পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to মgবাদ শত্রে মেনকালের কথা ( ১৯ জানুয়ারি ১৮৩৩ । ৮ মাঘ ১২৩৯ ) ...শিমুলা সংলগ্ন শ্ৰীযুক্ত রাজা রামমোহন রায় মহাশয়ের হিন্দু স্কুলনামক বিদ্যালয়.. । ( ১০ সেপ্টেম্বর ১৮৩১। ২৬ ভাদ্র ১২৩৮) হিন্দু ফ্রি স্কুল –গত ৩১ আগস্ত বুধবারে বাবু মাধবচন্দ্র মন্ত্রীক এবং অপর দুই জন হিন্দু মহাশয়েরদের অধীন হিন্দু ফ্রি স্কুলের প্রথম ত্রৈমাসিক পরীক্ষা হয় । ছাত্রেরা বেলা দশ ঘণ্টাসময়ে একত্র হইল এবং শ্ৰীযুত হের সাহেব ও শ্ৰীযুত দ্রাজু [ ডিরোজিও ] সাহেব ও শ্ৰীযুত বাবু দক্ষিণানন্দ মুখোপাধ্যায় ও শ্ৰীযুত বাবু রসিককৃষ্ণ মল্পীক এবং অপর কএক জন এতদেশীয় মহাশয়েরদের সমক্ষে ঐ ছাত্রেরদের পরীক্ষা হয়। ঐ পরীক্ষাতে শ্ৰীযুত বাৰু মাধবচন্দ্র মন্ত্রীক ও র্তাহার সহকারিরদের উদ্যোগ অতি প্রশংসনীয় দৃষ্ট হইল । হিন্দুকালেজের পূৰ্ব্বছাত্র শ্রযুত বাবু রাধানাথ পালনামক এতদ্দেশীয় এক যুব মহাশয়কতৃক [ জোড়াসাকো নিবাসী বৃন্দাবন পালের মধ্যম পুত্র ] এতদ্দেশীয় শিশুগণকে বিনামূল্যে বিদ্যাদানাভিপ্রায়ে ঐ হিন্দু ফ্রি স্কুলনামক বিদ্যালয় স্থাপিত হয়। উক্ত বাবু ও তাহার মিত্রেরা ঐ স্কুলের পোষকতানিমিত্ত এক চান্দা করিয়াছেন এবং ঐ বিদ্যালয়ের ছাত্রেরদিগকে বিদ্যামহাধন বিতরণার্থ উক্ত বাবুর উদ্যোগের কিছু ক্রটি নাই । পূৰ্ব্বাহ্নে ছয় ঘণ্টাঅবধি নয় ঘণ্টাপৰ্য্যস্ত ঐ বিদ্যালয়ে ছাত্রের অধ্যয়ন করে । এতদেশীয় মহাশয়কতৃক এতদ্দেশীয়েরদের বিদ্যাদানবিষয়ে ইনকোয়েররে অত্যুত্তম লিখিয়াছেন । তৎপত্রসম্পাদক লেখেন যে ইহার পূৰ্ব্বে কেবল ইউরোপীয় লোকেরদের বদান্যতাতেই এতদ্দেশীয়েরদের বিদ্যাভ্যাস হইত। হিতৈষি বিদেশীয়েরদের কতৃক স্থাপিত বিদ্যালয়ব্যতিরেকে অপর কোন বিদ্যালয় ছিল না কিন্তু কালক্রমে মহারূপান্তর হইয়াছে । এইক্ষণে এতদ্দেশীয় মহাশয়ের স্বদেশীয়েরদিগকে ভ্রাতার হ্যায় জ্ঞান করেন এবং স্বদেশীয়েরদের উপকারার্থ যাহ। কৰ্ত্তব্য তাহা তাহারা স্বজ্ঞাত হইয়াছেন । আন্দুলে স্থাপিত বিদ্যালয়ের বিষয়ে যাহা লেখা গিয়াছে তৎপরে শ্রত হওয়া গেল যে কেবল হিন্দুরদিগকে বিদ্যবিতরণার্থ কলিকাতার নানা পল্লীতে হিন্দুরদের কতৃক নানা পাঠশালা স্থাপিত হক্টয়াছে এবং প্রমাণিক লোকেরদের স্থানে অবগত হওয়া গেল যে এক্টক্ষণে এতন্মহানগরে ভিন্ন ছয় স্থানে ছয়টা পৌৰ্ব্বাহিক পাঠশালা নিযুক্ত হইয়াছে তাহাতে তিন শত সত্তর জন বালক বিদ্যাভ্যাস করিতেছে। এই সকল বিদ্যালয় হিন্দুকলেজে স্বশিক্ষিত হিন্দু যুব মহাশয়েরদের দ্বার স্থাপিত হইয়া সম্পন্ন হইতেছে । ( ২২ ফেব্রুয়ারি ১৮৩২ । ১১ ফাল্গুন ১২৩৮ ) হিন্দু ফ্রি স্কুল –প্রভাকর পত্রদ্বারা আমরা জ্ঞাত হইলাম ষে বাৰু ভুবনমোহন মিত্র ও বাবু গঙ্গাচরণ সেন ও বাবু রাধানাথ পাল এবং অন্যান্য সকলে হিন্দু ফ্রি স্কুল সংস্থাপন