পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট \نه سیاوی (ss সেপ্টেম্বর ১৮৩১ । ২৮ ভাদ্র ১২৩৮) জলপথে চৌকীদারের উৎপাত —শ্ৰীযুত চন্ত্রিকা সম্পাদক মহাশয়েষ্ণু। আপনি লোকের হিতের निखि সৰ্ব্বদা যত্ব করিতেছেন তাহাতে কোন২ প্রার্থন পূর্ণ হইয়াছে এই সাহসে কিঞ্চিৎ লিখি কলিকাতা হইতে বাহিরে যাইতে নৌকাপথে এক প্রবল শক্র পূৰ্ব্বে ছিল বোম্বেটীয়া নামক ডাকাইত। মেং ব্লাকিয়র সাহেবের প্রসাদাৎ তাহারদিগের বংশ ধ্বংস হইয়াছে তৎপরে পোলিসের চৌকীর পান্সির এক দৌরাত্ম্য ছিল তাহ শ্ৰীযুত মেকফারলন সাহেবের শাসনে এবং শ্ৰীযুত কাং ষ্টীল সাহেবের বিশেষ মনোযোগে সে রোগের উপশম হইয়াছে। এক্ষণে কলিকাতা ও হুগলি মুরসিদাবাদাদির কষ্টম কালেকটর তাহার নিকট এই প্রার্থনা যে র্তাহার x * * * বলোকন পূর্বক চৌকীর পান্সি ওয়ালারদিগের উপর এক শক্ত পরবান জারি করেন যাহাতে যাত্রির নৌকার তল্লাসি বলিয়া দুঃখ না দেয় এবং তাহারদিগের স্থানে কিছু না লয় যদ্যপিও আইন আছে কেহ বেআইন মাস্থল লইতে পারে না এবং অন্যায় করিয়া দুঃখ দিতে পারে না ইহা সত্য বটে কিন্তু মহাশয় বিবেচনা করুন এই সম্মুখে শ্ৰীশ্ৰী৮ দুর্গোৎসব উপস্থিত ইত্যুপলক্ষে এতন্নগর হইতে অনুমান লক্ষ লোক বাট যাইবেক কেহ ছুই দিন কেহ চারি দিন কেহ পাচ দিনের পথে যাইবেক ইহাতে কাহার আট দিনের বিদায় হইবেক কেহ বা দশদিনের ছুটি পাইবেক ইত্যাদি । তাহারা বাট গমনকালে জোয়ারভাট * * * * রাত্রি দিন কিছুই বিবেচনা করিবে না যাহাতে শীঘ্ৰ গমন করিতে পারে তাহারি চেষ্টা করে সেই সময় চৌকীওয়ালার বাগড়া দেয় তখন কি সে ব্যক্তি বেআইন করিতেছ বলিয়া মোকদ্দমা করিতে পারে অতএব উক্ত সাহেবের অনুগ্রহ না করিলে উপায় নাই র্তাহার। ইহার বিশেষ বিবেচনা করিতে পারিবেন কলিকাতা হইতে বাহিরে গমনকালে হাসিলি মাল কেহই লইয়া যায় না। বরঞ্চ আগমনকালে এসন্দেহ হইতে পারে কেন না * * পুর প্রভৃতি স্থান হইতে বস্ত্রা • • • আনিতে পারে গমন * * * দ্রব্যাদির মধ্যে তাহারা এই লইয়া যায় মোটবন্দি জিরে মরিচ সুপারি খদির পিত্তল কাসার বাসন প্রতিমার কারণ ডাকের সাজ সিন্দুর চুপড়ি মালা আশি চিরণ কোটা ইত্যাদি এসকল দ্রব্যের মাস্থল আমদানি কালে মহাজনের দিয়াছে * * যদি বল ইহার ফ্রি রওয়ানা করিতে আর কোন উৎপাত নাই উত্তর তাহাও করিয়া দেখিয়াছি রওয়ান জারি করিবার কালে অনেক জারি জুরি করে অতএব কষ্টম কালেকটর সাহেবের ইহার সদুপায় করিবেন এবং আমার তুল্য পল্লীগ্রাম নিবাসী মহাশয়রা সকলেই ভীত হইতেছেন। পূজার সময়ে চৌকীর পালিওয়ালারদিগের হস্ত হইতে নিস্তার পাইব এজন্য কেহ বা পরমিটের কেরাণির কেহ বা দেওয়ানের স্বপারিষ চিটা লইয়া যাইবে তাহার উদযোগ করিয়া থাকে একথা সত্য কি মিথ্যা উক্ত সাহেবেরা আপন২ আমলাদিগকে জিজ্ঞাসা করিলেই জানিতে পরিবেন অধিক কি লিখিব নিবেদন ইতি—কস্যচিৎ পল্লীগ্রাম নিবাসি সরকারি ভূক্তজনস্ত ।