পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৫৬
সংৱাদপত্রে সেকালের কথা

দ্বিতীয় বিজ্ঞাপনটি এইরূপ:—

HURROCHUNDER ROY

Having established a BENGALEE PRINTING PRESS and a WEEKLY BENGAL GAZETTE, which he publishes on Fridays, containing the Translation of Civil Appointments, Government Notifications and Regulations, and such other LOCAL MATTER as are deemed interesting to the Reader, into a plain, concise and correct Bengalee Language, and having spared no pains or trouble to render it as interesting as possible, earnestly hopes that in consideration of the heavy expenses which he has incurred, Gentlemen who have a knowledge and proficiency in that language, will be pleased to patronize his undertaking, by becoming subscribers to the BENGAL GAZETTE. No publication of this nature having hitherto been before the Public, HURROCHUNDER ROY trusts that the community in general will encourage and support his exertions in the attempt which he has made, and afford him a small share of their Patronage.

Gentlemen wishing to become Subscribers to this WEEKLY PUBLICATION will be pleased to send their names to HURROCHUNDER ROY, at his Press, No. 145, Chorebagaun Street, where every information will be thankfully received.

The Price of Subscription is 2 Rupees per Month. Extras included.

Calcutta, Chorebagaun Street, No. 145.

বিজ্ঞাপন দুইটি হইতে নিঃসংশয়ে প্রমাণিত হইতেছে যে, ‘বাঙ্গাল গেজেটি‘ ১৮১৫ বা ১৮১৬ সনে প্রকাশিত হয় নাই,—হইয়াছিল ১৮১৮ সনে, অর্থাৎ যে-বৎসর ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়। এই সকল বিজ্ঞাপনে ‘বাঙ্গাল গেজেটি’র প্রকাশকরূপে গঙ্গাকিশোর ভট্টাচার্য্যের নামের স্থলে আমরা হরচন্দ্র রায়ের নাম পাইতেছি। অমুসন্ধানে জানা গিয়াছে, হরচন্দ্রেরও বাড়ী ছিল শ্রীরামপুরে। রামমোহন রায়ের ‘আত্মীয় সভা’র সহিত র্তাহার যোগ ছিল। রামমোহন রায়ের ‘কবিতাকারের সহিত বিচার’ পুস্তকের শেষ পৃষ্ঠায় তাহার নাম পাওয়া যায়। গঙ্গাকিশোরের ‘বাঙ্গাল গেজেটি’ যন্ত্রালয়ের তিনিও এক জন মালিক ছিলেন—এ কথার প্রমাণ ‘ফ্রেণ্ড অব ইণ্ডিয়া’র উদ্ধত অংশে দ্রঃর্য। সুতরাং বাঙ্গাল গেজেটি পত্রের প্রকাশকরূপে এহরচন্দ্র রায়ের নাম বিজ্ঞাপনে ছাপ। হইয়াছে, বলিয়, কাগজের সহিত গঙ্গাকিশোরের কোন সম্পর্ক ছিল না, এরূপ মনে করিবার হেতু নাই।

পূর্ব্বেই বলিয়াছি, ‘বাঙ্গাল গেজেটি’ ১৪ই মে হইতে ৯ই জুলাই ১৮১৮ তারিখের মধ্যে কোন দিন প্রকাশিত হইয়াছিল— ইহা নিঃসঙ্গেহ। ঠিক কোন তারিখে প্রকাশিত হয়, জানা না গেলেও, ১৮২৮ সনে ‘ফ্রেণ্ড অব ইণ্ডিয়া’ অতি স্পষ্টভাবে বলিয়াছেন যে, ২৩ মে ১৮১৮ তারিখে ‘সমাচার দর্পণ’ প্রকাশের এক পক্ষ মধ্যে ‘বাঙ্গাল গেজেটি’ প্রকাশিত হয়। তখন ‘বাঙ্গাল গেজেটি’র তুই জন