পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭১২ মংবাদপত্রে মোকানের কথা পৃ. ১৪—রাধানাথ শিকদার রাধানাথ শিকদারের প্রামাণ্য জীবনী শ্রীযোগেশচন্দ্র বাগল তাহার উনবিংশ শতাব্দীর বাংলা’ ( ১৩৪৮) পুস্তকে প্রকাশ করিয়াছেন ।

  • . পৃ. ১৮—রসিককৃষ্ণ মল্লিক ; তারার্চাদ চক্রবর্তী

রসিককৃষ্ণ মল্লিক ও র্তারার্চাদ চক্ৰবৰ্ত্তী সম্বন্ধে বিস্তৃত বিবরণ উল্লিখিত উনবিংশ শতাব্দীর বাংল।’ পুস্তকে পাওয়া যাইবে । পৃ. ২০—মাইকেল মধুসুদন দত্ত # সকলেই বলেন, মাইকেলের জন্মের তারিখ—২৫ ਵਿਕਿ ১৮২৪ ( ১২ মাঘ ১২৩০, শনিবার ) । এই তারিখ ন-কি তাহার কোষ্ঠী হইতে পাওয়া । কিন্তু চরিতকারদের কেহ এই কোষ্ঠী স্বচক্ষে দেখিয়াছিলেন কি-না তাহা আমাদের জানা নাই । মাইকেলের এই জন্ম-তারিখ যে নিভুল নহে তাহার দুইটি প্রমাণ দিতেছি ।-- ( ১ ) মাইকেলের প্রচলিত জন্ম-তারিখ—২৫ জানুয়ারি ১৮২৪ ( ১২ মাঘ ১২৩৪, শনিবার ) । কিন্তু ২৫এ জানুয়ারি হইলে বাংলা তারিখ ১২ই মাঘ শনিবার হয় না,—হয় ১৩ই মাঘ রবিবার । ইংরেজী ও বাংলা তারিখের সামঞ্জস্য নাই, সুতরাং এই জন্ম-তারিখের কোথাও-না-কোথাও একটা ভুল श्रांरछ । (২) মাইকেল ১৮৩৭ সনে হিন্দুকলেজের জুনিয়র স্কুলে প্রবেশ করেন—ইহাই সকলের জানা আছে । ১৮২৪ সনের জানুয়ারি মাসে মাইকেলের জন্ম হইয়া থাকিলে, ১৮৩৭ সনে হিন্দুকলেজে প্রবেশকালে তাহার বয়ঃক্রম অন্ততঃ ১৩ বৎসর ছিল । কিন্তু ১৩ বৎসর বয়সে মধুসুদন হিন্দুকলেজের জুনিয়র স্কুলে প্রবেশ করিতে পারেন না, কারণ এই বিভাগে ৮ বৎসরের কম এবং ১২ বৎসরের অধিক বয়স্ক ছেলেকে প্রবেশ করিতে দিবার নিয়ম ছিল না – “The [Hindu] college is divided into a junior and senior school. In the former, boys not less than eight, and not more than twelve, are admitted....”--(Asiatic Journal for Sept.-Dec. 1832. Asiatic Intelligence-Calcutta, pp, 114-15) তাহা হইলে মাইকেল নিশ্চয়ই ১৮৩৭ সনের পূৰ্ব্বে হিন্দুকলেজের জুনিয়র স্কুলে প্রবেশ করিয়াছিলেন । তবে মাইকেলের জন্ম-সন কি, এবং কোন সনেই বা তিনি সৰ্ব্বপ্রথম হিন্দুকলেজে প্রবেশ করেন ? এই দুইটি বিষয়ে আমার বক্তব্য নিবেদন করিতেছি – ( ১ ) মাইকেলের জন্ম-সন ১৮২৪ নহে,-আমার মনে হয় ১৮২৩ হুইবে । তিনি ১৮৪৪ সনের নবেম্বর মাসে বিশপস কলেজে প্রবেশ করেন । এই সময় তাঙ্গার বয়স ২১ বৎসর ছিল। পাদরি লং