পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

కisషి সংবাদপত্রে সেকালের কথা পাঁচটি বিদ্যালয় উঠিয়া যায়। ছাপা-বই প্রথম প্রবর্তন করার সময়ও বাধার স্বষ্টি হয়—দেশীয়দের আশঙ্কা হইয়াছিল তাহদের ছেলেদের ফঁাদে ফেলিয়া জাতি নষ্ট করিবার ইহাও এক প্রকার ষড়যন্ত্ৰ ! কারণ ইতিপূৰ্ব্বে হাতে-লেখা পুথির সাহায্যে পাঠাভ্যাসই রেওয়াজ ছিল। এমন কি বিদ্যালয়ের শিক্ষকেরা পৰ্য্যন্ত বহুকষ্ট্রে ছাপার বই পড়িতে পারিতেন—বিষয়বস্তু সম্বন্ধে ধারণ করা ত দূরের কথা ! ক্যাপ্টেন ইয়ার্ট চুচুড়ার পরলোকগত মে সাহেবের পদ্ধতি অনুযায়ী শিক্ষা দিতেন—তিনি নিজেও এই পদ্ধতির কিছু সংস্কার কবিয়ছিলেন। এই সকল বিদ্যালয়ে গ্রহগণিত ও ইংলণ্ডর ইতিহাস বিষয়ে শিক্ষা দেওয়া হইত। এতদ্ব্যতীত ইয়ার্ট সাহেব গবর্মেন্ট যে ভারতবর্ষের জনসাধারণের মঙ্গল সাধনের জন্য নিরস্তর চেষ্টত তাহা তাহাদিগকে বুঝাইবার জন্য কোম্পানী বাহাদুরের কতকগুলি আইনকানুন ছাত্রদিগকে শিক্ষা দিতেন। তাহার বিশ্বাস ছিল, এই আইনগুলি পড়িয়া শাসকদের সম্বন্ধে ছাত্রদের সুধারণা বদ্ধমূল হইবে এবং প্রীতি ও প্রেম শেষ পৰ্য্যস্ত আনুগত্যে পরিণত হইবে। সুবিধা পাইলেই ইয়ার্ট সাহেব দেশীয়দের নিকট খ্ৰীষ্টধর্মের মহিমা কীৰ্ত্তন করিতেন। তিনি ধাংলা বেশ ভাল জানিতেন। খ্ৰীষ্টধৰ্ম্ম প্রচারে তিনি কোনদিন ভয় পাইতেন না ; হিন্দুধর্মের গুহ গায়ত্রী একটি পুস্তিকায় ছাপিয়া তিনি গ্রন্থকার-হিসাবে নিজের নামও প্রকাশ করিতে সাহসী হইয়াছিলেন— সেকালের পক্ষে তাহা দুঃসাহসই বলিতে হইবে । তাহার ভয় ছিল তিনি নাম না দিলে সম্পূর্ণ দোষ মিশনরীদের ঘাড়ে পড়িবে। * ক্যাপ্টেন ইয়ার্টের বদ্ধমানস্থিত স্কুলগুলির যথেষ্ট স্বনাম ছিল । ১৮১৯ খ্ৰীষ্টাব্দে কলিকাতা স্কুল সোসাইটি যখন কলিকাতার অনেকগুলি বাংলা স্কুলের পরিচালন-ভার গ্রহণ করেন, তখন র্তাহার নিকোলাস উইলার্ড নামে এক জন যুৰাপুরুষকে এই সকল প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নিযুক্ত করিবার সঙ্কল্প করিয়া পাচ মাসের জন্য ক্যাপ্টেন ইয়ার্টের স্কুলের পদ্ধতি শিক্ষা করিতে বৰ্দ্ধমানে পাঠাইয়াছিলেন । এই পদ্ধতিতে পুরাতন পদ্ধতির অৰ্দ্ধেক ব্যয়ে অল্পসংখ্যক শিক্ষকের সাহায্যে অধিকসংখ্যক ছাত্রকে শিক্ষা দেওয়া সম্ভব ছিল । উইলার্ড ১৮১৯ সনের মে মাসের গোড়ায় বৰ্দ্ধমান যাত্রা করেন ; র্তাহার সহিত পাচ জন বাঙালী শিক্ষকও শিক্ষালাভ করিতেছিলেন । ক্যাপ্টেন ইয়ার্টের রচিত কয়েকখানি পুস্তকের সন্ধান পাওয়া গিয়াছে। সেগুলির বিস্তৃত পরিচয় নিম্নে প্রদত্ত হইল :– - * o ا مواد مواد - (fff T (P = !د ইহার সম্বন্ধে কলিকাতা স্কুলবুক সোসাইটির প্রথম বার্ষিক বিবরণের (১৮১৭-১৮ ) ২য় পৃষ্ঠায় লিথিত হইয়াছে :- * , 1. A set of elementary Bengalee Tables, with short reading lessons intermixed, by Lieut. J. Stewart, Adjutant of the Provincial Battalion of Burdwan. Seven tables in all have been printed at the Serampore Press at the Society's charge ;... 斗 AA BBB BB BB BB BBB BBB BBBB BBBBBS BeB BBB BB BBttBBBe * মুদ্রিত হয়।—‘সংবাদপত্রে সেকালের কথা, ১ম খণ্ড (২য় সংস্করণ , পৃ. ৮৩ जéवा । -