পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

勤 সম্পাদকীয় ማog ̇ ২ । কলিকাতা কমলালয় । সন ১২৩• । ৩ । হিতোপদেশ। সন ১২৩. | ৪ । দূতীবিলাস । ১৭৪৭ শক (ইং ১৮২৫ ) । ৫ । নববিবিবিলাস। ইং ১৮৩১ (?) । دنيا د پچ | taچBlastIt insi fa ! ما ৭ আশ্চৰ্য্য উপাখ্যান । ইং ১৮৩৫ । ৮ । পুরুষোত্তম চন্দ্রিক ! ইং ১৮৪g | ভবানীচরণ র্তাহার সমাচার চন্দ্রিক মুদ্রাঘন্ত্রে কয়েকখানি প্রাচীন সংস্কৃত গ্রন্থ পুনমুদ্রিত করিয়াছিলেন । এগুলিরও একটি তালিকা দিতেছি – %. ১ । শ্ৰীমদ্ভাগবত । ইং ১৮৩• • ২ ! প্রবোধচন্দ্রোদয় নাটকং। ইং ১৮৩৩ । ৩ । মনুসংহিতা । ইং ১৮৩৩ । ৪ । উনবিংশ সংহিতা । ইং ১৮৩৩ () ৫ । শ্ৰীভগবদগীতা । ইং ১৮৩৫ । ৬ । রঘুনন্দন ভট্টাচাৰ্য্যকৃত অষ্টাবিংশতি তত্ত্ব নব্য স্মৃতি । ২০ ফেব্রুয়ারি ১৮৪৮ তারিখে ভবানীচরণ ভাগীরথী-তীরে দেহরক্ষা করেন । যাহারা ভবানীচরণের বিস্তৃত জীবনী পাঠ করিতে চীন, তাহাদিগকে সাহিত্য-সাধক-চরিতমালার চতুর্থ গ্রন্থ ‘ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পড়িতে অনুরোধ করি । পৃ. ৪১৪-৫০৮–সেকালের সন্ত্রান্ত বাঙালী-পরিবার ডক্টর ঐসুরেন্দ্রনাথ সেন ভারত-সরকারের "পররাষ্ট্র-বিভাগের { ১৮৩৯ সনের ] কাগজপত্র হইতে যে সকল সন্ত্রাস্ত ব্যক্তি এক শতাব্দী পূৰ্ব্বে কলিকাতার বাঙ্গালী সমাজে প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন র্তাহাদের নাম ও বংশপরিচয়” ১৩৪৭ সালের শ্রাবণ সংখ্যা ভারতবর্ষে প্রকাশ করিয়াছেন ; এই তালিকাটি উদ্ধত হইল :– ১। বাবু জগন্নাথপ্রসাদ ও র্তাহার ভ্রাতৃগণ, মহারাজী ছল্প ভরামের বংশধর । ছন্ন ভরামের পুত্র মুকুন্দবল্লভ পিতার জীবদ্দশায় পরলোকগমন করেন। জগন্নাথপ্রসাদ, রাজবল্পভের ভগ্নীর বংশধর। তিনি মুর্শিদাবাদে বাস করেন, তাহার দ্বিতীয় ভ্রাতা কাশীনাথপ্রসাদ কলিকাতার ভদ্রাসনে থাকেন । ৯ ২ । মহারাজ রাজকৃষ্ণ বাহাদুর। ইহার পিতা রাজা নবকৃষ্ণ মিরজাফরের নবাবী প্রাপ্তির সময় লর্ড ক্লাইভের দেওয়ান ছিলেন । তখন তিনি প্রভূত অর্থ উপাৰ্জন করেন। কোম্পানীর দেওয়ানী প্রাপ্তির পর ক্লাইভ র্তাহাকে দায়িত্বপূর্ণ কাজ দেন। তাহার দানশীলতার জন্য ঈষ্ট ইণ্ডিয়া কোম্পানীর ডিরেক্টরগণ র্তাহাকে একটি স্বর্ণপদক দিয়াছিলেন । ১৭৯৭ সালে রাজা নবকৃষ্ণের মৃত্যু হয়। রাজকৃষ্ণ তখন নাবালক। র্তাহার ছয় পুত্রের