পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৰeবাদ পত্রে মেকানের কথt سياسي اويا সাহিত্য ( ৩ মার্চ ১৮৩৬ । ২১ ফণজ্বন ১২৪২ ) গত ১৮ ফালগুণ চন্দ্রিকার ক, খ স্বাক্ষরিত পত্র প্রেরকের প্রতি তৎ পত্রপ্রেরক মহাশয় উক্ত দিবসীয় চন্দ্রিক পত্রের মধ্যে যাহা ব্যক্ত করিয়াছেন তদৃষ্টে অত্যন্ত সন্দেহযুক্ত হইলাম। যেহেতু তন্মহাশয় প্রথমতঃ লেখেন যে এপ্রদেশে যে কএক খান ংবাদ পত্র বঙ্গ ভাষায় প্রকাশ হইতেছে তাহ মাসিকই বা হউক অথবা সাপ্তাহিক হউক সেসকল কেবল ইংরাজী সংবাদ পত্রের নকল অবশুই মানিতে হইবেক । তজ্জন্য ইংরাজী ংবাদ লিখিত রীত্যনুসারে বাঙ্গালা সংবাদ লেখাই কৰ্ত্তব্য উত্তর “অম্মদেশে পূৰ্ব্বতন কালে ছাপাযন্ত্রের অনুশীলন ছিল না বটে, এবং তদ্বারা উপকার বোধ করিয়া ইংরাজ রাজ্যাধিপতির এ প্রদেশে চলিত করিয়াছেন তাহাও যথার্থ, এবং ঐ যন্ত্রের দ্বারা যে অস্মদাদির মহোপকার হইতেছে ইহাও আবশ্বস্বীকার করিতেছি, তাহাতে ঐ যন্ত্রের দ্বারা যাহা উপকার বোধ হয় তাহা করিয়া স্বকাৰ্য্য সাধন করাই কৰ্ত্তব্য, এবং যাহাতে ঐ ধারা এতদ্দেশীয় রীতি ও বিদ্যাভাষার উন্নতি হয় এমত চেষ্টা করা কৰ্ত্তব্য । কিন্তু তাহারদিগের রীতি গ্রহণ করিয়া আপনারদিগের সহিত সংস্রব করা কোন প্রকারেই কৰ্ত্তব্য নহে, তৎপ্রমাণ দেখ বিজ্ঞাতুবিজ্ঞ শ্ৰীযুত ধৰ্ম্মসভা সম্পাদক মহাশয় ছাপাযন্ত্রের দ্বার সাহায্য জানিয়া যেসকল পুরাণাদি মুদ্রাঙ্কিত করিতেছেন সেসমস্ত পুরাতন ধারানুসারে তুলাং কাগজে পুস্তকাকৃতিই করিতেছেন, অতএব ইংরাজদিগের রীতি গ্রহণ করাতে প্রয়োজন কি” লেখক মহাশয় যদ্যপি কহেন যে একটা সামান্য সংবাদ পত্রের সহিত পুরাণাদির তুলনা করিবার কি প্রয়োজন, উত্তর । লেখক মহাশয় এমত জ্ঞান করিবেন না যে আমারদিগের এতৎপত্র কেবল খবরের কাগজ, বিবেচনা করিয়া দেখিবেন যে ইহাতে প্রায় সমস্তই খবরের কাগজের বিপরীত যেহেতু যাহাতে প্রথমতঃ শ্ৰীশ্ৰীগুরূ মাহাত্ম্য ও শ্ৰীশ্ৰীদুৰ্গামাহাত্ম্য ও পদার্থপ্রবোধ নানা প্রকার হিতোপদেশ সদোপদেশ প্রভৃতি প্রকাশ হইতেছে, তাহাকে কি খবরের কাগজ বলা যায়, তবে লোকের মনরঞ্জনার্থ কিছু সমাচার থাকে মাত্র, যদ্যপি আমারদিগের খবরের কাগজ করিবার মনন থাকিত তবে অবগুই একটা সপ্তাহিক কিম্বা অৰ্দ্ধ সপ্তাহে সমাচার পত্র প্রকাশ করিয়া ইংরাজি কাগজের নকল করিতাম। অতএব এবিষয় বিবেচনা করিয়া কোন এক কথা উপস্থিত করা কৰ্ত্তব্য, যাহা হউক তাহার মতানুসারে ইংরাজী রীতি গ্রহণ করিবার আমারদিগের কিছুই আবশ্বক করে না । ( s० छूलांझे s४७4 । २१ श्रांबांक्ल »२8२ ) 4. জ্ঞানান্বেষণ প্রতি —জ্ঞানান্বেষণ নামক যে এক সমাচার পত্র হিন্দুধৰ্ম্ম বিপক্ষে প্রচার হইয় থাকে, তৎসম্পাদক অস্মৎ প্রকাশিত সংবাদ পূর্ণচন্দ্রোদয়ের প্রথম সংখ্যা অবলোকন করিয়া