পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ն:օՋ সংবাদপত্রে মোকালেৰ কথft 5.- Οf α Gμγιι. 6.- Of gathering flowers for offerings. পৃ. ৪৩৯–রাধাকান্ত দেব এই গ্রস্থের প্রথম খণ্ডের "সম্পাদকীয়"-অংশে ( পৃ. ৪৩৯-৪৩ ) রাজা রাধাকান্ত দেব সম্বন্ধে কিছু লিখিয়াছি। সম্প্রতি র্তাহার সম্বন্ধে দুই-চারিটি নূতন কথা জানা গিয়াছে। ( ১ ) রামকমল সেন অসুস্থতানিবন্ধন কিছু দিনের ছুটি লইলে রাধাকান্ত তাহার স্বত্ব প্রা চারি মাস—১৩ ডিসেম্বর ১৮৩৬ হইতে মার্চ, ১৮৩৭ পর্য্যন্ত—'কলিকাতা সংস্কৃত কলেজের সেক্রেটরীর কাৰ্য্য করিয়াছিলেন । (২) ১৮৬৪ সনে রাধাকান্ত বৃন্দাবনে গমন করেন ; তথায় তিন বৎসর পরে ১৮৬৭ সনের ১৯এ এপ্রিল র্তাহার মৃত্যু হয় । বৃন্দাবনে অবস্থিতিকালে তিনি ‘পদাবলী দুই ভাগে প্রকাশ করেন । কলিকাতার সুহৃৎ লাইব্রেরিতে এই পুস্তকের আখ্যাপত্রহীন দুইটি খণ্ড দেখিয়াছি । ১ম ভাগের সমাপ্তি এইরূপ :– অথ ভনিত । গুরুপদ করি আস, রাধাকান্ত দেব দাস, রাজোপাধি কলিকাতা বাস । এবে বৃন্দাবনে স্থিতি, রচে পয়ার সংহতি, গান করে গদাধর দাস ॥ পৃ. ৪৮৬—প্রাণকৃষ্ণ বিশ্বাস এই গ্রন্থের প্রথম খণ্ডে “সম্পাদকীয়"-বিভাগে প্রাণকৃষ্ণ বিশ্বাস সম্বন্ধে বিস্তৃত আলোচনা আছে। র্তাহার প্রচারিত ছুইখানি গ্রন্থ সম্বন্ধে কিছু নূতন সংবাদ জানা গিয়াছে – ( ১ ) প্রাণকৃষ্ণ ক্রিয়াম্বুধি –ইহা পুথির আকারে ছাপা । সংস্কৃত কলেজে ইহার এক খণ্ড আছে। গ্রন্থশেষে রচনাকাল এইরূপ দেওয়া আছে —“শকাকা: ১৭৪ • ... শ্রাবণস্য ষোড়শ দিবসে.প্রাণকৃষ্ণ ক্রিয়াম্বুধি লিপিরিয়ং" । ( ২ ) প্রাণতোষণী –ইহার প্রকাশকাল ১৮২৩ সন । ১৮২৫ সনে ‘ফ্রেণ্ড অব ইণ্ডিয়া' ("ত্রৈমাসিক সংস্করণ ) পত্রের তৃতীয় খণ্ড, ১১শ সংখ্যায় ‘প্রাণতোহ্মণী সম্বন্ধে