পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

WՊՎ9 সংৱাদ পত্রে চেৰকালেনৰ কথা অতি উৎকট পাপ ফলে এই জশ্নে । আমি কি যাইতে চাহি নিয়ে যায় ধৰ্ম্মে । কেন নাহি বাঞ্ছা হয় বারাণসী যাই । বৃন্দাবনে যেতে দেখ অভিলাষ নাই । যদি ডোর কৌপীন লয়ে তথা কুঞ্জ করি । সুখে বাস করে যদি ভজিতাম হরি ॥ অথবা মুগুন করি হইতাম দণ্ডী । তবে এ সকল পাপে কেন হব দণ্ডী ॥ অতএব পাপ ভাগ অবগু কহিব । ধৰ্ম্মের এসব কৰ্ম্ম আমি কি করিৰ ॥ এখন তোমরা মনে এই ভাব ভাই । এতদিনে দেশহইতে গেল রে বালাই ॥ যাহা হউক এই এক সখ মনে আছে । উইলের হুন পাওনা আছে যার কাছে ॥ সে সকল বুঝে লব কড়ায় গণ্ডায় । এই মাত্র সুখ ভাই হইবে পাঞ্জায় ॥ এ সকল স্বপ্ন কথা জানিবা নিশ্চয় । অণপনার খেদকথা দ্বিজরাজ কয় । ( ২ মে ১৮৩১ । ২০ বৈশাখ ১২৩৮ ) হিন্দু হইয়া ইংরাজী বিদ্যায় বিদ্বান হইলে নাস্তিক হয় ইহা পূর্বে জ্ঞাত ছিলাম না । কেননা পূৰ্ব্বে যে সকল দেওয়ান মুৎসদ্দি লোক ছিলেন র্তাহারা ইংরাজী বিদ্যাভ্যাস করিয়া সাহেব লোকের অভিপ্রায় মত কৰ্ম্ম স্থসম্পন্ন পূর্বক বহুধনোপার্জন করিয়াছিলেন ইহাতে ইংরাজের তুষ্ট হইয়া তাহারদিগকে নানা প্রকারে মৰ্যাদা প্রদান করিয়াছেন যদি বল তখনকার মুৎসদ্ধি মহাশয়রা ভাল ইংরাজী জানিতেন না কেননা কথিত আছে ঢেকি যন্ত্রের বিবরণ কোন মুৎসদ্ধি ইংরাজী ভাষায় তরজমা করিয়াছিলেন টুমেন ধাপুড় ধুপুড় ওয়ান মেন সেকে দেয় ইত্যাদি ইহা হইতে পারে ইংরাজেরদিগের প্রথমাধিকার সময়ে তম্ভাষায় বহুতর লোক স্বশিক্ষিত হইতে পারেন নাই কিন্তু ইহা অবশুই স্বীকার করিতে হইবেক যে তাহার ক্ষমতাপন্ন লোক ছিলেন এবং কৰ্ম্ম উত্তমরূপে নির্বাহ করিয়াছেন। অপর তৎপরে দ্বিতীয় শ্রেণীতে গণ্য যে সকল মুৎসদ্ধি হইলেন তাহারদিগের মধ্যে অনেকেই ইংরাজী বিস্তায় বিলক্ষণ পারগ ইহা দেশ বিখ্যাত আছে তন্মধ্যে ঋএকজনের নাম লিখি শ্ৰীযুত বাৰু হরিমোহন ঠাকুর শ্ৰীযুত বাৰু নীলমণি দত্ত শ্ৰীযুত বাৰু তারিণীচরণ মিত্র স্ত্রীযুক্ত বাবু গঙ্গাধর আচাৰ্য্য শ্ৰীযুত