পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় ዓመጫ —সৰ্ব্বসাকল্যে ২৩৩ । তাহার পদ্যরচনার বিযয় ছিল—অগ্নীপ্র রাজার তপস্যা ; ইহা 'সংস্কৃত রচনা’ পুস্তকে মুদ্রিত হইয়াছে। ১৮৪১ সনেও বিদ্যাসাগর কয়েক মাস জয়নারায়ণ তর্কপঞ্চাননের অধীনে ক্টায়শাস্ত্র অধ্যয়ন করিয়াছিলেন। তাহার মাসিক বৃত্তি ৮ ঐ বৎসরের জুন মাসে বন্ধ হইয়। যাইবার উল্লেখ ২৪ এপ্রিল ১৮৪০ তারিখে প্রস্তুত ছাত্রদের বৃত্তির একটি তালিকায় পাইয়াছি । বিদ্যাসাগর অনধিক তিন বৎসর সংস্কৃত কলেজে স্থায়শাস্ত্র পড়িয়াছিলেন । র্তাহার প্রশংসাপত্র ২৭ মার্চ ১৮৩৯ তারিখে ক্যাপ্টেন জি. টি. মার্শাল সংস্কৃত কলেজের সেক্রেটরী হন । বিদ্যাসাগর তখন সবেমাত্র হ্যায়-শ্রেণীতে প্রবেশ করিয়াছেন। মার্শাল বিদ্যাসাগরকে বড় ভালবাসিতেন । উত্তরকালে বিদ্যাসাগরের কৰ্ম্মোন্নতির মূলে র্তাহার পৃষ্ঠপোষকতা অনেকটা কাজ করিয়াছিল। ২৮ এপ্রিল ১৮৪ তারিখে, শারীরিক অমুস্থতার জন্ত মার্শাল আট মাসের ছুটি লইতে বাধ্য হইয়াছিলেন ; ছুটি লইবার কয়েক মাস পবে বিদ্যাসাগর তাহার নিকট হইতে একখানি প্রশংসাপত্র আদায় করিয়াছিলেন । প্রশংসাপত্ৰখানি এইরূপ :– Certified that the bearer Issur Chunder Vidyasagar was a student in the Sanscrib College whilst I was Secretary and is still attached to this Institution having studied there, during his eleven years' residence, Grammar, Poetry, Rhetoric, Vedanta, Smriti or Law, Mathematics and Nyaya or Logic all with great success. He is now studying the lastnamed branch of learning. He obtained prizes in Law and for prose and poetical compositions, during my time and was remarkable for intelligence industry and attention. He holds a Certificate from the Hindoo Law Committee and will no doubt obtain one from the College for general acquirements, when his fixed time of study (12 years) shall be complete. I have much pleasure in giving him this Certificate according to his own earnest request, as he is an amiable and well disposed young man as well as a very distinguished pupil of the College. College of Fort William G. T. Marshall. 4th January 1841. বারো বৎসর পাচ মাস অধ্যয়নের পর ৪ ডিসেম্বর ১৮৪১ তারিখে বিদ্যাসাগর কলিকাতা গবর্মেন্ট সংস্কৃত কলেজের প্রশংসাপত্র লাভ করিয়াছিলেন । ইহা উদ্ধৃত করিবার প্রয়োজন নাই ; কৌতুহলী পাঠক চণ্ডীচরণ বঙ্গ্যোপাধ্যায়ের বিজ্ঞাসাগর পূজকে তাহার প্রতিলিপি দেখিতে পাইবেন । এই প্রশংসাপত্রে সংস্কৃত কলেজের সেক্রেটরীরূপে রসময় দত্তের নামও আছে।