পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় *e 6. হিন্দু-ল কমিটির পরীক্ষণ সংস্কৃত কলেজে রীতিমত স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করিয়া ঈশ্বরচন্দ্র হিন্দু ল কমিটির পরীক্ষা দিবার সঙ্কল্প করিলেন । সেকালে যাহারা আদালতেব জজ-পণ্ডিত নিযুক্ত হইতেন, তাহাদিগকে এই পরীক্ষা দিতে হইত। ১৮৩৯ সনের ২২ এপ্রিল তারিখে এই পরীক্ষা হয়। কৃতিত্বের সহিত পরীক্ষায় উত্তীর্ণ হইয় পরবর্তী মে মাসে ঈশ্বরচন্দ্র যে প্রশংসাপত্র লাভ করেন, নিয়ে তাহ। উদ্ধত হইল – HINDOO LAW COMMITTEE OF EXAMINATION. We hereby certify that at an Examination held at the Presidency of Fort William on the 22nd twenty-second April 1839 by the Committee appointed under the provisions of Regulation XI 1826 Issur Chunder Vidyasagur was found and declared to be qualified by his eminent knowledge of the Hindoo Law to hold the office of Hindoo Law Officer in any of the Established Courts of Judicature, Sd. H. T. PRINSEP President ,, J. W. J. OUSELY Members of the Committee of Examination. This Certificate has been granted to the said Issur Chunder Vidyasagur under the Seal of the Committee this 16th Sixteenth day of May in the year 1839 corresponding with the 3rd Third J oistha 1'í 61 Shukavda. Sd. J. C. C. Sutherland Secy. to the Committee. ১৮৩৯ সনের মে মাসে প্রদত্ত এই প্রশংসাপত্রে ঈশ্বরচন্দ্রের নামের শেষে “বিদ্যাসাগর” উপাধিটি লক্ষণীয় । অনেকে লিখিয়াছেন, ১৮৪১ সনে কলেজের পাঠ সমাপন করিলে সংস্কৃত কলেজের অধ্যাপকবর্গ মিলিত হইয় তাহাকে “বিদ্যাসাগর” উপাধি দিয়াছিলেন। এরূপ উক্তি যে ভিত্তিহীন, তাহা জানা যাইতেছে । ন্যায়-শ্রেণী - ১৮৩৯ সনের প্রথম ভাগে ঈশ্বরচন্দ্র ন্যায়-শ্রেণীতে প্রবেশ কবেন । নিমাইচন্দ্র শিরোমণি তখন এই শ্রেণীর অধ্যাপক । এই বৎসর (১৮৩৯ ) ২১ মে তারিখে সকল বিভাগের বহু ছাত্র সংস্কৃত কলেজে ইংরেজী-বিভাগ পুনঃপ্রতিষ্ঠার জন্য সেক্রেটর জি. টি. মার্শালের নিকট আবেদন করেন। আবেদনপত্রে দ্যায়-শ্রেণীধ ছাত্রবর্গের নামের মধ্যে ঈশ্বরচন্দ্রেরও নাম আছে । আবেদনকারীরা লিখিয়াছিলেন – 切・。