পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

аое - সংবাদ পত্রে সেকালের কথা লাভ বা অমূল্য অতুল্য কৈবল্য প্রাপ্ত হইয়াছেন। উক্ত বাবুর গুণ গৌরব এবং স্বাভাবিক ধৰ্ম্মনিষ্ঠতার বিস্তার কি কহিব । তিনি বর্তমান যুগের যোগ্য পাত্র নহেন, অম্মদাদির দেশাচার যত প্রাচীন ধৰ্ম্ম কৰ্ম্ম সংরক্ষণে ও প্রসাধনে সদা উদ্যুক্ত থাকিতেন, তপের পরিমিত ব্যয়ী এবং নানা বিষ্ঠায় পণ্ডিত ছিলেন, ঐ মহাশয়ের শৈশব কালাবধি যাবতীয় বৃত্তাক্ত বর্ণনে একখানি অসামান্ত গ্রন্থ উদিতের সম্ভাবনা তথাচ সংক্ষেপ রূপে কিঞ্চিৎ কহি । তিনি নগর কলিকাতার মান্ত ধনাঢ্য মৃত বাবু নীলমণি দত্ত মহাশয়ের পুত্র বঙ্গ ২১৮৬ [? ] সালে জন্মগ্রহণ করেন পরে ক্রমশ বঙ্গসংস্কৃত এবং আরবি পারসি তথা ইংরাজী বিদ্যায় কৃতবিদ্য হইয়। প্রথমত তত কালের পরিগণনীয় বিগিমেস হক্‌ ডেবিস কোম্পানির হোঁসে সিক্কা ১৬ ষোল টাকা বেতনের এক কেরাণীগিরি কার্য্যে নিযুক্ত হইয়া দিন যাপন করুণাভ্যাসের কালে উক্ত হোঁসে এক হিসাব গোলযোগ হইলে কোন অঙ্ক ব্যবসায়ী তাহার নিরীকরণ করিতে না পারায় ঐ হোঁসের লণ্ডনীয় কাৰ্যালয়ের কৰ্ম্ম কৰ্ত্তার শিষ্টত রূপে জানান যে যে কোন ব্যক্তি,উক্ত হিসাব পরিষ্কার প্রকারে পরিশেষ করিতে পরিবেন তাহাকে অযুত সংখ্যক মুদ্রা পারিতোষিক ও মাসিক সিক্কা ৫০০ শত টাকা বেতন প্রদত্ত হইবেক । তদনুসারে রসময় বাবু হিসাব পরিষ্কার করিয়া দিয়া পারিতোধিক মুদ্র প্রাপ্ত হন ও উক্ত বেতনে দীর্ঘ কাল নিযুক্ত থাকিয় ধন সঞ্চয় করেন, পরে বঙ্গ ১২২৯ কি ৩০ সালে ঐ হক্‌ ডেবিসন কোম্পানির হোঁস যো2 তীন হইলে মিশিয়েস ফুটেণ্ডেণ্ট মেকিনব কোম্পানি অনায়াস লভ্য বহুমূল্য রত্ন প্রায় যত্ব করিয়া রসময় বাবুকে সহস্র মুদ্রা বেতনে আপনাদিগের কার্য্যালয়ে নিবিষ্ট করেন তদনস্তর কুলাল চক্র প্রায় কালের পরিভ্রমণে তৎকালের সৎকারে মেকিলব কোম্পানি যোত্র হীন হইলে রসময় বাবুর উপযুক্ত কাৰ্য্য অন্তান্ত স্থানে অসম্ভব বিধায় তিনি কৰ্ম্মাকাঙ্ক্ষা পরিত্যাগে তৎকালের বাইস প্রেসিডেণ্ট সের চালাসঃ মেটকাপঃ, এবং চিপঃ জষ্টিস: সেরঃ এডওয়ার্ড রেইন সাহেবের অভিপ্রায়ানুসারে গবর্ণমেণ্টের সম্বন্ধীয় নানাবিধ কৰ্ম্মের আমুকুল্য করায় উক্ত মহাশয় স্বয় সামুকুল ভাবে অভিনব এক পদের স্থিরতা ক্রমে ছোট আদালতের বিচারপতিত্ব পদে রসময় বাবুকে বিনিয়োগ করিলে স্বাতীবারি করীন্দ্র কুম্ভে পতিতের স্থায় উপযুক্ত পাত্রে উপযুক্ত পদাপিত হওয়ায় তদবধি শেষ পৰ্য্যস্ত নিরপেক্ষ ও প্রফুল্ল আস্তে বাদী প্রতিবাদী উভয় পক্ষের মনোরঞ্জন পূর্বক বাবু যে রূপ বিচার নিম্পন্ন করিয়াছেন এরূপ কোন বিচারপতি কস্মিনকালেও করিয়াছেন কি না সন্দেহ,--”—‘সম্বাদ ভাস্কর,” >b のエ >br28 | so পৃ. ১১—ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । বিদ্যাসাগর মহাশয় ১৮২৯ সনের ১ জুন হইতে ১৮৪১ সনের মে মাস পৰ্য্যস্ত কলিকাতা গবর্মেন্ট সংস্কৃত কলেজের বিভিন্ন শ্রেণীতে অধ্যয়ন করিয়াছিলেন । র্তাহার এই দ্বাদশ বৎসর পাচ মাস ব্যাপী ছাত্রজীবনের সঠিক ইতিহাস সংস্কৃত কলেজের পুরাতন নথিপত্রের সাহায্যে সঙ্কলন করিয়া দিবার চেষ্টা করিলাম ।