পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

♥ማህሙ মংবাদপত্রে মেকালের কথা খ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় লেখেন কলি প্রবল এবং অদৃষ্ট বশত যাহা হয় তাহার অন্যথা করিতে কে পারে ইহা শাস্ত্র লিখিত আছে— - . . উত্তর হিন্দুর শাস্ত্রে অনেক বিষয় লেখা আছে তাহ তিনি তাবৎ বিবেচনা করিলে এমত লিথিতেন না অদৃষ্ট যাহা আছে তাহাই হইবেক একথায় নির্ভর করিয়া কেহ ব্যাড্রাগ্রে গমন এবং বিষ ভোজন করে না এবং ব্যাধি হইলে ঔষধ সেবন করিবার আবশ্যক হয় অতএব কাপুরুষের ন্যায় চুপ করিয়া না থাকিয়া পুরুষাৰ্থ দ্বারা যত্ব করিবেক তাহাতে কাৰ্য্য সিদ্ধি না হইলে যত্ন কর্ভার দোষাভাব— r * অপর শাস্ত্রে আছে মেচ্ছদিগকে ভগবান মূচ্ছিত করিবেন এই বচনোপলক্ষ্যে এক্ষণে তাবৎ সাহেবদিগকে কি অমান্য করিতে হইবেক অতএব সে সকল সময়ের অনেক বিলম্ব আছে এক্ষণে কলির সন্ধিমাত্র জানিবেন ঢেউ দেখিয়া নৌকা ডুবাইতে হয় না— - . # ( ৫ মে ১৮৩১ । ২৩ বৈশাখ ১২৩৮ ) , ...কি খেদের বিষয় সাধারণের হিতাহিত বিষয়ে উক্ত [ সতীর বিপক্ষ ] লেখক মহাশয়রা কি মনে করিয়াছেন হিন্দুর শ্ৰীশ্ৰীদুর্গোৎসবাদি দেবাচনা এবং পিত্রাদির শ্রাদ্ধ তৰ্পণাদি ধৰ্ম্ম কৰ্ম্ম উঠিয়া গেলেই লোকের উপকার থাকাতে অনুপকার ইত্যাদি লেখা তাহারদিগের উচিত নয় এবং লিথিয়াও কিছুই করিতে পরিবেন না কেননা ঐ লেখকের মুখে যাহা কহেন সে প্রকার কৰ্ম্ম করিতে পারেন না শুনিতে পাই কেহ২ কহিয়া থাকেন গুরু পুরোহিতকে মান্ত করিবার আবশ্বক কি যেহেতু সংসার নির্বাহার্থে অনেকপ্রকার লোক চাহি অর্থাৎ ধোপা নাপিত গোয়াল ভারি ইত্যাদি ঐসকল লোক মধ্যে উক্ত দুই জন । যাহার যে কৰ্ম্ম সে তাহ করে বেতন পায় তাহারদিগকে মান্য করিবার আবশ্বক কি ইত্যাদি সবলোট লবলোটা কথা মুখে কহেন কিন্তু যখন গুরু বাটতে পদার্পণ করেন তখন সপরীবারে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম পূর্বক কুশলাদি এবং আগমনের কারণ জিজ্ঞাসা করিয়া থাকেন এবং দুর্গোৎসবাদি কৰ্ম্মও করিয়া ধন্তোহংকৃত কৃত্যোহং সফলং জীবিত মম ইত্যাদি মন্ত্রে স্তব করেন । ইহা দেখিতে শুনিতে পাইতেছি কোন ব্যক্তির পিতা বৰ্ত্তমান আছেন তিনি উর্ডিং ফুর্ডিং করিয়া কহেন কিছুই মানিনা কিন্তু তাহার বাপ মান্ত করেন এবং তাহার মাতা তাহার কল্যাণে সৰ্ব্বদা উপবাস করণ পূর্বক ৮ ষষ্ঠ মনসা শীতলা পঞ্চাননাদি দেব দেবী পূজা করান অপর তাহার পুত্রাদির নিমিত্ত র্তাহার স্ত্রী উক্ত কৰ্ম্মের অন্যথা করিতে পারেন না অতএব হিন্দু ধৰ্ম্মে থাকিয়৷ কাহার সাধ্য নাই ইহা ত্যাগ করেন বা করান তবে লিখিয়া কহিয়া কেবল লোকের নিকট জানান হয় আমি অভাজন ঐ লেখকেরা ইহা বিবেচনা করিলে ভাল হয় । ( ৯ মে ১৮৩১ । ২৭ বৈশাখ ১২৩৮) * * শ্ৰীযুত চন্ত্রিকাগ্রকাশক মহাশয়েষ্ণু —গত ৫৮৬ সংখ্যক চন্দ্রিক পাঠ করিয়া পরমালাদি