পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকীয় r ԳՆոԳ ১৮৩১ সনের সেপ্টেম্বর মাসে নাথুরাম অসুস্থতার জন্য ছয় মাসের ছুটি লইলে সংস্কৃত কলেজের কৃতী ছাত্র প্রেমচাদ তর্কবাগীশ তাহার স্থলে অস্থায়ী ভাবে অধ্যাপনা করেন। পর-বৎসর–১৮৩২ সনের মার্চ মাসে নাথুরামের মৃত্যু-সংবাদ পৌঁছিলে প্রেমচাঁদ র্তাহার পদে স্থায়ী ভাবে নিযুক্ত হন। ১৮২৯ সনে জেনারেল কমিটির অনুজ্ঞায় নাথুরাম মন্মটাচাৰ্য্য-বিরচিত কাব্যপ্রকাশ সম্পাদন করিয়া প্রকাশ করিয়াছিলেন। ইহা ছাড়া নাথুরাম ও সংস্কৃত কলেজের আর দুই জন অধ্যাপক—গোবিন্দরাম উপাধ্যায় ও প্রেমচন্দ্র তর্কবাগীশ–মিলিয়া রঘুবংশের টাকা করিয়াছিলেন। উহা ১৮৩২ সনে জেনারেল কমিটির অনুজ্ঞায় মুদ্রিত হইয়াছিল। পৃ. ৬৩৪–শিনারী জর্জ শিনারী (Chinnery) একজন খ্যাতনামা চিত্রশিল্পী । ১৮৫২ সনের ৮ই জুলাই তারিখের (পৃ. ৪৩৫ ) ‘ফ্রেণ্ড অব ইণ্ডিয়া পত্রে তাহার মৃত্যুর উল্লেখ পাওয়া যায়। রামগোপাল সাঙ্গালের Bengal celebritics পুস্তকে (২য় খণ্ড, পৃ. ৪১ ) শিনারী ও র্তাহার অঙ্কিত চিত্রের একটি সংক্ষিপ্ত বিবরণ অাছে । পৃ. ৬৩৭—উইলিয়ম অ্যাডামের শিক্ষাবিষয়ক রিপোর্ট sitsicna footflow of footo-Reports on the State of Education in Bengal (1885 & 1888) গত বৎসর (ইং ১৯৪১) কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত হইয়াছে। ইহা সম্পাদন করিয়াছেন জীঅনাথনাথ বসু। পৃ. ৬৩৯–বেগম সমরু বেগম সমরুর বৈচিত্র্যময় কাহিনী যাহারা পড়িতে ইচ্ছুক তাহাদিগকে আমার Begam Samra (1925) পুস্তক পাঠ করিতে অনুরোধ করি। পৃ. ৬৪৬—ডাইস সোস্বার । বেগম সমরুর পোষ্যপুত্ৰ—ডাইস সোস্বারের করুণ কাহিনী সম্বন্ধে ১৯১১ সনের জুলাই সংখ্যা ‘ক্যালকাটা রিভিয়ু পত্রে প্রকাশিত, E. W. Madge and K. N. Dhar-fifts, “He Mourned in a Mad-House. The Tragedy of Dyce-Sombre” প্রবন্ধটি পঠিতব্য । Dictionary of National Biography & G. C. Boase-fift's “Dyce-Sombre, David ochterlony (1808-51)" প্রবন্ধটিও পাঠ করা উচিত ।