পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f *ञक्ष्वाघ् =iरa oवखायाव खं थt چoسنt Importance / of /FEMALE EDUCATION ; / or / Evidence in favour / of the / Education of Hindoo Females, / From the Examples of Illustrious Women, / Both ancient and modern. / Calcutta : ) Printed at the Baptist Mission Press, f For / The Female Juvenile Society for the Establishment's and support of Bengalee Female Schools. / 1822. / ১৮২২ সনের এপ্রিল মাসের অব্যবহিত পূর্বেই ‘স্ত্রী শিক্ষাবিধায়ক প্রথম প্রকাশিত হয়। ( ‘সংবাদপত্রে সেকালের কথা, ১ম খণ্ড, পৃ. ৭৩ দ্রষ্টব্য । ) % "ী শিক্ষাবিধায়কের দ্বিতীয় সংস্করণ ১৮২২ সনের আগষ্ট মাসে কলিকাতা স্কুল-বুক সোসাইটি কর্তৃক প্রকাশিত হয়—ইহার উল্লেখ ঐ সোসাইটির পঞ্চম রিপোর্টে আছে। কয়েক মাসের ব্যবধানে ‘ন্ত্রী শিক্ষাবিধায়কে’র দুইটি সংস্করণ মুদ্রিত হইবার কারণ আছে । তখন মিশনারীদের চেষ্টায় চারি দিকেই বালিকা-বিদ্যালয় প্রতিষ্ঠিত হইতেছিল । চার্চ মিশনরী সোসাইটির পৃষ্ঠপোষকতায় মিস কুক (পরে বিবি উইলসন) নামে এক মহিলা অনেকগুলি বালিকা-বিদ্যালয় স্থাপন করিতেছিলেন । এই সময়ে লোকমত গঠনের জন্ত ‘স্ত্রী শিক্ষাবিধায়ক’ পুস্তকের প্রয়োজনীয়ত বিশেষভাবে উপলব্ধি করিয়া প্রধানতঃ বিতরণের জন্তই কলিকাতা স্কুল-বুক সোসাইটি ঐ বৎসরের আগষ্ট মাসে উহার দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন । * ‘স্ত্রী শিক্ষাবিধায়ক’ পুস্তকের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৮২৪ সনে । এই সংস্করণের গোড়ায় “জুই স্ত্রীলোকের কথোপকথন” নামে একটি অধ্যায় সংযোজিত হয় । কলিকাতা স্কুল-বুক সোসাইটির যষ্ঠ রিপোর্টে ( ১৮২৪-২৫ ) প্রকাশ :– f Gourmohun's Treatise on Female Education has been reprinted, the second edition of 500 copies having been rapidly distributed. The author has enlarged it to nearly double its original size, and has improved it by simplifying the language and by suiting it to the capacity of those for whose use it is intended. পৃ. ৭৯,৩৮২, ৩৮৪–নীলরত্ন হালদার এই গ্রন্থের প্রথম খণ্ডে “সম্পাদকীয়" বিভাগে (পৃ. ৪৫৪-৫৯ ) নীলরত্ব হালদার ও র্তাহার রচনাবলীর কিঞ্চিৎ পরিচয় দেওয়া হইয়াছে । তাহার রচিত আর একখানি পুস্তকের নাম সম্প্রতি জানা গিয়াছে; ইহা শ্রীতিগানরত্ন, ১৮৫৩ সনে প্রকাশিত। ১৩ এপ্রিল ১৮৫৪ তারিখের ‘সংবাদ প্রভাকরে “সন ১২৬০ সালের সমস্ত ঘটনার সংক্ষেপ বিবরণ –.অগ্রহায়ণ মাস ।...বাবু নীলরত্ন হালদার মহাশয় ‘শ্রুতিগানরত্ন’ নামে এক প্রকৃষ্ট পুস্তক প্রকাশ করেন ।” রাজনারায়ণ বসু ‘সে কাল আর এ কাল” পুস্তকে নীলরত্ন হালদার সম্বন্ধে লিখিয়াছেন – “বাৰু নীলরত্ব হালদার বঙ্গদূত সম্পাদক ছিলেন। ইনি নানা ভাষায় পণ্ডিত ও