পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

苓g可吁●钰*阿、恐F创前 মধ্যে শিবকৃষ্ণ জ্যেষ্ঠ । এই পরিবারের কালীকৃষ্ণ ১৮৩৩ সালে ব্রিটিশ গভর্ণমেণ্টের নিকট হইতে রাজা বাহাদুর উপাধি প্রাপ্ত হন । • বাবু গোপীমোহন দেব, রাজা নবকৃষ্ণের ভ্রাতু-পুত্র। নবকৃষ্ণের যখন সস্তান লাভের আশা ছিল না তখন তিনি ইহাকে দত্তক গ্রহণ করেন এবং সেই সুত্রে ইনি তাহার অৰ্দ্ধাংশের অধিকারী হন । গোপীমোহন ও র্তাহার একমাত্র পুত্র বাবু রাধাকান্ত দেব জনসাধারণের বিশেষ শ্রদ্ধার পাত্র। ১৮৩৩ সালে বাবু গোপীমোহন দেব রাজা বাহাদুৰ উপাধি লাভ করেন। ৪ । রাজ রামচন্দ্র রায়, v রাজা সুখময় রায়ের জ্যেষ্ঠ পুত্র । সুখময় দেড় লক্ষ টাকা ব্যয় করিয়া জগন্নাথ যাইবার রাস্ত তৈয়ার করিয়াছিলেন । এই বংশের প্রতিষ্ঠাতা লক্ষ্মীকান্ত ধর কর্ণেল ক্লাইভ ও অস্তান্ত গভর্ণরদিগের বাণিয়া (Banker) হিসাবে বহু অর্থ উপার্জন করেন । সুখময় তাহার দৌহিত্র । তিনি সার ইলাইজ ইম্পের *७ब्रामॆी করিয়া মাতামহের ত্যক্ত সম্পত্তি প্রভূত পরিমাণে বৃদ্ধি করিয়াছেন। লর্ড মিণ্টোর আমলে তিনি রাজ উপাধি লাভ করেন। রাজা রামচন্দ্র ও র্তাহার ভ্রাতা বাবু কৃষ্ণচন্দ্র রায়, বাবু বৈদ্যনাথ রায়, বাবু শিবচন্দ্র রায় ও বাবু নরসিংহ রায় রাজা সুখময়ের সম্পত্তির বর্তমান মালিক । s ৫ । মল্লিক' বংশ । এই পরিবার বহুদিন হইতে কলিকাতার অধিবাসী। কয়েক পুরুষ পূর্বেই ইহাদের সৌভাগ্যের সূচনা হয়। শুকদেব মল্লিক ও নয়ানচন্দ্র মল্লিকই এই বংশের মধ্যে প্রথম প্রতিষ্ঠা লাভ করেন। নয়নচন্দ্রের দুই পুত্র গৌরচরণ ও নিমাইচরণ। নিমাইচরণ নিমু মল্লিক বলিয়া সমধিক পরিচিত । গৌরচরণের জ্যেষ্ঠ পুত্র বিশ্বম্ভর পিতৃসম্পত্তি হইতে বঞ্চিত হন। দ্বিতীয় পুত্র রামলোচনের চারি পুত্র। র্তাহার তৃতীয় ও কনিষ্ঠ ভ্রাতা জগমোহন এখনও জীবিত আছেন। নিমু মল্লিকের পুত্রেরাই অধিক সম্পত্তিশালী । তাছারা আট ভ্রাতা—রামগোপাল, রামরতন, রামকানাই, রামমোহন, হীরালাল ( মুত ), স্বরূপচাদ ও মতিলাল । , সুপ্রীম কোর্টে নিমু মল্লিকের সম্পত্তি লইয়৷ যে মামলা হইয়াছে তাহাতে ছয় লক্ষের অধিক টাকা ব্যয় হইয়াছে বলিয়া শুনা যায়। এখনও বিলাতে এই মামলার আপীল দায়ের অাছে । - ৬। বাবু শ্ৰীনারায়ণ সিংহ, কৃষ্ণচন্দ্র সিংহের নাবালক পুত্র। কৃষ্ণচন্দ্র লালাবাবু নামে সমধিক পরিচিত। কয়েক বৎসর পূর্বে বৃন্দাবনে তাহার মৃত্যু হইয়াছে। হেষ্টিংসের আমলের কোঁন্সিল ও বোর্ড অফ রেভেনিউর দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্রের পিতামহ । * w o ৭। রাজনারায়ণ রায়, তারকনাথ রায় এবং অন্যাস্ত রায়ের চব্বিশপরগণার অন্তর্গত আঙ্গুলের অধিবাসী। ইহার রেওয়ান রামচরণ রায়ের বংশধর। গভর্ণর ভ্যাপিটার্ট ও জেনারেল স্মিথের দেওয়ানী কবিয়া রামচরণ প্রভূত সম্পত্তির অধিকারী হইয়াছিলেন। ৮। কালীশঙ্কর ঘোষাল, জয়নারায়ণ ঘোষালের পুত্র। অল্পদিন হইল কাশীতে