পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—“সংবাদ পূর্ণচন্দ্রোদয়’ হইতে সঙ্কলিত ৬৯১ এই প্রকারদ্বয়ে ২৯ খান পুস্তক প্রদান করিয়াছেন। এবং শ্ৰীযুত জেমস কিড ও শ্ৰীযুত পি এস ডি রোজারিও ও শ্ৰীযুত গরথি সাহেব ইহারা তাহাদিগকে আশ্বাস প্রদান করিয়াছেন, তন্মধ্যে শেষোক্ত সাহেব স্বয় পরস্পর ১০০ পুস্তক দিবেন। ( ৫ নবেম্বর ১৮৩৫ । ২ কাৰ্ত্তিক ১২৪২, বৃহস্পতিবার, পূর্ণিমা ) হিন্দুথিয়েটর দশকের পত্র প্রকাশ না করত শ্ৰীযুত নবীণচন্দ্র বস্থ বাবুর প্রতি নিবেদন যে ভবিষ্যতে অনাহূত দর্শক ভদ্রসস্তানদিগের প্রতি কোন নিয়ম স্থির করেন, ইহাতেই লেখকের অভিপ্রায় সিদ্ধ হইবেক । সমাজ ( ৩ মার্চ ১৮৩৬ । ২১ ফাল্গুন ১২৪২, বৃহস্পতিবার, পূর্ণিমা ) পঞ্চপদী গিয়াছিকু কলিকাতা, যা দেখিচু গিয়া তথা, কি লিখিব তার কথা, হা বিধাতা, এই হলো শেষে । ভদ্রলোকের ছেলে যত, কদাচারে সদা রত, স্বরাপান অবিরত, কত মত কুচ্ছ দেশে২ ৷ কাঙ্গালি বাঙ্গালি ছেলে, ভুলেও না বাঙ্গালা বলে, ম্লেচ্ছ কহে অনগলে, তেরিয়া হয়ে পথে চলে, কাছ দিয়া গেলে, বলে গো টো হেল । পেনচুলুন জাকিট পরে, ধুতি চাদর তুচ্ছ করে, সদাই চাৰুককরে মুখে বোল ইয়েস বেরিওয়েল। এবে করি নিবেদন, গিয়াছিকু যেইক্ষণ, করিলাম-নিরীক্ষণ, কোন ধামে নব্যভব্য বাবু কত জন । ইংরাজ ফিরিঙ্গি সনে, বসি সবে একাসনে, টিপিন করে হৃষ্টমনে, জনে২ কথোপকথন । একজন বলে হিয়ের, ডোন লেফ ও মাই ডিয়ের, হুইচ আই সে হিয়েরই ফিয়ের গাড২ । বেড সোয়ের নো ওয়েল, দেট ইজ রোড টে গো হেল, আল ওবে বাইবেল, দেন উইল গো নিয়ের লাভ২ পরে বলে একদুষ্ট, অশিষ্ট ও অবিস্কষ্ট, লেটকরকালী কৃষ্ণ, না ভজিও দুষ্ট ইষ্ট, তুষ্ট হবেন প্ৰভু য়িশুখ্ৰীষ্ট । আমি যাহা কহি নিষ্ঠ, ভজ খ্ৰীষ্ট হবে বেষ্ট, শেষেতে জানিব স্পষ্ট, যদি হন খ্ৰীষ্ট রুষ্ট, যত হিন্দু ব্যাড, কেষ্ট, পাইয়া যথেষ্ট কষ্ট, হবে নষ্ট সহিত শ্ৰীকৃষ্ণ । পুনঃ কহে এক ষণ্ড,