পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

abot সংবাদ পত্রে সেকালের কথা পৃ. ৫৫৪—শম্ভুচন্দ্র বাচস্পতি শম্ভুচন্দ্র বাচস্পতির বাড়ী ছিল বরিশাল জেলার উজীরপুর গ্রামে ( খোসালচন্দ্র রায় ; বাকরগঞ্জের ইতিহাস', পৃ. ১২৬ ) । টালার বাগানে তাহার চতুষ্পাঠী ছিল, ছাত্র-সংখ্যা ৬। ১৮২৬ সনের মে মাস হইতে শম্ভুচন্দ্র মাসিক ৮০২ বেতনে কলিকাতা গবর্মেন্ট সংস্কৃত কলেজে বেদান্ত-শ্রেণীর অধ্যাপক নিযুক্ত হন । এই পদে সুপারিশ করিয়া সংস্কৃত কলেজের সেক্রেটরী ২ মে ১৮২৬ তারিখে জেনারেল কমিটিকে এইরূপ লিখিয়াছিলেন :– - ... Sambhu Chandra Vachespati, a Pundit who has long been known to the Secretary as an excellent scholar, well versed in the Vedanta and a man of good character. He has been in the employ of Mr. Wilson for about three years who will be ablé to bear testimony to his abilities... শম্ভুচন্দ্র জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের অনুজ্ঞাক্ৰমে সদানন্দ-কৃত 'বেদান্তসার’ ( রামকৃষ্ণতীর্থ-বিরচিত বিদ্বন্মনোরঞ্জিনী নায়ী টীকাসহ ) শোধনপূর্বক ১৮২৯ সনে প্রকাশ করিয়াছিলেন। ১৮৪২ সনের সেপ্টেম্বর মাসে শম্ভুচন্দ্রের মৃত্যু হয় । পৃ. ৫৫৫—হরিপ্রসাদ তর্কপঞ্চানন হরিপ্রসাদ তর্কপঞ্চাননের বাড়ী ছিল হরিনাভি ; তিনি রামনারায়ণ তর্করশ্নের জ্ঞাতি ( ‘বঙ্গে দক্ষিণাত্য বৈদিক, ১৩৩৭, পৃ. ১০৩ ) । হাতীবাগানে তাহার চতুষ্পাঠী ছিল, ছাত্র-সংখ্যা ৪ । ১৮২৫ সনের ২২ জানুয়ারি তারিখে তিনি মাসিক ৩০২ বেতনে কলিকাতা গবমেণ্ট সংস্কৃত কলেজে মুগ্ধবোধের ২য় শ্রেণীর অধ্যাপক নিযুক্ত হন। ১১ সেপ্টেম্বর ১৮৪১ তারিখে র্তাহার মৃত্যু হয় । श्रृं. ¢४०-नांथूजांभ কমলাকান্ত বিদ্যালঙ্কার পদত্যাগ করিলে তাহার স্থলে ১৮২৭ সনের জুলাই মাস হইতে মাসিক ৮০২ বেতনে পণ্ডিত নাথুরাম মিশ্র নামে এক জন গুজরাটা পণ্ডিত কলিকাতা গবর্মেন্ট সংস্কৃত কলেজের অলঙ্কারশান্ত্রের অধ্যাপক নিযুক্ত হন। সংস্কৃত কলেজের সেক্রেটরী ২৪ জুলাই ১৮২৭ তারিখে তাহার বিষয়ে শিক্ষা-বিভাগকে লিখিয়াছিলেন :– ' The individual [Nathuram] in question was in the College of Benares, where he bore a high character. He lost his appointment there, in consequence of exceeding his leave of absence, which it subsequently appeared was owing to family distress and not to any improper neglect. - -