পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\స్క్రి মংবাদ পত্রে মোকালেৰ কথা বীজগণিত ও অঙ্কবিদ্যা ও লিখন পারিপাট্য বিস্তাতে অতিপটু তবে আশ্চৰ্য্য বোধ হইত কিন্তু এই বঙ্গদেশারণ্যমধ্যে যে এমত দেখা যায় ইহা আরো অত্যাশ্চৰ্য্য বিষয় কিন্তু সামান্য গ্রামস্থ বালকেরা যেমন তেমন টাকিস্থ বালকেরা নহেন তাহারা প্রায়ই চৌধুরী বাবুরদের কুটুম্ব ধনি মানি ব্যক্তিরদের সন্তান এবং তাহারদের আকারপ্রকার ও শিষ্টালাপেতে কলিকাতাস্থ পাঠশালার ছাত্রেরদের অপেক্ষাও উত্তম বোধ হয়। দ্বিতীয় সম্প্রদায়স্থ অগ্রগণ্য ছাত্রেরা ইঙ্গরেজী ভাষা এমত উত্তমরূপে ব্যাকরণ শুদ্ধ কহিয়াছিলেন যে তাহাতে পরীক্ষকেরদের অত্যাশ্চর্ষ্য বোধ হইল। এবং তাহারা জিজ্ঞাসাবাদে যে উত্তর প্রয়োগ করিলেন সে অতি পারিপাট্য ও অভ্রান্তরূপ। এইক্ষণে ঐ পাঠশালাতে এমত কৃতকাৰ্য্যতা হইয়াছে শুনা গেল যে জেনরল আসেমলি পাঠশালার স্বপারিন্টেণ্ডেণ্ট সাহেবেরা এমত মানস করিয়াছেন যে স্কটলণ্ড দেশহইতে নূতন সাহেব লোকেরা পহুছিলে কেহ২ দুই এক মাসের নিমিত্ত ঐ পাঠশালা দর্শনার্থ টাকিতে অবস্থান করিবেন । $ অতএব এই ক্ষণে আমরা সৰ্ব্বসাধারণ ব্যক্তিরদিগকে প্রশ্ন করি যে এই অত্যুত্তম পাঠশালার সংস্থাপক ও প্রতিপোষক শ্ৰীযুত বাৰু কালীনাথ রায় চৌধুরী মহাশয় স্বদেশীয় মহাশয়সমাজের মধ্যে কি তিলক হইবেন না । ঐ পাঠশালা এইক্ষণে পাচ বৎসরাবধি চলিতেছে তাহাতে জেনরল আসেমলি সাহেবের ষে খরচ দিতেছেন তদ্ভিন্ন ঐ বাবু বার্ষিক বিংশতি সহস্র মুদ্রা ব্যয় করিতেছেন । এবং টাকির ঐ বাবুরদের আদর্শে অন্য এক জন ধনি জমিদার স্বীয় অঞ্চলে এক ইঙ্গরেজী পাঠশালা স্থাপন করিয়াছেন । অতএব যদ্যপি গবর্ণমেণ্ট ইহঁাদের প্রতি সন্ত্রম করিয়া এমত কৰ্ম্মের প্রতিপোষকতা করেন তবে বোধ করি এতদেশীয় অন্যান্ত ধনি মহাশয়েরাও এতদ্বিষয়ে অগ্রসর হইয়া ভারতবর্ষের মধ্যে ইঙ্গরেজী বিদ্যা প্রচলিতকরণার্থ এডুকেসন কমিটির বিলক্ষণ সহকারী হইতে পারেন । ( ২৩ জানুয়ারি ১৮৩৬ । ১১ মাঘ ১২৪২ ) পানীয়হাটির বাবু।–পানীয়হাটিনিবাসি অতিধনাঢ্য ও সম্রাস্ত চব্বিশ পরগনার জমীদার শ্ৰীযুত বাবু রাজকৃষ্ণ রায় চৌধুরী ও শ্ৰীযুত বাবু প্রাণকৃষ্ণ রায় চৌধুরী স্বদেশীয় বালকেরদিগকে ইঙ্গরেজী বিদ্যাতে সুশিক্ষিত করাইয়া স্বদেশীয় বিশিষ্টেরদের অনুরূপ- . করণার্থ অতিবদান্ততাপূৰ্ব্বক গঙ্গাতীরে কক সাহেবের বাঙ্গলার নিকট অর্থাৎ চাণক ও কলিকাতার মধ্যস্থলে ইঙ্গরেজী এক বিদ্যালয় স্থাপন করিয়াছেন । এইক্ষণে উক্ত বাৰু মহাশয়েরা রাসমঞ্চের নৰ্ত্তনাগার বিদ্যালয় স্থাপনার্থ দান করিয়াছেন । তাহারা উপযুক্ত বিদ্বান শ্ৰীযুত এফ মাগডালননামক এক জন সাহেবকে ঐ বিদ্যালয়ের শিক্ষকতাপদে নিযুক্ত করিয়াছেন ঐ সাহেব বঙ্গভাষাতে স্বশিক্ষিত নায়েব এক জন পোৰ্ত্ত গীশের সহকারে ঐ পাঠশালার কার্য্য উত্তমরূপে নিৰ্ব্বাহ করিতেছেন । এইক্ষণে পাঠশালাতে ৪০ জনেরও অধিক ছাত্র প্রবিষ্ট হইয়াছে। ঐ পাঠশালা অত্যঙ্গ কাল মাত্র হইল স্থাপিত হইয়াছে ইতিমধ্যেই