৰীযুত গৌরমোহন আঢ্যের ইংরাজী বিদ্যালয় –অনেকেই অবগত আছেন এতরগরে গরান হাটায় শ্ৰীযুত গৌরমোহন আঢ্য অরিএনটেল সিমিনরি নামক এক ইংরাজী বিদ্যাভ্যাসের পাঠশালা স্থাপনা করিয়াছেন তাহাতে ইংরাজ শিক্ষক রাখিয়া স্বয়ং অধ্যক্ষত করণপূর্বক বালকদিগকে বিলক্ষণ রূপে সুশিক্ষিত করাইতেছেন তাহাতে কোনমতেই নাস্তিক হইতে পারিবেক না ইহাতে অনুমান হয় আঢ্য মহাশয় অতি ত্বরায় বিলক্ষণ আঢ্য হইবেন যেহেতু যেসকল পাঠশালায় ইংরাজী পড়িয়া বালকেরা নাস্তিক হয় ভদ্রলোকের তাহ প্রায় জ্ঞাত হইয়াছেন তথায় বালক পাঠাইতে র্যাহার অনিচ্ছা হইবেক তিনি বালককে ইংরাজী বিষ্ঠা উপার্জনের দ্বারা আঢ্য করণাশয়ে আঢ্যের নিকট অবশুই পাঠাইবেন সুতরাং ইহাতে আঢ্য বাবুর পাঠশালায় অনেক বাবুর সন্তান পাঠার্থী হইলে ঐ গুণী মহাশয় কেননা ধনী হইবেন ভাল আমরাও র্তাহার ধাৰ্ম্মিকতা গুণ শ্রবণে মনে সন্তুষ্ট হইয়া ধাৰ্ম্মিকদিগকে অনুরোধ করিতেছি এবং মদেকাত্মীয় বিজ্ঞবর সম্বাদ প্রভাকর সম্পাদকেরো এতদ্রুপ অভিপ্রায় বটে যেসকল বালক ত্যক্ত হইয়া অন্য পাঠশালায় গমন ত্যাগ করিয়াছে তাহারা ঐ পাঠশালায় গমন করিলে उॉल श्ध्न