পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ ১নংবাদ পত্রে মেকালের কথা ভাষা পয়ার করিয়া সংস্কৃত সমেত মোকাম শ্রীরামপুরের ছাপাখানাতে ছাপাইয়াছেন কেতাব প্রস্তুত হইয়াছে তাহার ছাপা খরচ কারণ প্রত্যেক কেতাবের মূল্য ॥• আট আন স্থির হইয়াছে যাহার লওনের আবখ্যক হয় তিনি শ্রীরামপুরের ছাপাখানাতে আইলে পাইতে পরিবেন ইতি । ( ২২ সেপ্টেম্বর ১৮২১ । ৮ আশ্বিন ১২২৮ ) নূতন পুস্তক ॥—মহাভাগবতোক্ত শিবনারদ সম্বাদযুক্ত ভগবতীগীত নামক গ্রন্থ ছিল সংপ্রতি শ্ৰীযুত রামরত্ব ন্যায়পঞ্চানন তাহার প্রতিশ্লোকের ভাষা পয়ার করিয়াছেন এবং তাহার সংস্কৃত সমেত ভাষা পয়ার ছাপা হইয়া জেলদ বন্দ হইয়াছে । তাঁহাতে বৃষধুক্ত বৃষধ্বজ নারদ গোস্বামিকে যোগ কহিতেছেন এই ছবি । এবং মেনকার ক্রোড়দেশাবস্থিত। ভগবতী রাজ হিমালয়কে যোগ কহিতেছেন এই ছবিও আছে। তাহাতে উনসত্তরি পৃষ্ঠ । ( ১৭ নবেম্বর ১৮২১ । ৩ আগ্রহায়ণ ১২২৮ ) চিকিৎসা গ্রন্থ ॥—নানা প্রকার ইংরাজী ও বাঙ্গালী গ্রন্থ ছাপাইয়া প্রকাশ হইয়াছে কিন্তু অনুমান করি যে ভাষাতে চিকিৎসা গ্রন্থ ছাপা হইয় প্রায় প্রকাশ হয় নাই তাহাতে অনেক লোক অশাস্ত্র চিকিৎসা করিয়া থাকে এবং এক রোগে অন্ত ঔষধি প্রয়োগ করায় এইহেতুক সকল লোকের উপকারার্থ শ্ৰীযুত রাবট ডগলেস সাহেব ইংরাজী চিকিৎসা গ্রন্থহইতে ও আর২ গ্রন্থহইতে সংগ্ৰহ করিয়া বাঙ্গালী ভাষায় এক চিকিৎসা গ্রন্থ তর্জমা করিতে আরম্ভ করিয়াছেন কোন২ দ্রব্যেতে কোন ঔষধি প্রস্তুত হয় এবং কোন ঔষধিতে কোন ব্যাধি নাশ করে এ সকল তাহার মধ্যে থাকিবেক এ গ্রন্থে অনেক লোকের উপকার হইবেক কিছু দিনের মধ্যে গ্রন্থ ছাপ আরম্ভ হইলে ইহার বিশেষ সমাচার দর্পণে অৰ্পণ করা যাইবেক । ( ২ ফেব্রুয়ারি ১৮২২ । ২১ মাঘ ১২২৮ ) স্ত্রীরামপুরের ছাপাখানাতে এই২ পুস্তক ছাপা হইয়াছে এবং তাহার মূল্য এই। সংস্কৃত ॥ ইংরেজী সমেত রামায়ণ প্রথম ভাগ --- ৩০ টাকা હૈ দ্বিতীয় ভাগ 翰翰酸 & శ్రీ তৃতীয় ভাগ 象 影 象 લૈ ইংরেজী সমেত অমরকোষ ছাপা হইতেছে মুগ্ধবোধ ব্যাকরণ •• ৪ টাকা