পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট " جهوا হইলাম যেহেতু মহাশয় যে কএক জন ধাৰ্ম্মিক অথচ ইংলতীয় ভাষায় ভাল বিদ্বান দিগের নাম প্রকাশ করিয়াছেন তাহা অতি সত্য এবং তন্মধ্যে তৃতীয় শ্রেণীতে মান্য এবং অগ্রগণ্য খ্যাত্যাপন্ন শ্ৰীযুত বাৰু নীলরত্ব হালদার ও শ্ৰীযুত বাবু ভগবতীচরণ মিত্র ও শ্ৰীযুত বাৰু ভবানীচরণ মিত্র ইহাদিগের নাম লিখিতে বুঝি বিস্তুত হইয়া থাকিবেন যেহেতু ইহারা উচ্চ এবং বিশ্বস্তপদে নিযুক্ত আছেন এবং ধৰ্ম্মিষ্ঠ শিষ্ট তাহ কেনা জানেন পরে চতুর্থ শ্রেণীর মধ্যে যে সকল ব্যক্তিরা ইংরাজী ভাষায় সুশিক্ষিত হইয়াছেন তাহারা সকলেই ধৰ্ম্ম কৰ্ম্ম ত্যাগী ও নাস্তিক পাষণ্ড এমত নহে তৎ প্রমাণ শ্ৰীযুত বাৰু শিবচরণ ঠাকুর ও শ্ৰীযুত বাৰু অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায় ইহারা যে প্রকার ইংরাজী বিদ্যায় বিজ্ঞ ও স্বধৰ্ম্ম প্রতিপালক এবং উচ্চ বিশ্বস্তপদে নিযুক্ত হইয়াছেন তাহা কাহার অগোচর আছে। কেমনি ঈশ্বরের ইচ্ছা যাহারা ধৰ্ম্ম দ্বেষী নাস্তিক তাহার দিগের উচ্চ বিশ্বস্ত পদ হওয়া দূরে থাকুক আপনার ভরণ পোষণ হওয়া ভার হইতেছে তৎ প্রমাণ মহাশয় লিখিয়াছেন আমিও যাহা জ্ঞাত আছি তাহ লিখি কেহবা দশ কেহবা ষোল টাকা বেতনে উকীল অথবা দরজীর বাটতে চাকরি করে তাহাতেও কেহ২ বিশেষ রূপে অপমানিত হইয়া দূর হয় তাহার কারণ আপন২ বিদ্যার গৌরব প্রযুক্ত প্রভুর সহিত সমভাবে বাক্য কহিবায় ও অভিবাদন দ্বারা মৰ্য্যাদার লাঘব করিবাতে র্তাহারা রাগত হইয়া অমৰ্য্যাদা করণ পূর্বক দূর করিয়া দেন অতএব সম্পাদক মহাশয় আমি বলি যে এই সকল ব্যাপার দেখিয়া ও শুনিয়া কি তাহারদিগের জ্ঞানোদয় হয়না হায় কি খেদের বিষয় আত্মাভিমানে মগ্ন হইলে বুদ্ধি একেবারে লোপ হয় আর আমার এতদ্বিষয়ে অধিক লিখিয়া পত্র বাহুল্য করিবার আবশ্যক নাই যেহেতু মহাশয় নাস্তিকতা দূর করাইবার জন্য বিলক্ষণ মনোযোগী হইয়া বারম্বার লিখিতেছেন অলমতিবিস্তরেণ । কস্যচিৎ ধৰ্ম্মাকাঙ্ক্ষিণঃ । ( ১ সেপ্টেম্বর ১৮৩১ । ১৭ ভাত্র ১২৩৮ ) শ্ৰীযুত চন্ত্রিকাগ্রকাশক মহাশয় শ্ৰীচরণেষু— “এক্ষণে নূতন বাবুর দিগের পিতৃগণ পুত্রের কাপ্তেনি ভয় ও কলিকাতা নিবাসী অবোধ পল্লীগ্রাম বাসির কুব্যবহার ভয় এবং কুলটা রমণী পতি বত্নীর কুক্রিয় ভয় ও লম্পটগণ পরদার গমনে শেষ বিচ্ছেদ এবং ধনক্ষয় ভয় হইতে মহাশয়ের রুপাতে উদ্ধার হইয়াছেন যেহেতু নববাবু বিলাসও কলিকাতা কমলালয় এবং দূতী বিলাস গ্রন্থ অপূৰ্ব্ব উপদেশে উক্ত দোষোদ্ধার উদ্দেশে প্রকাশ করিয়াছেন তাহ কে না স্বীকার করিতেছেন অতএব প্রার্থনা বৰ্ত্তমান নাস্তিক ও অহংগ্ৰহ্ম জানামি এবং স্বধৰ্ম্ম ত্যাগিরদের কুকৰ্ম্ম ভয়ে সাধু স্বধৰ্ম্ম পালক মহাশয়রা ষে কিঞ্চিৎ ভীত হইয়াছেন তাহারদিগের দমনের সদুপায় মহাশয় ব্যতিরেকে উপায় দেখি না • • । ৫ ভাদ্র ১২৩৮ সাল—শ্ৰী ম, বি, ।