পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় 43.శ్రీ নাই । প্রত্যাশা রামচন্দ্র ও হরচন্দ্র নামক তদীয় সহোদরদ্বয় বৰ্ত্তমান তাহারাও কৰ্ম্মক্ষম বটেন "–‘সত্যপ্রদীপ, ১৫ মে ১৮৫০, শনিবার । ইচার পর বাংলা ছাপাব হরফের যে উন্নতি হইয়াছে তাহাও অনুসন্ধানের যোগ । পু. ১০৮—জে. ডি. পীয়াসন স্ত্রসুশীলকুমার çW Štāfa History of Bengali Literature in the Nineteenth century পুস্তকের ২৬৪-৬৫ পৃষ্ঠায় পায়ার্সনের বাংলা রচনাবলীব পরিচয় দিয়াছেন । পু. ১০৮—উইলিয়ম কেরী উইলিয়ম কেরার কয়েকখানি জীবনচরিত আছে । কিন্তু সেগুলিতে বাংলা-সাহিত্যে কেরীর দানের BB BBBBB BBBB BB BB S BSBBB BDDD BBBB BBBSBBBBSBBBBSB BB g ৩যু সংখ্যায় প্রকাশিত সজনীকান্ত দাসের ‘বাঙ্গালা গদ্যের প্রথম যুগ’ প্রধগ্ধ পঠিতব্য । পৃ. ১১৪—কমলাকাস্ত বিদ্যালঙ্কার ১৮২৪ সনের জানুয়ারি মাসে কলিকাতা গবমেণ্ট সংস্কৃত কলেজের পাঠাবস্তকাল হইতে কমলাকাস্ত বিদ্যালঙ্কার মাসিক ৬.২ বেতনে অলঙ্কার-শ্রেণীর অধ্যাপক নিযুক্ত হন । তিনি এই পদে তিন বৎসর—- ১৮২৭ সনের মে মাস পর্য্যন্ত কাজ করিয়াছিলেন । বিদ্যালঙ্কাব সংস্কৃত কলেজের অধ্যাপন ত্যাগ করিয়৷ মেদিনীপুর আদালতের জজ-পণ্ডিত হন । ইভার পর তিনি কিছু দিন এশিয়াটিক সোসাইটিতে পণ্ডিতের কৰ্ম্ম করিয়াছিলেন । ১৮৪২ সনের ১ অক্টোবর হষ্টতে সংস্কৃত কলেজে পুরাবৃত্ত' নামে একটি নূতন শ্রেণীর উদ্ভব হয় । কমলাকান্ত মাসিক ৮০ বেতনে এই শ্রেণীর অধ্যাপক নিযুক্ত হন । এই পদে তিনি ১৮৪৩ সনের আগষ্ট মাস পর্য্যস্ত অধ্যাপনা করিয়াছিলেন । তাহাব পর তিনি পীড়িত হইয়া ৮ই অক্টোবর তারিগে দেহত্যাগ করেন । - পৃ. ১১৬. কলিকাতার সাধারণ পুস্তকালয় এই পুস্তকালয় সম্বন্ধে বিস্তৃত বিবরণ ১৮৯০ সনের জুন সংখ্যা The National Magazine (New Series) পত্রে প্রকাশিত এইচ. বেভারিজ-লিখিত “The Calcutta Public Library” zoo পাওয়া যাইবে । পৃ. ১২৫—রামমাণিক্য বিদ্যালঙ্কার রামমাণিক্য বিদ্যালঙ্কার মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের মাতামহ । ‘সাহিত্যগরিষৎ-পত্রিকায় ( ১৩৩৮, ৪র্থ সংখ্যা ) বিদ্যালঙ্কার সম্বন্ধে শাস্ত্রী মহাশয়ের একটি প্রবন্ধ প্রকাশিত হইয়াছে ।