পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ግ¢ প্রকাশ হয় তবে অনেকের উপকার হইতে পারে। এই বিবেচনা করিয়া শহর শ্রীরামপুরনিবাসি শ্ৰীযুত ডি ডিকুশ সাহেব ঐ পুস্তক বাঙ্গালাতে তর্জমা করিয়া এক পৃষ্ঠ ইংরেজী ও এক পৃষ্ঠ বাঙ্গালা করিয়া উত্তম ইংরেজী কাগজে a:༽ཝཱ་ལཱ་ ছাপাখানায় ছাপাইবেন । পুস্তকের সংখ্যা অনুমান আড়াই শত পৃষ্ঠ হইবেক। এবং ছাপার ব্যয়ের কারণ প্রত্যেক পুস্তকের মূল্য চারি টাক নিরূপণ করিয়াছেন। কিন্তু ছাপার ব্যয়োপযুক্ত অর্থ সংস্থান না হইলে ছাপা আরম্ভ করিতে পারেন না । এ কারণ সকলকে জ্ঞাত করা যাইতেছে যাহার ঐ পুস্তক লইবার বাসন হয় তিনি শ্রীরামপুরের ছাপাখানায় কিম্বা শ্রীরামপুরে ঐ সাহেবের নিকটে আপন নাম ও নিবাস সম্বলিত পত্র লিখিবেন । পুস্তক প্রস্তুত হইলে তাঙ্গারদিগের নিকট প্রেরণ করিয়া টাকা লওয়া যাইবেক । ( ১৩ নবেম্বর ১৮২৪ । ২৯ কাৰ্ত্তিক ১২৩১ ) প্রাণতোষণী নামধেয় লতা —খড়দহ নিবাসি শ্ৰীযুত বাবু প্রাণকৃষ্ণ বিশ্বাস রামতোষণ বিদ্যালঙ্কার ভট্টাচাৰ্য্যদ্বারা মুণ্ডমালা মৎস্তস্বত্ত মহিষমৰ্দ্দিনী মায়াতন্ত্র ও মাতৃকাভেদ মাতৃকোদয় ও মহানিৰ্ব্বাণ মালিনীবিজয় মহানীলতন্ত্র ও মহাকাল সংহিতা ও মেরুতন্ত্র ও ভৈরবী ভূতডামর বীরভদ্র বীজচিন্তামণি একজটা নিৰ্ব্বাণতন্ত্র ও তারারহস্য স্যামারহস্যইত্যাদি তন্ত্র ও নারদপঞ্চBB BB BBBB BSBBB BBBB BBBS BBBBBB BBBB BBBBB BB BB BBBB বহু পরিশ্রমে বহুব্যয়ে প্রস্তুত করিয়া ছাপা করিয়া সৰ্ব্বত্র তদভিজ্ঞ জনকে প্রদানপূর্বক আপ্যায়িত করিয়াছেন যেহেতুক এক গ্রন্থে বহু কাৰ্য্য সাধন হয় না এই গ্রন্থে প্রায় কোন কাৰ্য্য সাধনাবশিষ্ট থাকে না • • • ( ২২ জানুয়ারি ১৮২৫ । ১১ মাঘ ১২৩১ ) শন ১৮২৪ শালে যে২ কেতাব শহর কলিকাতার নানা ছাপাখানায় ছাপা হইয়াছে তাহার বিবরণ । - মোং কলুটোলায় চন্দ্রিক যন্ত্রালয়ে পীতাম্বর মুখোপাধ্যায়কতৃক কৃত পদ্মপুরাণান্তর্গত ক্রিয়াযোগসারের ভাষা পয়ার । 3. এবং ঐ ছাপাখানাতে শ্রীরামচন্দ্র বিদ্যালঙ্কারকতৃক কৃত আনন্দ লহরীর সংস্কৃত সমেত ভাষা | এবং মোং বহুবাজারে শ্ৰীলেবেগুর সাহেবের ছাপাখানায় শ্ৰীলক্ষ্মীনারায়ণ ন্যায়ালঙ্কার কুত মিতাক্ষরাদপণ নামক মিতাক্ষরা গ্রন্থের তর্জমা সংস্কৃত সমেত ভাষা । এবং ঐ ছাপাখানাতে শ্ৰীলেবেণ্ডর সাহেবকতৃক সংগ্রহীত জানসেন ডিকস্তানরীর ইংরাজী সমেত বাঙ্গাল ।