পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা ' © পাঠশালায় পড়িবার অনেক বাধা আছে কারণ কোন স্থানে হিন্দু ধৰ্ম্ম লেপি হয় ও কোন স্থানে বা অর্থ ব্যয় হয় কিন্তু এই পাঠশালায় কোন শঙ্কা নাই ধৰ্ম্মলোপ হয় না ও ব্যয়ো হয় না আর পূৰ্ব্বোক্ত বাবুরা কাগজ কলম ও বিবিধ প্রকার পুস্তক নিয়মমতে অবাবে বিতরণ করিতেছেন এবং ছাত্ৰগণের নিকটহইতে ঐ সকল সামগ্রীর কিছুমাত্র মুল্য লন না । কস্যচিৎ বড়বাজারস্থস্য —সং চং । ( ৩ নবেম্বর ১৮৩২ ৷ ১৯ কাক্টিক ১৯৩৯ ) শ্ৰীযুত জি এ টরণবুল সাহেবকতৃক বাগবাজারে এক বিদ্যালয় স্থাপিত হইয়াছে । উক্ত সাহেব কিছুকাল শ্ৰীযুত বাবু রামমোহন রায়ের স্কুলের প্রধান শিক্ষকের সমাদরণীয় উচ্চ পদে নিযুক্ত ছিলেন এবং তৎপরে অরিএন্টল সেমেনরিনামক পাঠশালার শিক্ষকতাপদে মনোনীত হইয়াছিলেন অতএব তাহার গুণ ও বিজ্ঞতা এবং এতদেশীয় বালকগণের মঙ্গলার্থ BBK BBBBBB BBB BKBBBB BBBBBS BB BBBBBB BB BBBBBB বিদ্যাবুদ্ধিবৃদ্ধিতে তাহার পরিশ্রমের দ্বারা সম্পূর্ণরূপ প্রকাশমান হষ্টয়াছে । স্বীয় আত্মীয় ব্যক্তিরদের পরামর্শক্রমে এই ক্ষণে পাঠশালার কৰ্ম্ম নিৰ্ব্বাহ করিতে অঙ্গীকার করিয়াছেন এবং তাহার বন্ধুগণ বাঞ্ছা করেন যে উক্ত পাঠশালাতে স্বীয় সন্তানেরদের বিদ্যাশিক্ষার্থ প্রেরণ করাতে দয়াবান মহাশয়ের অবশ্যই ঐ কার্ষ্যের বিলক্ষণ আনুকূল্য করিবেন নিবেদনমিতি । শ্ৰীযুত কালীচরণ ননী । শ্ৰীযুত মধুসূদন নন্দী । কলিকাতা ২৪ অক্রোবর ১৮৩২ } ( ৬ এপ্রিল ১৮৩৩ । ২৫ চৈত্র ১২৩৯ ) সংপ্ৰতি নিমতলার রাস্তার গোপীকৃষ্ণ পালের গলিতে কলেজের ছাত্র শ্ৰীযুত বাৰু হলধর সেনকর্তৃক পৌৰ্ব্বাহ্নিক এক পাঠশালা স্থাপিত হইয়াছে । সেনজ বাবু ইঙ্গরেজী ভাষাতে অত্যুত্তম বিজ্ঞ হইয়াছেন এই পাঠশালার কার্য্য তিনি ও তাহার মিত্ৰগণ এমত নিৰ্বাহ করিতেছেন যে তস্থার ছাত্ৰগণের বিলক্ষণ বিদ্যা প্রাপ্ত হইতেছেন ।...ঐ পাঠশালায় ৬০ জন ছাত্র আছেন তাহারা ছয় সম্প্রদায়ে বিভক্ত •••কস্যচিৎ হিন্দুবালকস্ত । নিমতলা b^రిvరి ని Itక ( ৭ জুন ১৮৩৪ ৷ ২৬ জ্যৈষ্ঠ ১২৪১ ) শ্ৰীযুত হের সাহেবের পাঠশালা দগ্ধ –প্রযুত হের সাহেবের পটলডাঙ্গাস্থ ইঙ্গরেজী স্কুল বাটীর মধ্যস্থ বাঙ্গালা পাঠশালা গত ২৭ মে তারিখে দগ্ধ হইয়াছে শুনিয়া আমরা অত্যন্ত খেদিত হইলাম যেহেতুক ঐ বাঙ্গাল ঘর প্রস্তুত করিতে অনেক টাকা ব্যয় হইয়াছিল এবং ঐ বিদ্যালয়ের ছাত্রেরদের বিদ্যা শিক্ষা কিঞ্চিৎকাল স্থগিত করিতে হইল। কিরূপে