পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা 용 속 চলিতেছে ঐ বিদ্যালয়ে প্রায় ৭০ ০ বালক ইক্ষরেজী বাঙ্গাল ও পারস্য শিক্ষণ করিতেছেন | কিছু দিন গত হইল আমরা বেতনের নিয়ম বিষয়ে যাহা প্রকাশ করিয়াছিলাম তাহ এইক্ষণে নিৰ্দ্ধাৰ্য্য হইয়াছে তথাপি ঐ বিদ্যালয়ে উত্তম রূপে বিদ্যা আলোচনা হইতেছে এবং তৎস্থানে ছাত্রদিগের প্রতি যাহা প্রশ্ন হয় তাহার অতি প্রশংসনীয় উত্তর প্রদত্ত হয় । উক্ত বিদ্যালয়ের সংযোগে দূরস্থ বালকদিগের শিক্ষার্থ এক শাখা বিদ্যালয় স্থাপিত হইয়াছে। এই শাখা বিদ্যালয় প্রায় ৮ মাস সংস্থাপিত হইয়াছে তথাপি ইহাতে ৩০০ বালক অধ্যয়ন করে ইহার শিক্ষক হিন্দুকালেজের এক জন স্বশিক্ষিত ছাত্র শ্ৰীযুক্ত পাৰ্ব্বতীচরণ সরকার এই বিদ্যালয়ের ছাত্রদিগের পরীক্ষ কতগুলী দর্শক সম্মুখে হইয়াছিল তাহাতে দর্শকগণ অতিশয় আহলদিত হইয়াছিলেন । এই বিদ্যালয় অত্যন্ত্র দিন সংস্থাপিত হইয়া যে এতদ্রুপ হইয়াছে ইহাতে উক্ত শিক্ষক বাবুকে অতিশয় প্রশংসা করিতে হয় কেননা অত্যন্ত পরিশ্রমদ্বার অল্প দিন এমত ফল দর্শাইয়াছেন । [ জ্ঞানান্বেষণ । ( ২ মার্চ ১৮৩৯ ৷ ২ ৩ ফাল্গুন ১ ২ ৪৫ ) হুগলির কালেজ ।—গত শনিবার সকালে সাধারণ বিদ্যাধ্যাপনীয় কমিটির কোন২ সাহেব লোকেরা হুগলি ও চুচুড়ার বিদ্যালয়স্থ ছাত্রেরদের পরীক্ষা লওনার্থ বাষ্পীয় জাহাজারোহণে তথায় গমন করিয়াছিলেন। উক্ত সাহেবলোকেরদের মধ্যে শ্ৰীযুক্ত সর এড়ার্ড রায়ন সাহেব ও কৌন্সলের অস্তঃপাতি শ্ৰীযুত বর্ড সাহেব এবং ব্যবস্থাপক কমিশুনর শ্ৰীযুত কামরাণ সাহেব ও সদর বোর্ডের শ্ৰীযুত সি ডবলিউ স্মিথ সাহেব ও শ্ৰীযুত ডাক্তর গ্রান্ট সাহেব ও শ্ৰীযুত জে সি সদলণ্ড সাহেব ও শ্ৰীযুত কাপ্তান বর্চ সাহেব ও শ্রযুক্ত নওয়াব তহবর জঙ্গ বাহাদুর ও সেক্রেটরী শ্ৰীযুত ওয়াইজ সাহেব ইষ্টারদের সমভিব্যাহারে শ্রযুক্ত হেলিডে সাহেব ও অন্য কতিপয় সাহেবের গমন করিয়াছিলেন । এবং তৎসময়ে হুগলি ও ঐ অঞ্চলস্থ যে সাহেবের সমাগত হইয়াছিলেন তাহারা এই ২ । জজ শ্রযুত বালে। সাহেব ও কালেজের তত্ত্বাবধায়ক অথচ জিলার মাজিস্কেট খ্ৰীযুত সামুয়েলস্ সাহেব ও শ্ৰীযুত ডাক্তর এজভেল সাহেব ও চন্দন নগরস্থ শ্ৰীযুক্ত সেন পরসেন সাহেব ও শ্ৰীযুত বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় অন্যান্ত কএক জন এতদেশীয় মহাশয়ের। ঐ স্ক্রযুক্ত সাহেব লোকেরা এবং এতদেশীয় দিদৃক্ষু মহাশষের চুচূড়ার শ্ৰীযুত জেনরল পেরো সাহেবের বাটতে উপস্থিত হইয়া এতদ্দেশীয় ও ইঙ্গরেজী ভাষায় নানা ছায়েরদের পরীক্ষা গ্রহণোত্তর পুস্তকালয়ে গমন করিলেন ঐ স্থানে পারিতোষিক পুস্তকসকল প্রস্তুত ছিল । পরে অধস্থ সম্প্রদায়ের কতিপয় ছাত্রেরদিগকে ডাকিয় তাহারদের আবৃত্তি শ্রবণ করত সাহেবের পরম সস্তোষ জ্ঞাপন করিলেন । তৎপরে শ্ৰীযুত সদলগু সাহেব শ্ৰীযুত আওলাদ হোসেন ও শ্ৰীযুত আকবর শাহের সম্প্রদায়ের প্রধান কএক ছাত্রেরদের জাবনিক শরা গ্রন্থের পরীক্ষা লইলেন এবং তাহারদের উত্তরে আপনার অত্যস্ত আহলাদ প্রকাশ করিলেন ।