পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जध्७ोझोङ्क ꬃጬ ৯ । গেীরচরণ মল্লিকের পৌত্র কাশীনাথ মল্লিক । ১০ । কলভিন কোম্পানীর দেওয়ান বিশ্বম্ভর সেন । ১১ । নীলমণি ধরের পৌত্র ব্ৰজনাথ ধর । - মেছুয়া বাজার— ১ । রামমণি ঠাকুরের পুত্র স্বারকানাথ ঠাকুর । ८stद्धंबtख्रींद्र ১ । মদনমোহন দত্তের পুত্র লক্ষ্মীনারায়ণ দত্ত । ২ । হরচন্দ্র ঠাকুর । ৩ । গুরুপ্রসাদ বসু । 岭 ৪ । ব্যাঙ্কের একাউণ্ট্যাণ্ট কৃষ্ণমোহন দে । কলুটোলা— ১ । মতিলাল শীল । ২ । মাধবচtদ দত্ত । ৩ । বলরাম চন্দ্রের পৌত্র গোপাল চন্দ্র । ৪ । রামকমল সেন । ৫ । তারাষ্টাদ দত্ত । ৬ । ‘সমাচার চন্দ্রিকা’র সম্পাদক ভবানীচরণ ব্যানাজী । পটলডাঙ্গণ— ১ { রূপনারায়ণ ঘোষাল ! বস্থবাজার— • ১ । হিদেরাম ব্যানাজীর পুত্র অভয়চরণ ব্যানাজী । ২ । দুর্গাচরণ পিতুড়ীর দৌহিত্র অভয়চরণ ব্যানাজী । ৩ । দুর্গাচরণ পিতুড়ীর ভাগিনেয় বিশ্বনাথ মতিলাল । মলtঙ্গ{--- - ১ । অঙ্কুর দত্তের পুত্র রামমোহন দত্ত । ২ । রামতনু সরকারের পুত্র গোপীমোহন সরকার । ৩ । কালীচরণ হালদারের ভ্রাতুষ্পুত্র রাজচন্দ্র হালদার । sta sista (John Bazar) ১ । রঘুনাথ পালের পুত্র দুর্গাচরণ পাল । ২ । প্রীতিরাম মাড়ের পুত্র রাজচন্দ্র মাড় । ৩ । গোপীমোহন ঘোষের পৌত্র রামধন ঘোষ । a । কালীপ্রসাদ দত্ত ।