পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা శ్రీలి এই স্কুলের সাম্বৎসরিক পরীক্ষা পূৰ্ব্বাহ্নে ১০ ঘন্টার সময় আরম্ভ হয় তদুপলক্ষে অত্যন্ত্র লোক দর্শক উপস্থিত ছিলেন । এই পাঠশালা অষ্ট সম্প্রদায় যুক্ত যথায় বিবিধ আলোচনীয় পুস্তক প্রত্যহ পাঠ হইতেছে এবঞ্চ ইহা প্রাতঃকালিক পাঠাগাররূপে স্থাপিত । . . . কতিপয় ছাত্র সেকসপিয়র রচিত গ্রন্থদ্ভূত নাট্য ক্রীড় সম্পাদনে শ্ৰীযুত রাজা বাহাদুর দর্শক মহোদয় এবং সমাগত মহাশয় চয় আহিলাদিত হইলেন । • • • • • • শ্ৰীযুত ডি হের সাহেব গাত্ৰোখান পুরঃসর পাঠশালার শিক্ষকদিগকে শিষ্টাচার আচার অস্তুর বালক নিবহেরা তাহারদিগের বেতন তা ভাবে যে এত দ্রুপ শিক্ষা দানে প্রস্তুত হইয়াছে দেখিয়া আনন্দাতিশয় উপলন্ধে আর কাপ্তান পামর সাহেব যাহা স্কুলের স্রষ্টা শ্ৰীযুত বাৰু গোপাললাল মিত্রজকে লিখিয়াছেন তন্মধ্যে শিক্ষা বিষয়ে অধিকতর বিশ্বাস করিয়া স্তুতিবাদ করিলেন ইহাতেও করধ্বনি হইল । R পারিতোষিক পুস্তক বিতরণ কাৰ্য্য হের সাহেব দ্বার। নিপন্ন হটল । এবং বেল প্রায় ১২ ঘণ্টার সময় সভা ভঙ্গ হয় । ( ৩০ জুন ১৮৩২ । ১৮ আষাঢ় ১২৩৯ ) টাকির বিদ্যালয় ।—আমরা অত্যস্তাহলাদপূর্বক পাঠক মহাশয়েরদিগকে জ্ঞাপন করিতেছি যে কলিকাতা নগরহইতে প্রায় বিংশতি ক্রোশ অন্তর অতিসমৃদ্ধ টাকি স্থানে এত দেশীয় বালকেরদের বিদ্যা শিক্ষার্থ এক বিদ্যালয় স্থাপিত হইয়াছে। ঐ স্থান শ্ৰীযুত বাবু কালীনাথ রায় চৌধুরী ও শ্ৰীযুত বাবু বৈকুণ্ঠ রায় চৌধুরী এবং তাহারদের পরিজনগণের আবাস তাহারা ঐ স্থানে বৃহং২ তিমট। অট্টালিকা প্রস্তুত করিয়া ইঙ্গরেজী ও আরবী পারসী ও বাঙ্গালা ভাষার শিক্ষকসকল নিযুক্ত করিয়াছেন এবং এক জন উপযুক্ত সংস্কৃত শাস্বাধ্যাপক তথায় আছেন অল্পকালের মধ্যে তিনিও ঐ বিদ্যালয়ে অধ্যাপনারম্ভ করিবেন । উক্ত বিদ্যালয়ের তাবৎ কৰ্ম্ম নিৰ্ব্বাহের ভার শ্ৰীযুত পাদরি ডফ সাহেবের প্রতি সমর্পিত হুইয়াছে গত ১৪ [ জুন ] বৃহস্পতিবার উক্ত সাহেবের দ্বারা ইঙ্গরেজী পারসী বাঙ্গাল ভাষা ভ্যাসক কৰ্ম্ম আরম্ভ হইয়াছে চিৎপুরে ঐ সাহেবের পাঠশালার যদ্রুপ নিয়ম আছে তদ্রুপ নিয়মই এই পাঠশালায় চলিবে । এই স্থানের ছাত্রেরা বিদ্যাশিক্ষার্থ এমত বা গ্র যে তিন দিবসের মধ্যেই ৩৪০ জন ছাত্র নিযুক্ত হইয়াছে ।-- এতদেশীয় যে মহাশয়ের এই পাঠশালার ব্যাপার আরম্ভ করিয়াছেন তাহারদের উপযুক্তরূপ প্রশংসা করা দুঃসাধ্য যেহেতুক স্বদ্ধ দেশোপকারার্থ তাহারা স্বীয় ধন ব্যয় ও পরিশ্রমের কিছুমাত্র ক্রটি করিতেছেন না । এবং তাহারা নিজের লক্ষ টাকা ব্যয় করিয়া ঐ জিলার মধ্যবৰ্ত্তি স্থানপর্য্যস্ত সংপ্রতি এক নূতন রাস্তা প্রস্তুত করিয়াছেন ।