পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা 8× অন্তঃপাতি তৃতীয় সংপ্রদায়ের পুরস্কার । যাদব ধর নবীনচাদ মিত্র দ্বারকানাথ গুপ্ত রামকুমার দত্ত কালিদাস মুখোধ্যে প্রত্যেকে ৫০ টাকা । ইউরোপীয় ব্যক্তি আর জি হেমিন এক স্বর্ণ মুদ্র । দ্বিতীয় সংপ্রদায়ের ছাত্র । পরমানন্দ সেট ৫০ টাকা । উপরিউক্ত ছাত্রের কালেজে স্থিতির কালানুসারে সংপ্রদায়ে ২ বিভক্ত হইলেন । পরমানন্দ সেট দ্বিতীয় বৎসরীয় ছাত্র । এবং তদুপরি শ্রেণীস্তের কালেজ স্থাপনাবধি নিযুক্ত আছেন । এবং এই সকল পুরস্কারের সঙ্গে তাহারদের সচ্চরিত্রতার সর্টিফিকট দেওয়া গেল এবং যে সকল ছাত্রেরা পুরস্কার প্রাপ্ত হইলেন না তাহারদিগকেও সচ্ছলতার সর্টিফিকট দত্ত হইল । বৰ্ত্তমান ছাত্র ৭৫ জন তন্মধ্যে ৫০ জন মাসিক বৈতনিক আছেন । কুরিয়র পত্রসম্পাদক লেখেন যখন আমরা ঐ চিকিৎসা শিক্ষালয়ে উপস্থিত হইলাম তখন শ্ৰীযুত প্রফেসর গুডিব সাহেব স্বীয় বক্তৃতা সমাপ্ত করিলেন। ঐ বক্তৃতাতে এই অতিকৰ্ম্মণ্য চিকিৎসাশিক্ষালয়ের মূলাবধি তীবদ্ধ ভাস্ত ব্যাখ্যা করিলেন । এবং এমত সময়ে যদ্রপ হইতেছে তদ্রপ ছাত্রসমূহেতে ঐ শিক্ষালয়ের সর্বত্র ব্যাপ্ত ছিল এবং ইউরোপীয় ও এতদেশীয় অনেক মহাশয়রা উপস্থিত ছিলেন । ( ৯ ফেব্রুয়ারি ১৮৩৯ , ২৮ মাঘ ১২৪৫ ) চিকিৎসা শিক্ষালয় ।—চিকিৎসা শিক্ষালয়ের সুশিক্ষিত ছাত্রেরদিগকে শ্ৰীযুত সর এডার্ড রয়ন সাহেব গত শনিবারে উপাধি প্রদান করিলেন এবং তথায় শ্ৰীযুত লার্ড বিসপ সাহেব ও কলিকাতাস্থ ইউরোপীয় অন্যান্য সম্বাস্ত এবং এতদেশীয় মান্য মহাশয়ের উপস্থিত ছিলেন । কৃতবিদ্য ছাত্রেরদের নাম এই বিশেষতঃ শ্ৰীযুত উমাচরণ সেট শ্রীযুত দ্বারকানাথ গুপ্ত শ্ৰীযুত রাধাকৃষ্ণ দে শ্ৰীযুত নবীনচন্দ্র মৈত্র এবং শীযুত খামাচরণ দত্ত । ইহারা তিন বৎসর পৰ্য্যন্ত চিকিৎসা অভ্যাস করিয়া বিলক্ষণ সাবধানে পরীক্ষেত্তীর্ণ হইয়া কৰ্ম্মোপযুক্ত রূপে বিখ্যাত হইলেন অতএব শ্ৰীযুত সব এভার্ড রয়ন সাহেব শিক্ষালয়ের তাবৎ ছাত্রেরদের সমক্ষে তাহারদিগকে উপাধি প্রদান করিলেন । কলিকাতার মধ্যে যে সকল ব্যাপার হইয়াছে তন্মধ্যে প্রায় সৰ্ব্বাপেক্ষ এই ব্যাপার অতি সন্তোষজনক হইয়াছিল । অতএব ঐ শিক্ষালয়ের দ্বারা শ্ৰীযুত লার্ড উলিয়ম বেণ্টিঙ্ক সাহেব এতদেশীয় লোকেরদের যে মহোপকার করিয়াছেন তন্নিমিত্ত র্তাহার নিকটে এতদেশীয় তাবল্লোকের কৃতজ্ঞতা স্বীকার করিতে হয় । ჯე