পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় ዓ8:› উপাধি লাভ করেন এবং কতিপয় মহামুভব ব্যক্তির পরামর্শে কলিকাতায় আগমন করেন । কলিকাতায় অল্পকাল মাত্র অবস্থিতির পরেই তিনি শোভাবাজারের রাজ। কমলকৃষ্ণ দেব বাহাদুরের সহিত পরিচিত হন, গুণগ্রাহী কমলকৃষ্ণ র্তাহাকে সভাপণ্ডিত নিযুক্ত করিয়া মাসিক ২০ টাকা বৃত্তি, ও শোভাবাজারের বালাখানায় বাসের জন্য একটি বাটিকা নিৰ্দ্ধারিত করিয়া দেন।" ( ৪র্থ ভাগ, পৃ. ৬৪-৬৬ ) গৌরীশঙ্কর উদারমতাবলম্বী ছিলেন ; এ সম্বন্ধে তাহার নিজেরই উক্তি উদ্ধত করিতেছি । বীটন যখন কলিকাতায় বালিকা-বিদ্যালয় স্থাপন করেন, তখন গৌরীশঙ্কর এই বালিকা-বিদ্যালয় প্রতিষ্ঠ সমর্থন করিয়া লিখিয়াছিলেন :-- “আমরা কলিকাতা নগরে উপস্থিত হইয়া রাজা রামমোহন রায়ের সহিত প্রথম সাক্ষাৎ করি এবং তৎকালেই ব্যক্ত করিয়াছিলাম স্বদেশের কুপ্রথা ও সহমরণ নিবারণ এবং বিধবাদিগের বিবাহ, স্ত্রীলোকদিগের বিদ্যাভ্যাস ইত্যাদি বিষয় সম্পন্নার্থ প্রাণপণে চেষ্টিত আছি, তাহাতেই রাজা রামমোহন রায় অামারদিগকে নিকট বাখেন, এবং সহমরণ নিবারণ বিষয়ে যথাসাধ্য পরিশ্রমে উক্ত রাজার আমুকুল্য করি তাতাতে কৃতকাৰ্য্যও হইয়াছি, সহমরণ পক্ষাবলম্বি পাচ ছয় সঙ্গক্স পরাক্রান্ত লোকের সাক্ষাতে গবৰ্ণমেণ্ট হোঁসের প্রধান হালে লর্ড বেটিঙ্ক বাহাদুরের সম্মুখে সহমরণের বিপক্ষে দণ্ডায়মান হইতে যদি ভয় করি নাই তবে এইক্ষণে ভয়ের বিষয় কি, এখন আমরা আপনাবদিগকে স্বাধীন জ্ঞান করি ইহাতে দানবকেই ভয় করি না মানব কোথায় আছেন, .. " নানা সভা-সমিতি ও কল্যাণকর প্রতিষ্ঠানের সহিত গৌরীশঙ্করের যোগ ছিল। ১৮৫৯ সনের ৫ই ফেব্রুয়ারি তাহার মৃত্যু হয় । গৌরীশঙ্কর একাধিক সংবাদপত্র পরিচালন করিয়া গিয়াছেন। সাংবাদিক হিসাবে তাহার প্রতিপত্তি কম ছিল না। তাহার পরিচালিত পত্রগুলির বিবরণ সংক্ষেপে দিতেছি ; এগুলির বিস্তৃত বিবরণ আমার ‘বাংলা সাময়িক-পত্র’ গ্রন্থে দ্রষ্টব্য । ১ । জ্ঞানান্বেষণ’ । ১৮৩১ খ্ৰীষ্টাব্দের ১৮ই জুন তারিখে দক্ষিণানন্দন মুখোপাধ্যায় এই সাপ্তাহিক পত্র প্রকাশ করেন। দক্ষিণানন্দন নামে সম্পাদক হইলেও ইহার সম্পাদকীয় কাৰ্য্য সম্পন্ন করিতেন গৌরীশঙ্কর । ২ । ‘সস্বাদ ভাস্কর’। ১৮৩৯ খ্ৰীষ্টাব্দের মার্চ মাসের প্রথম ভাগে এই সাপ্তাহিক পত্র সিমলা হইতে প্রকাশিত হয় । ৩ । ‘সম্বাদ রসরাজ । ১৮৩৯ খ্ৰীষ্টাব্দের ২৯এ নবেম্বর ইহ প্রকাশিত হয় । ১৮৫৭ খ্ৰীষ্টাব্দের ২রা ফেব্রুয়ারি তারিখে ‘সম্বাদ বসরাজ্যের তিরোধান घएल्ले । ৪ । হিন্দুরত্বকমলাকর" । ১৮৫৭ সনের ২৭এ ফেব্রুয়ারি ইহার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। গ্রন্থকার হিসাবেও গৌরীশঙ্করের যথেষ্ট খ্যাতি ছিল । তিনি যে-সকল গ্রন্থ রচনা বা সঙ্কলন করিয়াছিলেন, প্রকাশকালসহ সেগুলির একটি তালিকা দিতেছি – ১। ভগবদগীতা—৯ম অধ্যায় পৰ্য্যস্ত। ১২৪২ সাল ( ইং ১৮৩৫ ) ।