পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় ●〉》 (২) পশ্বাবলী । ইং ১৮৫২ ৷ এই পুস্তকখানি প্রথমে ১৮২৮ সনে লসন কর্তৃক সঙ্কলিত ও পীয়র্স কর্তৃক অনূদিত হইয়া প্রকাশিত হয় । তারাশঙ্কর কর্তৃক আমূল পুনর্লিখিত হইয়া, এই পুস্তকের একটি সংস্করণ কলিকাতা-স্কুলবুকসোসাইটি কর্তৃক ১৮৫২ সনের জুন মাসে প্রকাশিত হইয়াছিল । কলিকাতা-স্কুলবুক-সোসাইটির ১৬শ কাৰ্য্যবিবরণে ( পু. ১ ) প্রকাশ — The IREW edition of Lawson's Animal Biography, in Bengali, re-written by Pandit Tarasankar, appeared in June last (৩) কাদম্বরী । ইং ১৮৫৪ । পৃ. ১৯২। (৪) রাসেলাস । ইং ১৮৫৭ । পৃ. ২৪২ । 2 a s в পৃ. ১২—মধুসুদন তর্কালঙ্কার মধুসুদন তর্কালঙ্কার সংস্কৃত কলেজের*প্রথম সহকারী সম্পাদক । তিনি সংস্কৃত কলেজের প্রাক্তন ছাত্র । তর্কালঙ্কার প্রথমে ফোর্ট উইলিয়ম কলেজের বাংলা-বিভাগের সেরেস্তাদারের পদ গ্রহণ করেন । ইহা ছাড়া তিনি ১ আগষ্ট ১৮৩৯ হইতে মাসিক ৫০২ বেতনে অতিরিক্ত কাৰ্য্য হিসাবে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদকের পদে নিযুক্ত হন । এই পদে তিনি মৃত্যুকাল পর্য্যস্ত অধিষ্ঠিত ছিলেন । ১৮৪১ সনের ৯ই নবেম্বর তাহার মৃত্যু হয় । পৃ. ১২—নিমাইচন্দ্র শিরোমণি ১৮২৪ সনের জানুয়ারি মাসে কলিকাতা গবর্মেন্ট সংস্কৃত কলেজের পাঠারম্ভকাল হইতে নিমাইচন্দ্র শিরোমণি ন্যায়শাস্ত্রাধ্যাপক নিযুক্ত হন। সে-সময়ে তাহার তুল্য নৈয়ায়িক বিরল ছিল । কলেজে র্তাহার মাসিক বেতন ছিল ৮.২। ১২ ফেব্রুয়ারি ১৮৪০ তারিখে শিরোমণির মৃত্যু হয় । তাহার সম্পাদিত গ্রন্থের মধ্যে আমরা এই দুইখানি দেখিয়াছি – (১) বিশ্বনাথ ভট্টাচাৰ্য্য-কৃত ন্যায়সুত্রবৃত্তি। নিমাইচন্দ্র শিরোমণি কর্তৃক শোধিত । ১৮২৮ । পৃ. ২৬৪ । (২) মহাভারত—বঙ্গীয় এশিয়াটিক সোসাইটি সংস্কৃত মহাভারতের যে প্রামাণিক সংস্করণ প্রকাশ করেন, তাহার অস্ততঃ তিনটি খণ্ডের (২য় খণ্ড, ১৮৩৬ খ্রী: ; ৩য় খণ্ড, ১৭৫৯ শক ; ৪র্থ খণ্ড ১৮৩৯ খ্ৰী: ) এক জন সম্পাদক হিসাবে নিমাইচন্দ্র শিরোমণির নাম পাওয়া যায় । পৃ. ১৪—কৈলাসচন্দ্র দত্ত কৈলাসচন্দ্র দত্ত রামবাগান দত্ত-পরিবারের স্বনামধন্ত রসময় দত্তের পুত্র । এই গ্রন্থে তাহার সম্বন্ধে অনেক সংবাদ আছে। কৈলাসচন্দ্র ১৮৩৫, ২৭এ আগষ্ট তারিখে ‘হিন্দু পাইয়োনিয়ার’ নামে একখানি ইংরেজী পাক্ষিক পত্রিক প্রকাশ করেন ।